Tuesday, 28 August 2012
Wednesday, 15 August 2012
কম্পিউটার হ্যাং হবার ১২টি কারণ জেনে নিন
আমরা প্রয়ই বলে তাকি কম্পিউটার হ্যাং ধরেছে। কিন্তু আসলে হ্যাং বলতে কী
বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের
ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং
বলে। এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন। সকল কাজের পিছনেই একটা
না একটা কারণ রয়েছে।
Monday, 6 August 2012
উইন্ডোজ বা অফিসের অ্যাকটিভেশন ব্যাকআপ বা রিস্টোর করা
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ বা অফিসের লাইসেন্স অ্যাকটিভ করা থাকলে
পরে উইন্ডোজ বা অফিস ইনস্টল করলে নতুন করে লাইসেন্স অ্যাকটিভ করতে হয়। তবে
অ্যাকটিভেশন ব্যাকআপ করে রাখলে পরে অ্যাকটিভেশন রিস্টোর করলেই হবে। এমনই
একটি সফটওয়্যার হচ্ছে অ্যাডভান্স টোকেন্স ম্যানেজার।
অ্যাকটিভেশন ব্যাকআপের জন্য সফটওয়্যারটি চালু করে Backup Activation বাটনে ক্লিক করুন।
অ্যাকটিভেশন ব্যাকআপের জন্য সফটওয়্যারটি চালু করে Backup Activation বাটনে ক্লিক করুন।