Tuesday, 22 September 2015

যখন–তখন কম্পিউটার বন্ধ হলে যা করনীয়

চালু কম্পিউটার কিছুক্ষণ পরপর হঠাৎ বন্ধ হয়ে আবার চালু (রিস্টার্ট) হয়, এমন সমস্যায় মাঝেমধ্যেই পড়তে হয়। এমনটা হলে বিচলিত হয়ে পড়েন ব্যবহারকারী। হতে পারে এটা সফটওয়্যারের কোনো সমস্যা কিংবা যন্ত্রাংশের সমস্যা। বেশির ভাগ সময় নিজেই এর সমাধান বের করা যায়। অন্তত ধারণা পাওয়া যাবে আসলে ঠিক কী কারণে এমন ঘটছে।

Monday, 21 September 2015

ব্যাটারি বাঁচাতে নয়া অ্যাপ

আপনি কি জানেন, আপনার স্মার্টফোনের অ্যাপস অন্তত ফোনের ২৯ শতাংশ চার্জ শেষ করে দেয়। তাও আবার তখন, যখন আপনার ফোনের স্ক্রিন ‘লক’ করা থাকে। আপনি জানতেও পারেন না, আপনার স্মার্টফোনের চার্জ কখন নিঃশব্দে ফুরোতে থাকে। তাই বৈজ্ঞানিকরা এবার এমন এক অ্যাপ বানিয়েছেন, যা আপনার ফোনের চার্জ অন্তত ১৬ শতাংশ বাড়িয়ে দেবে।

Sunday, 20 September 2015

এক ফোনেই উইন্ডোজ-অ্যানড্রয়েড

স্মার্টফোনে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহারের কথা এর আগে শোনা যায়নি। চীনের হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইলিফোন’ দুইটি অপারেটিং চালানোর উপযোগী ফোন বাজারে ছেড়েছে। ফোনটির নাম ‘ভউনি’। এই ফোনটিতে অ্যানড্রয়েড এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে।

Friday, 18 September 2015

স্ক্যানারকে বানিয়ে ফেলুন ক্যামেরা

একটি সাধারণ স্ক্যানারকেই হাই রেজুলেশন ক্যামেরা বানিয়ে ফেলা সম্ভব। এর জন্য স্ক্যানারটি খুলে একটু কাস্টমাইজ করে নিলেই চলে। আর এ ধরনের ক্যামেরা দিয়ে ১৪৩ ‍মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন। যা অন্য সাধারণ প্রফেশনাল ক্যামেরাতেও সম্ভব নয়!

Thursday, 17 September 2015

ফোন হারালেও হারাবে না ফোনবুক

 গ্রাহকদের জন্য অভিনব সেবা নিয়ে এলো গ্রামীণফোন। গ্রামীণফোন গ্রাহকরা এখন থেকে তাদের স্মার্টফোনের মাধ্যমে ফোনের সব ফোনবুকের সব কন্ট্যাক্ট ব্যাকআপ রাখতে পারবেন। গ্রাহকদের এ ব্যাকআপ সুবিধা দিতে গ্রামীণফোন চালু করলো মাই কন্ট্যাক্টস সেবা।

Saturday, 5 September 2015

যা করবেন উইন্ডোজ দশে প্রোগ্রাম না চললে

উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং সিস্টেম হালনাগাদ করে কম্পিউটারে উইন্ডোজ ১০ ব্যবহার করা যাচ্ছে। উইন্ডোজ ৭ ও ৮-এর কোনো প্রোগ্রাম উইন্ডোজ ১০-এ নাও চলতে পারে। আগে ব্যবহৃত প্রোগ্রাম চালাতে গেলে This program doesn’t run on Windows 10 বার্তা দেখায় মাঝে মাঝে। আবার কখনো বলে এই সফটওয়্যারটি আপনার অপারেটিং সিস্টেমের উপযোগী নয়। ঘাবড়াবেন না !

Tuesday, 1 September 2015

বাংলায় হোয়াটসঅ্যাপ

দেশে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা আনল টেলিকম অপারেটর বাংলালিংক। আজ এক বিজ্ঞপ্তিতে বাংলালিংক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।