Thursday, 30 June 2016

মেমরি কার্ড না বদলিয়েও বাড়ান ফোন মেমরি স্পেস

কিছু টিপস‌ মেনে চললেই মেমরি কার্ড না বদলিয়েও ফোন মেমরির অনেকটা ‘ফাঁকা’ রাখা যায়। কী সেগুলো দেখে নিন:
ক্যামেরার রেজুলেশন: ফোনের মেমরির সবচেয়ে বেশি স্পেস দখল করে থাকে ছবি এবং ভিডিও। ছবি এবং ভিডিওর সংখ্যা যদি একান্তই কমাতে না পারেন, তা হলে ফোনের রেজলিউশন কমিয়ে মেমরি স্পেস নিয়ন্ত্রণে রাখতে পারেন।

Monday, 27 June 2016

জেনে নিন ওয়াইফাই গতি বাড়ানোর কৌশল

ওয়াইফাই এলাকায় থাকা মানে দুরন্ত গতিতে ছুটবে ফেসবুক, হোয়াটস অ্যাপ। কিন্তু অনেক সময়েই দেখা যায় ওয়াইফাই থাকা সত্ত্বেও চাহিদা মতো গতি পাওয়া যাচ্ছে না। জেনে নিন, কী কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Wednesday, 22 June 2016

ফায়ারফক্সের গতি বাড়ান সহজেই

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ব্যবহার করা হয়। যাঁরা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন, তাঁরা সেটির গতি বাড়িয়ে নিতে পারেন। আপনার ইন্টারনেটে ওয়েবপেইজ খোলার সময় কমাতে পারবেন ফায়ারফক্সের পাইপলাইন সুবিধার মাধ্যমে।

Monday, 20 June 2016

পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট না হলে করোনীয়

মাঝে মাঝে কিছু ভাইরাসের কারনে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট হয় না অথবা পেনড্রাইভের স্পেস অনেকটা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। যাকে মেমোরির ভাষায় আনএলোকেটেড স্পেস বলা হয়। যেসকল পেনড্রাইভ বা মেমোরি সাধারনভাবে ফরমেট করা যায় না তাও এ উপায়ে ফরমেট করা যায়।

Sunday, 19 June 2016

অ্যানড্রোয়েড ফোনের জরুরি কিছু কোড

প্রতিনিয়তই অ্যানড্রোয়েড ফোনের কদর বাড়েই চলেছে। সারা বিশ্বে যতগুলো স্মার্টফোন রয়েছে তার বেশির ভাগই অ্যানড্রোয়েড অপারেটিং সিস্টেম চালিত।
সব অ্যানড্রোয়েড ফোনেরই আছে কিছু জরুরি কোড। যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের জরুরি কাজগুলো সম্পাদন করতে পারেন।

Saturday, 18 June 2016

একাধিক ফোনে একই হোয়্যাটসঅ্যাপ ব্যবহারের উপায়

একাধিক ফোনে একই হোয়্যাটসঅ্যাপ ব্যবহারের উপায়মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে বিনা মূল্যে মেসেজিং সেবা হিসেবে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। সাধারণত একটি ফোনে হোয়াটসঅ্যাপে একটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়।

Thursday, 16 June 2016

নাম্বার গোপন রেখে কল করুন সহজেই

অপরিচিত ব্যক্তিরা শুধু শুধু ডিস্টার্ব করতে থাকে। তাই এখনই জেনে নিন, কিভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী।এ সমস্যা  থেকে আপনি নিশ্চিত মুক্তি পেতে পারেন কিছু কার্যকরী অ্যাপ ব্যবহার করে।

Tuesday, 14 June 2016

জেনে নিন দ্রুত টাইপ শেখার কৌশল

দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা। হালে এ দক্ষতার কদর রয়েছে। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার ‘গোপন রহস্য’ প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই।

Sunday, 12 June 2016

পাসওয়ার্ড জানলেও Facebook আইডিতে ঢুকতে পারবেনা অন্য কেউ

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন??? আশা করি ভালই আছেন। আমরা দীর্ঘসময় নিয়ে গড়ে তুলি আমাদের সাধের ফেসবুক আইডিটি। কিন্তু হঠাত আড়ল থেকে কেউ যদি আমাদের আইডির পাসওয়ার্ড জেনে যাই বা কেউ কুমতলবে যদি আপনার পাসওয়ার্ড হাতিয়ে নেয় তখন কি করবেন? ব্যাস চিন্তা নেই আজকের টিউনটি এই বিষয়েই।

দূর করুন পেনড্রাইভে শর্টকাট ভাইরাস

অনেক সময় কম্পিউটারে পেনড্রাইভ যুক্ত করার পর ফাইল এবং ফোল্ডারগুলো দেখা যায় না। অথচ ফাইলগুলো যে পেনড্রাইভে আছে তা আপনি জানেন। এটা মূলত ‘শর্টকাট ভাইরাস’ নামে পরিচিত একধরনের ভাইরাসের জন্য হয়ে থাকে।

Friday, 10 June 2016

উইন্ডোজ ৭ শর্টকাট কি


উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে সহজে কাজ সারতে শর্টকাট কি ব্যবহার করা যায়। তেমনই কিছু শর্টকাট কি এখানে দেওয়া হলো।
নতুন ফোল্ডার তৈরি
উইন্ডোজ এক্সপ্লোরারে নতুন কোনো ফোল্ডার তৈরি করতে হলে মাউসের ডান বোতামে ক্লিক করে New চেপে আবার New Folder নির্বাচন করলে সেটি তৈরি হয়। কিন্তু চাইলেই নতুন যেকোনো ফোল্ডার তৈরি করতে পারেন Ctrl+Shift+N চেপে।

Thursday, 2 June 2016

এসএমএস থেকে চার্জ হবে স্মার্টফোন

বিংশ শতাব্দী যদি কম্পিউটারের যুগ হয় তাহলে এক বিংশ শতাব্দী মোবাইল ফোনের। প্রতিদিন কম্পিউটারে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, কিন্তু মোবাইল ফোন নিয়ে যতটা গবেষণা হচ্ছে সে তুলনায় খানিকটা হলেও পিছিয়ে আছে কম্পিউটার। মোবাইল ফোন বিশেষ করে স্মার্টফোন এখন হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ।