কম্পিউটার স্লো হয়ে গেলে কার না মেজাজ খারাপ হয়? দেখা যায় ক্লিক করলেও ক্লিক হচ্ছে না, একটা ক্লিক করে বসে থাকতে হচ্ছে। কতক্ষন আর ধৈর্য্য থাকে। ইচ্ছা করে মনিটরটা মাথায় তুলে আছাড় দিতে। তবে ভুলেও তা করতে যাবেন না। কারন মনিটরের কাজ শুধু আপনাকে পিকচার দেখানো।