আমাদের চারপাশ নানা চিহ্ন দিয়ে ভরপুর। এর মধ্যে কিছু চিহ্ন খুব কম দেখা যায় আবার কিছু চিহ্ন সর্বব্যাপী অর্থাৎ দেখা পাওয়াটা খুব একটা কঠিন না। আমাদের চারপাশে বেশিরভাগ চিহ্ন বা প্রতীকের পেছনে গল্প রয়েছে। প্রত্যেকটি চিহ্নের পেছনের গল্প আমরা জানি না, জানতে পারি না।