Friday, 30 September 2011
Tuesday, 27 September 2011
Saturday, 24 September 2011
প্রাপক কি ই-মেইলটি পড়েছেন?
একটা সময় ছিল যখন চিঠি ছিলজনপ্রিয় যোগাযোগ মাধ্যম। কারও কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন কিন্তু সেটি তিনি পড়েছেন কি না তা আজও জানা হয়নি। আবার আপনি হয়তো কাউকে একটি চিঠি দিয়েছিলেন এবং সেটি ছিল শেষ চিঠি। অনেক বছর পর যদি কখনো আপনাদের দেখা হয়ে যায় তখন হয়তো পুরোনো অনেক স্মৃতিই মনে পড়ে। তখন হয়তো সেই চিঠিটির কথাও মনে পড়ে। তখন দীর্ঘশ্বাস ফেলে বলতে হয়, ‘তুমি ভালো আছো তো?’ তখন যদি পুরোনো কোনো প্রসঙ্গ নিয়ে কথা হয় তাহলে নিশ্চয়ই সেই চিঠির কথাও উঠে আসে। তখনই জানা যায় চিঠিটি তিনি পান-ই নি। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না।
Sunday, 18 September 2011
জেনে নিন আপনার ইয়াহু মেইলে কে প্রবেশ করেছিল….
আপনার ইয়াহু ই-মেইলের গোপন নম্বর (পাসওয়ার্ড) কেউ জেনে গেলে মাঝেমধ্যে আপনার ই-মেইল ঠিকানায় প্রবেশ করতে পারে। কেউ আপনার ই-মেইল ঠিকানায় প্রবেশ করেছে কি না, কিংবা কোন আইপি ঠিকানা থেকে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করেছিল, এটা জানতে ইয়াহু মেইলে লগইন করে আপনার নামের ওপর ক্লিক করে Account Information নির্বাচন করুন। গোপন নম্বর দিতে বললে পুনরায় দিয়ে লগইন করুন। এখন নতুন পেজ এলে বাঁ পাশ থেকে Sign-In and Security-এর সবার নিচের View your recent login activity-তে ক্লিক করুন।
Wednesday, 14 September 2011
ইন্টারনেট কনেকশন ছাড়ায় (অফলাইন) জিমেইল, গুগল ক্যালেন্ডার, গুগল ডকস ব্যাবহার করুন
Saturday, 10 September 2011
পেনড্রাইভের লুকানো ফাইল বের করুন
কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাসের কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময়
পেনড্রাইভে ফাইল থাকলেও তা অদৃশ্য (হাইড) হয়ে যায়। কিন্তু পেনড্রাইভের
Properties -এ গেলে দেখা যায় ফাইলগুলো ঠিকই মেমোরির জায়গা দখল করে আছে।
আবার ফাইলের বদলে কখনও ফাইলের শর্টকাট পাওয়া যায়। এ রকম সমস্যায় পড়লে Start
থেকে All programme/accessories/notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের
সংকেতটি হুবহু নোটপ্যাডে লিখুন।
atrib -h -r -s /s /d DRIVE LETTER:||*.*
atrib -h -r -s /s /d DRIVE LETTER:||*.*
বিক্রি হয়ে যাচ্ছে ইয়াহু, সম্ভাব্য ক্রেতা মাইক্রোসফট
ক্যারল বার্ডজকে অপসারণের পর নতুন প্রধান নির্বাহী নিয়োগের আগেই বিক্রি
হতে চলেছে ইন্টারনেট সার্ভিস কোম্পানি ও সার্চ জায়ান্ট ইয়াহু। আর ইয়াহু
বিক্রির এ দরকষাকষিতে এগিয়ে রয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট করপোরেশন।ইয়াহু’র
পরিচয় গোপন করা একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দি ডেইলি টেলিগ্রাফ,
ব্লুমবার্গ, গার্ডিয়ান, সি-নেট ও টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্ব গণমাধ্যম এ
সংবাদ প্রকাশ করেছে। গুগল, ফেসবুক ও ফ্লিকারের সঙ্গে প্রতিযোগিতায় সুবিধা
করতে না পেরে অনেকটা হতাশ হয়েই নিলামের মাধ্যমে ব্যবসা ও সেবা গুটিয়ে নেয়ার
সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা গছে। তবে এ
বিষয়ে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইয়াহু’র সানিভ্যালিতে কর্মরত
মুখপাত্র কিম রাবির সঙ্গে ফোনে ও ইমেল-এ যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে
কোনো সাড়া দেননি।
Subscribe to:
Posts (Atom)