Monday, 31 October 2011

সহজেই খুঁজে বের করুন কম্পিউটার ফাইল

আজকাল পিসিতে সবাই ১টেরা বা ৫১২ জিবি হার্ডডিক্স ব্যবহার করে। এই বিশাল মেমরির মাঝে,অনেক সময় আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলটি কোথায় রাখা আছে, তা ভুলে যাই।তখন অনেকেই দ্বারস্থ হয়, উইন্ডোজের ডিফল্ট সার্চ ইঞ্জিনের কাছে, যা প্রচুর সময় নেয় এক একটি সার্চ কমপ্লিট করতে।

Tuesday, 25 October 2011

১০ মিনিটেই উইনডজ ইনষ্টল!

আমাদের মধ্য অনেকেই আছেন যে এক্সপি ব্যবহার করেন। প্রায় সময় কারনে অকারনে আমাদের Xp Install করতে হয়। ঝামেলাও কম নয়। সময় ও লাগে মেলা। অভিজ্ঞদের কাছে ব্যাপারটা নস্যি কিন্তু আমার মত নবীন যারা তাদেরতো খবর খারাপ! হ্যা বন্ধুরা আজ আমি সেই সকল ভাইদের জন্যে নিয়ে আসলাম কিভাবে অল্প সময়ে উইন্ডোজ এক্সপি ইনষ্টল করা যায়।অনেকেরই হয়তো এই পদ্ধতি জানা আছে,যারা জানেননা তাদের জন্যে আমার এই টিউন।

Saturday, 22 October 2011

কম্পিউটার চালান রান কমান্ড এর সাহায্যে

আপনি আপনার কম্পিউটারটি যদি রান কমান্ড দিয়ে চালাতে চান তাহলে নিচের রান কমান্ডগুলো আপনাকে অনেক সহায়তা করবে। তাপর আপনার ইচ্ছেমতো রান কমান্ড দিয়ে কম্পিউটার চালান।

Tuesday, 11 October 2011

টর ব্রাউজার দ্বারা বন্ধ বা ব্লক থাকা ওয়েবসাইট দেখা

বিভিন্নভাবে ওয়েবসাইট ব্লন্ধ বা ব্লক করা যায়। এব পদ্ধতিগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে ম্যানুয়ালী, ওয়েব ব্রাউজারের মাধ্যমে, নেটওয়ার্কের পোর্ট বন্ধ করে, রাউটারের মাধ্যমে, দেশের গেটওয়ের মাধ্যমে ইত্যাদি। আবার বন্ধ থাকা ওয়েব সাইট দেখা যায় বিভিন্ন প্রক্সি সাইটের মাধ্যমে, আইপি লুকায়ে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে। তবে বন্ধ থাকা ওয়েব সাইট দেখার সবচেয়ে সহজ এবং নিশ্চিত পদ্ধতি হচ্ছে টর প্রজেক্টের টর ব্রাউজার। টর ব্রাউজার বহনযোগ্য বলে ইনস্টল না করে বা ফ্লাশ ডিক্স থেকে সরাসরি চালানো যায়।

Saturday, 8 October 2011

ফ্ল্যাশ ডিস্ক থেকে উইন্ডোজ ইনস্টল করুন।

জনপ্রিয় অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের উইন্ডোজ সাধারণত সিডি/ডিভিডি থেকে ইনস্টল করা হয়। তবে সিডি/ডিভিডি রম নষ্ট থাকলে বা সিডি/ডিভিডি রম না থাকলে উইন্ডোজ ইনস্টল করার ক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। সে ক্ষেত্রে ইউএসবি ডিভাইস (ফ্লাশ ডিক্স, মেমোরি কার্ড ইত্যাদি) দ্বারাও উইন্ডোজ ইনস্টল করা যায়। এ জন্য ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ বানাতে হবে। ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ বানাতে প্রয়োজন হবে উইন্ডোজের সিডি/ডিভিডি, ৪ গিগাবাইটের মতো ফ্লাশ ডিক্স ও উইনটুফ্লাশ সফটওয়্যার।

Tuesday, 4 October 2011

নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে। অনেক সময় ভাইরাসের কারণে এই অপশনটি হারিয়ে যায়। এ রকম হলে Start/Run-এ গিয়ে rundll32 shell32.dll, Control_RunDLL hotplug.dll লিখে এন্টার চাপুন। এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারণ করার জন্য Safely remove অপশনটি পাবেন।

Saturday, 1 October 2011

সকল এপলিকেশনেই বানান পরীক্ষা করুন

globalspellchecker.jpg
সাধারণত মাইক্রোসফটের এপলিকেশনগুলোতে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি) বানান পরীক্ষা করা বা স্পেল চেক করার ব্যবস্থা আছে। কিন্তু অনান্য এপলিকেশনে সে ধরণের সুবিধা নেই।

ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ

আপনার বন্ধু থাকে প্রবাসে আর আপনি বাংলাদেশে। আপনার বন্ধু কম্পিউটারে খুব বেশী দক্ষ না। আপনি আপনার বন্ধুকে কিছু শেখাতে চান বা তার কম্পিউটারের কিছু কাজ করে দিতে চান। কিন্তু দুজন হাজার কিলোমিটার দুরে থেকে কিভাবে এটা সম্ভব।