Sunday, 22 December 2013

ইয়াহু মেইলে বিপদ

ইয়াহুর মেইলসেবা ব্যবহারকারীদের অনেকেই ৯ ডিসেম্বর থেকে মেইল ব্যবহার করতে সমস্যায় পড়ছেন। ইয়াহুর মেইল ডাটা সেন্টারের হার্ডওয়্যার সমস্যার কারণে এ সমস্যা হচ্ছে। ইয়াহুর দাবি, তারা সমস্যা সমাধান করতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে।

Saturday, 21 December 2013

এক কম্পিউটারে দুই মনিটর

অনেক কাজ একসঙ্গে করতে গেলে কম্পিউটারের মনিটরে আরও একটু বেশি জায়গা থাকার প্রয়োজনীয়তা বোঝা যায়। কম্পিউটারে বাড়তি আরেকটা মনিটর জুড়ে দিয়ে এই অভাবটা পূরণ করা যায়। তবে ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের জন্য কাজটা একটু আলাদাভাবে করতে হয়।

Wednesday, 18 December 2013

তথ্য না হারিয়েই নতুন ড্রাইভ

কম্পিউটারের হার্ডডিস্কে কয়েকটি ড্রাইভ থাকে। এসবের কোনো একটি থেকে আরেকটি নতুন ড্রাইভ বানানোর প্রয়োজন পড়তে পারে কখনো কখনো। এতে তথ্য হারানোর ভয় থাকে না। তাই বিদ্যমান ড্রাইভের অতিরিক্ত জায়গা (স্পেস) নিয়ে নতুন আরেকটি ড্রাইভ বানানো যায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Shrink volume নির্দেশনা দিয়ে পুরান পার্টিশনের অতিরিক্ত জায়গা নিয়ে নতুন পার্টিশন বানানো যাবে।

Sunday, 8 December 2013

ইন্টারনেট ছাড়াই টুইটার

ফিচার ফোন বা ইন্টারনেট সুবিধাবঞ্চিত ফোনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার ব্যবহারের সুযোগ দিতে কাজ করছে টুইটার কর্তৃপক্ষ। এ লক্ষে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি। টুইটারকে ফিচার ফোনে ব্যবহার উপযোগী করতে কাজ করছে ইউটুপিয়া নামের একটি প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান। ফিচার ফোনে টুইটার ব্যবহারের ক্ষেত্রে আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা বা ইউএসএসডি প্রযুক্তি কাজে লাগাচ্ছে ইউটুপিয়া। প্রতিষ্ঠানটি তাঁদের প্রযুক্তিটির নাম রেখেছে ‘ফোনেটউইশ’ যা ফেসবুক ও গুগল টকের ক্ষেত্রেও কাজ করে।

Wednesday, 4 December 2013

জিমেইলের অজানা ৯ ফিচার

প্রযুক্তি নিয়ে ওয়েবসাইটে যারা রোজ ঘাঁটাঘাঁটি করেন, তাদের সবার অন্তত একটি করে ইমেইল অ্যাকাউন্ট আছে। জিমেইল ইন্টারনেট জায়ান্ট গুগলের বিনামূল্যের ইমেইল সেবা। জিমেইলে রয়েছে প্রয়োজনীয় বেশকিছু ফিচার। রোজ ইমেইল ব্যবহার করলেও এর কিছু ফিচার অনেকের কাছেই অজানা। সে ফিচারগুলো নিয়েই এবারের প্রতিবেদন।

Thursday, 14 November 2013

দ্রুত কিছু কাজ করুন ওয়ার্ডে

লেখালেখির কাজে মাইক্রোসফট ওয়ার্ডে কি-বোর্ড শর্টকাট ব্যবহার বেশ সুবিধাজনক। অপ্রচলিত কিছু শর্টকাটে অনেক দরকারি কাজ দ্রুত করা যায়।
দ্রুত লেখা নির্বাচন : কোনো প্যারাগ্রাফের যেকোনো জায়গায় পর পর তিনবার ক্লিক করে এর পুরোটাই নির্বাচন করা যায়। আবার Ctrl চেপে বাক্যের যেকোনো ক্লিক করলে পুরো প্যারা নির্বাচন করা যাবে। একাধিক লাইনে আয়তাকারে লেখার ব্লক নির্বাচনের জন্য Alt বাটন চেপে ধরে মাউস টেনে তা করা যাবে।

Friday, 8 November 2013

ইশারা বদলে যাবে কথায় !

আপনি শুধু ইশারাই করবেন আর আপনার যন্ত্রটি সে ইশারা বুঝে তা রূপান্তর করবে কথায় আবার আপনার কথাকে ইশারাতেও বুঝিয়ে দিতে পারবে। সম্প্রতি এমনই একটি যন্ত্র তৈরি করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ যন্ত্রটি শ্রবণ-প্রতিবন্ধী ও দৃষ্টিহীনদের ক্ষেত্রে কাজে লাগবে।

বাংলাদেশে আসছে না পেপল

অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপল বাংলাদেশের তাদের কার্যক্রম শুরু করছে না। বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় দূর্বলতার কারণে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে পেপল। পেপলের এই সিদ্ধান্তের কারণে বিদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করা বাংলাদেশের ৫০ হাজার ফ্রি ল্যান্সারের আর্থিক লেনদেনের জটিলতার বিষয়টি অমীমাংসিত রয়ে গেল।

Friday, 1 November 2013

আসছে কম্পিউটার ঠান্ডা রাখার নতুন পদ্ধতি

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমের গবেষকেরা কম্পিউটার চিপকে কম শক্তিতে চলার উপযোগী ও শীতলীকরণ প্রক্রিয়ার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকেরা বলেন, কম্পিউটারের ক্ষুদ্র চিপের শক্তি যত বাড়ছে কম্পিউটার তত বেশি শক্তিশালী হচ্ছে। তবে, সমস্যা হচ্ছে এখনকার কম্পিউটার চিপ যথেষ্ট শক্তিশালী হলেও এখনও যথেষ্ট কম শক্তিতে চলার উপযোগী নয়।

Thursday, 24 October 2013

আইপি ঠিকানা কোনটা কী?

ইন্টারনেটে যুক্ত হওয়া মানেই কোনো না কোনো আইপি বা ইন্টারনেট প্রটোকল ঠিকানা ব্যবহার করা। আইপি নিয়ে ধারণাটা স্বচ্ছ থাকলে নেটওয়ার্কিংয়ের টুকটাক কাজ নিজেই করা যায়। সাধারণত যেসব আইপি ঠিকানা ব্যবহূত হয়, সেগুলো আইপি সংস্করণ ৪-এর (আইপিভি-৪), যাতে মোট ৩২ বিট তথ্য রয়েছে। ১ বিট হলো একটি সংখ্যা বা ডিজিট, যার মান ১ বা ০। তেমন আটটি বিট নিয়ে এক বাইট, একে অক্টেটও বলা হয়। ৩২ বিটকে চার ভাগ করলে (৮x৪ = ৩২) প্রতি ভাগে পড়ে একটা অক্টেট।

Monday, 21 October 2013

ল্যাপটপের দরকারি যত্ন

আপনার যখন একটি ল্যাপটপ আছে, এর তো যত্ন করতে ই হবে। আমরা অনেকেই ডেস্কটপের মতই একে যত্ন করতে যেয়ে ভুল করে বসি। কিছু বিষয় জানা থাকলে যত্ন করতে গিয়ে ক্ষতি হাত থেকে বাচা যায়। নিয়মিত যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন ভালো থাকে।
বহনযোগ্য হওয়ায় অনেকেই এখন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। কয়েকটি বিষয় লক্ষ রাখলেই আপনার ল্যাপটপকে ভালো রাখতে পারেন। কিছু নিয়ম মেনে যত্ন নিয়ে ল্যাপটপ কম্পিউটার ভালোভাবেই কাজ করবে।

Saturday, 28 September 2013

একটি জনপ্রিয় ভুল কন্ট্রোল-অলটার-ডিলিট!

অনেক সময় ভুলও জনপ্রিয় হয়। বিজ্ঞানীরা ভুল করলে তা হয় আবিষ্কার! আর সেই আবিষ্কার আমরা সানন্দে দিনের পর দিন ব্যবহার করি। এ রকম জনপ্রিয় একটি ভুল স্বীকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর সেই ভুলটি হচ্ছে ‘কন্ট্রোল-অলটার-ডিলিট’ ফাংশনটি। লগ ইন স্ক্রিনে যেতে এ ফাংশন ব্যবহার করা হয়।

Tuesday, 24 September 2013

অনলাইনে যাঁদের খুঁজলেই বিপদ

প্রিয় তারকার ছবি খুঁজছেন অনলাইনে বা বিনামূল্যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাচ্ছেন? অনলাইনে সার্চ করে যে লিংক বা ছবিতে ক্লিক করছেন সেটি হতে পারে ভাইরাসের আখড়া। সম্প্রতি ইন্টারনেট বিষয়ক নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে, এ বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলিউড তারকাদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সংগীতশিল্পী ফিল কলিন্সের মেয়ে লিলি কলিন্স।

Wednesday, 18 September 2013

আলো দিয়ে চলবে কম্পিউটার!

মার্কিন গবেষকেরা সম্প্রতি গ্রাফিনি নামের বিশেষ উপাদান ব্যবহার করে এমন কম্পিউটার চিপ তৈরি করেছেন যাতে বিদ্যুৎ শক্তির পরিবর্তে আলো ব্যবহূত হয়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। গ্রাফিনি নিয়ে গবেষণা করে ২০১০ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নোবেল পুরস্কার জিতেছিলেন।

Tuesday, 3 September 2013

সচল রাখুন আপনার কম্পিউটার

যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার ও ইন্টারনেটের কোনো বিকল্প নেই। সে জন্য প্রিয় কম্পিউটার সবসময় সচল রাখতে চাই সচেতনতা। ইন্টারনেট ব্যবহার করলে ভাইরাসের যন্ত্রণার কবলে পড়তে হয়। ভাইরাস আক্রমণ করলেই পুরো হার্ডডিস্ক ফরম্যাট করে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টলকরাটা সব সময় ভালো নয়।

Thursday, 22 August 2013

কথা বলুন বিনা মূল্যে

হাল আমলে অনেকের হাতেই দেখা যায় স্মার্টফোন। ইন্টারনেট আর স্মার্টফোন থাকলে পুরো বিশ্বই হাতের মুঠোয় চলে আসে মুহূর্তেই। শুধু কথা বলা আর এসএমএস পাঠানোর বাইরেও যে অনেক কিছু করা যায়, হাতের ফোনটি দিয়ে সেটি এখন প্রমাণিত। আর নানা ধরনের কাজকে সহজ করতে রয়েছে লাখো অ্যাপ্লিকেশনস বা অ্যাপস।

আর নয় ভাইরাসের বিড়ম্বনা

কম্পিউটার ভাইরাস নিয়ে ব্যবহারকারীর বিড়ম্বনার যেমন শেষ নেই, তেমনি তাকে প্রতিহত করার নানা উপায় সদা খুঁজে ফেরে সবাই। রিমুভেল ড্রাইভ (পেনড্রাইভ, মেমোরি কার্ড) দিয়ে তথ্যবিনিময়ে কম্পিউটার সবচেয়ে বেশি ভাইরাসের কবলে পড়ে। ভাইরাসকে একেবারে নির্মূল করা সম্ভব নয়। তবে কিছু কৌশল অবলম্বন করে আংশিক উত্তরণ পাওয়া যাবে।

Sunday, 18 August 2013

বন্ধ বা ব্লক থাকা ওয়েবসাইট দেখা

প্রয়োজনীয় ওয়েবসাইট যে কোনো কারণে বন্ধ থাকতে পারে। তবে ইচ্ছে করলে বন্ধ থাকা প্রয়োজনীয় সাইটটিতে প্রবেশ করা যায়। এ জন্য রয়েছে বিভিন্ন প্রক্সি সাইট, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তবে বন্ধ থাকা ওয়েবসাইট দেখার সবচেয়ে সহজ এবং নিশ্চিত পদ্ধতি হচ্ছে টর প্রজেক্টের টর ব্রাউজার ব্যবহার।

Monday, 5 August 2013

নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে। অনেক সময় ভাইরাসের কারণে এই অপশনটি হারিয়ে যায়। এ রকম হলে Start/Run-এ গিয়ে rundll32 shell32.dll, Control_RunDLL hotplug.dll লিখে এন্টার চাপুন। এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারণ করার জন্য Safely remove অপশনটি পাবেন।

ফ্রী এস.এম.এস পাঠান... যত খুশি!

এস.এম.এস পাঠাতে কেন অঝথা টাকা খরচ করবেন? নিচের লিংক-গুলো তে ডুকে ইচ্ছমতো এস.এম.এস পাঠান। কোন টাকা ছাড়া। একদম ফ্রী। শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।  আপনার মোবাইলে অপেরা মিনি থাকলে মোবাইল থেকেও পাঠাতে পারবেন।

Thursday, 25 July 2013

কোন software এর সাহায্য ছাড়াই pendrive কে bootable করে খুব সহজে windows 7/8 setup দিন

আমরা অনেকে software এর মাধ্যমে pendrive কে bootable করি, আজ আমি দেখাবো software ছাড়াই windows setup এর জন্য pendrive কে কিভাবে খুব সহজে bootable করা যায়। bootable করতে আমাদের যা যা দরকারঃ
১। usb pen drive (4Gb/8GB)
২। windows 7/8 setup dvd

Thursday, 18 July 2013

বাড়িয়ে নিন ফেসবুকের নিরাপত্তা

ফেসবুকের জনপ্রিয়তার পাশাপাশি এর সব ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঝুঁকিও বেড়ে গেছে। তাই আপনার ফেসবুকের সিকিউরিটি বাড়িয়ে নিন, যাতে যে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করলে আপনি বুঝতে পারেন।  এজন্য ফেসবুক চালু করেছে ২ ধাপবিশিষ্ট লগইন সিস্টেম। অর্থাত্ আপনি যখন ফেসবুকে ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, তখন ফেসবুক আপনার মোবাইলে একটি কোড এসএমএস করে পাঠাবে। এই সিকিউরিটি কোড দেয়ার পর আপনি ফেসবুকে লগইন করতে পারবেন। এর জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

Sunday, 14 July 2013

ভুলে যান পাসওয়ার্ড!

সহজ পাসওয়ার্ডের কারণে অনলাইন অ্যাকাউন্ট সহজেই হ্যাক হয়ে যেতে পারে। জটিল পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর। তবে জটিল পাসওয়ার্ড মনে রাখার কষ্টের দিন হয়তো ফুরাল। পাসওয়ার্ড সহজে মনে রাখার ঝামেলা থেকে মুক্তি দিতে বিকল্প অনেক উপায় নিয়ে কাজ করছেন গবেষকেরা।
দীর্ঘদিন ধরেই কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা অনলাইনে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে জটিল ও দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। তবে বসে নেই হ্যাকাররাও। সম্প্রতি এক ঘণ্টার মধ্যেই জটিল ১৬ অক্ষরের পাসওয়ার্ড নিরাপত্তা ভেঙে দেখিয়েছেন একদল হ্যাকার।

Thursday, 11 July 2013

কী করবেন ল্যাপটপ হঠাৎ বন্ধ হলে?

ল্যাপটপ চলতে চলতে হঠাত্ বন্ধ হয়ে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ল্যাপটপে কাজ করার সময় বেশ কিছু সুবিধা পাওয়া যায়, তবে যখন কাজের সুবিধার পরিবর্তে ল্যাপটপ অসুবিধা তৈরি করে তখন বিরক্তি লাগে। এ ধরনের পরিস্থিতিতে সবার আগে জানার প্রয়োজন পড়ে ঠিক কী কারণে ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে আর এরকম ঘটতে থাকলে ল্যাপটপ নিয়ে কী করা যায় সে বিষয়গুলো। ল্যাপটপ যাতে হঠাত্ বন্ধ হয়ে না যায় সেক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ নেয়া যেতে পারে।

Sunday, 7 July 2013

খুঁজে নিন দরকারি ফাইল

অনলাইনে নিয়মিত তথ্য-উপাত্ত খুঁজতে সার্চইঞ্জিন গুগল বেশি ব্যবহূত হয়। অনেক সময় দরকারি তথ্য খুঁজতে বেশ বেগ পেতে হয়। কিছু কি-ওয়ার্ড দিয়ে কম সময়ে তথ্য খুঁজে পাওয়া যায়, আবার কিছু কাজও করা যায়।

Saturday, 22 June 2013

মস্তিষ্কের সব তথ্য সংরক্ষণ করা যাবে?

মানুষের মস্তিষ্কের যাবতীয় তথ্য আগামী ৩২ বছরের মধ্যেই কম্পিউটারে সংরক্ষণ করা সম্ভব হবে বলে বিজ্ঞানীরা দাবি করছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত শনি ও রোববার অনুষ্ঠিত ‘গ্লোবাল ফিউচারস ২০৪৫ ইন্টারন্যাশনাল কংগ্রেস’ শীর্ষক সম্মেলনে তাত্ত্বিক ও কল্পবিজ্ঞানের সমন্বয়ে উপস্থাপিত বিভিন্ন সম্ভাবনার মধ্যে এই তথ্য সংরক্ষণের প্রসঙ্গটি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

Wednesday, 12 June 2013

মুখভঙ্গি যখন পাসওয়ার্ড নিরাপত্তা

পাসওয়ার্ডের ক্ষেত্রে অক্ষর বা সংখ্যার ব্যবহার হয়তো শিগগিরই অতীত হয়ে যাবে। সম্প্রতি মানুষের মুখভঙ্গিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহারের জন্য পেটেন্ট আবেদন করেছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট। এরমধ্যেই গুগলের অধীনস্থ মটোরোলা নতুন পদ্ধতির ‘পিল’ ও ‘ট্যাটু’ পাসওয়ার্ড উদ্ভাবনের ঘোষণা দিয়েছে।

Tuesday, 21 May 2013

দ্রুত গতিতে তথ্য স্থানান্তর প্রযুক্তি ‘থান্ডারবোল্ট’

দ্রুততর গতিতে তথ্য স্থানান্তরে থান্ডারবোল্ট প্রযুক্তির উন্নয়ন করেছে ইনটেল। ৮ এপ্রিল ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই পরবর্তী প্রজন্মের থান্ডারবোল্ট প্রযুক্তি উন্মুক্ত করবে তারা। এ প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে ২০ গিগা বিট গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব হবে।

Sunday, 19 May 2013

অ্যান্টিভাইরাস: কার জন্য কোনটা?

আপনাদের জন্য নিয়ে এলাম  নানান অ্যান্টিভাইরাস এর খবর । দেখে শুনে আপনার পিসি বা অন্যকোন ডিভাইছ এ ভাল অ্যান্টিভাইরাস  ব্যবহার করুন ।
কম্পিউটার ব্যবহার করছেন আর ভাইরাসে নাকানিচুবানি খাননি এমন ব্যবহারকারী কাউকে চেনেন নাকি? উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এ সমস্যা নতুন নয়।

হ্যাকার থেকে নিরাপদ থাকবেন কীভাবে?

ফেসবুক, ই-মেইল, টুইটারের মতো সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয় পাসওয়ার্ড। আর ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহারে অন্তত একটি অংশ শেয়ার। অনেকের মেইলেই প্রতিদিন জানা-অজানা ঠিকানা থেকে আসে নানারকম মেইল, কৌতূহলের বশে খুলেও দেখেন অনেকে।

Friday, 19 April 2013

পেন ড্রেইভ দিয়ে কম্পিউটার লক করুন

১. এই কাজ টি করার জন্য আপনার মাদার বোর্ড কে ইউএসবি বুট সাপোর্ট করতে হবে। চেক করে নিন আপনার মাদার বোর্ড ইউএসবি বুট সাপোর্ট করে কি না ?
২. যে পেন ড্রাইভ টি ব্যাবহার করবেন সেটি ফরম্যাট করে নিন।

Sunday, 24 March 2013

কম্পিউটারকে দ্রুত বন্ধ/রিস্টার্ট করুন Super Fast Shutdown

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।

Saturday, 23 March 2013

ওয়াই-ফাই চালানোর নিরাপদ উপায়

ম্যালওয়্যার বা ভাইরাসের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের ডিভাইসের দখল নিতে অথবা ব্যক্তিগত তথ্য চুরি করতে হ্যাকাররা অহরহ ব্যবহার করছে ওয়াই-ফাই সংযোগ। এমন অবস্থায় ওয়াই-ফাই নেটওয়ার্কে নিজের ডিভাইস আর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার কয়েকটি উপায় বাতলে দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক নিউজ ডেইলি।

Wednesday, 6 February 2013

Easy YouTube Video Downloader দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে

জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এ প্রতিদিন হাজার হাজার নানা ধরনের ভিডিও শেয়ারিং হচ্ছে যেগুলো দেখার সাথে সাথে আবার ডাউনলোড এর খায়েশ যে কারোরই হতে পারে কিন্তু বেরসিক ইউটিউব কতৃর্পক্ষ সরাসরি ডাউনলোড করার কোন সুযোগ রাখেনি তাই আপনাকে অন্য কোন উপায় ডাউনলোড করতে হবে ।

Saturday, 2 February 2013

মুছে ফেলা ফাইল সহজেই পুনরুদ্ধার

http://emani85.files.wordpress.com/2013/01/glary-utilities.gif 


   পিসিতে কাজ করার সময় প্রায়ই আমরা একটা সমস্যায় পড়ে থাকি। ভুল করে কোন ফাইল নিজের অজান্তেই ডিলিট করে ফেলি। ফলে পড়তে হয় নানা টেনশনে। কিন্তু যদি জানা থাকে এই টিপস তাহলে আর কোন টেনশন নয়।

ভুল শব্দের পাসওয়ার্ড বেশি সুরক্ষিত!

computer-password lock 



কম্পিউটার সংশ্লিষ্ট প্রকৌশল কিংবা প্রাযুক্তিক কাজে অনেক লম্বা শব্দ বা বাক্যের পাসওয়ার্ড নেওয়া সাধারণ ব্যাপার। মনে করা হয়, লম্বা শব্দ বা বাক্যের পাসওয়ার্ড অনেক বেশি সংহত ও গোপন থাকে। কিন্তু এক গবেষণা দল বলছে এ ধারণা ভুল। অর্থাৎ যত লম্বা পাসওয়ার্ড ব্যবহার করা হোক তা ভেঙে ফেলা হ্যাকারদের কাছে খুব বেশি অসম্ভব নয়!

Saturday, 5 January 2013

উইন্ডোজ ৭ বা ৮-কে ইউএসবি থেকে ইনস্টল দেয়া

http://emani85.files.wordpress.com/2012/12/windows-7vs-8.png 



অনেক সময় ইউএসবি ডিক্স থেকে উইন্ডোজ ইনস্টল করার প্রয়োজন হয়। উইন্ডোজ ৭ বা ৮-কে সহজেই ইউএসবি বুটেবল করা যায় মাইক্রোসফটের একটি টুলস দ্বারা। এজন্য প্রয়োজন উইন্ডোজের আইএসও ফাইল, ইউএসবি ডিক্স এবং এই টুলসটি।