Sunday, 21 December 2014

ব্লক করে লাভ নেই!

ফেসবুক, টুইটারের এই যুগে বিরক্তিকর কিছু দেখলেই তা ব্লক করে দেন ব্যবহারকারীরা। ইন্টারনেটে ওয়েবাসাইটে গেলেও বিরক্তিকর বিজ্ঞাপন দেখা যায়। এই বিজ্ঞাপন দেখবেন না বলে ভাবছেন? আপনার কাছে ব্লক বা বন্ধ করে দেওয়ার সুযোগও আছে। কিন্তু বিজ্ঞাপনদাতারা তো কোটি কোটি টাকা এর পেছনে খরচ করছে তাদের প্রচারণার জন্য। যাঁরা বিজ্ঞাপন প্রকাশ করছেন, তাঁরা বিনা মূল্যে আপনাকে ওয়েব কনটেন্ট, ভিডিও দেখাচ্ছেন।

Tuesday, 9 December 2014

ফেসবুকের ব্যাকআপ রাখবেন যেভাবে

হুটহাট অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। হারিয়ে যায় গুরুত্বপূর্ণ নথি, ছবি, পোস্ট ইত্যাদি। কিন্তু যদি ব্যাকআপ রাখা যায় তবে আর কোনো চিন্তা থাকে না।

কম্পিউটার চলবে আলোর গতিতে

কম্পিউটারে তার ব্যবহার করা হয় বলেই এখনকার কম্পিউটারে তথ্য স্থানান্তরের গতি মন্থর। কিন্তু যদি তারবিহীন উপায়ে আলোর মাধ্যমে তথ্য পাঠানো যায়? স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করছেন, আলোর মাধ্যমে তথ্য স্থানান্তর করা গেলে কম্পিউটারের গতি অনেক বেড়ে যাবে।

Monday, 8 December 2014

বাড়িয়ে নিন ওযাই-ফাইয়ের গতি

ধীরগতির ওয়াই-ফাই নিয়ে তিতিবিরক্ত? একটু চেষ্টা আর সামান্য অর্থ খরচ করেই কিন্তু আপনার মন্থর ওয়াই-ফাইয়ের গতি বাড়িয়ে নিতে পারবেন। সুখবর হলো, অনেক ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠান ও আইএসপি দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে এখন। কিন্তু আপনার ওয়াই-ফাই রাউটার যদি ঠিকভাবে সেট আপ করতে না পারেন, তবে দ্রুতগতির ওয়াই-ফাই থেকেও খুব বেশি লাভ নেই। কীভাবে ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

Sunday, 7 December 2014

এবার হাতের ইশারায় চলবে কম্পিউটার

কম্পিউটারের ইউজার ইন্টারফেস বলতে কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস ছিল না। সব কিছুই টেক্সটভিত্তিক কমান্ড দিয়ে কাজ চালাতে হতো। গ্রাফিক্যাল ইন্টারফেস আসার পরেও যখন মাউস আবিষ্কার হয়নি তখনো কম্পিউটারের কাজ শুধু কিবোর্ড দিয়ে করতে হতো।

Tuesday, 2 December 2014

প্রযুক্তি ব্যবহারে ভয়ংকর ১০ কু-অভ্যাস

জেনেশুনেও একই ভুল আমরা বারবার করি। দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রযুক্তিপণ্যগুলোর ক্ষেত্রে এই কিছু অতি সাধারণ ভুলও কিন্তু আমাদের বড় ধরনের ঝামেলায় ফেলে। প্রযুক্তিপণ্য ব্যবহারের সময় গড়ে ওঠা কিছু বাজে অভ্যাসের কারণে আমাদের ব্যক্তিগত তথ্যঝুঁকির মধ্যে পড়ে যায়—এমনই ১০ কু-অভ্যাস থেকে মুক্তির উপায় জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Monday, 1 December 2014

দ্রুত স্প্যাম ছড়ায় যেভাবে

যখন কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তখন সেই অ্যাকাউন্ট থেকে অনেক মানুষের কাছে খুব দ্রুত স্প্যাম ছড়িয়ে পড়ে। আগে সাধারণত স্প্যাম হিসেবে ভুয়া পণ্যের বিজ্ঞাপন ছড়াত সাইবার দুর্বৃত্তরা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এখন স্প্যাম হিসেবে নানা গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।

Wednesday, 12 November 2014

ফেসবুকে পাতা ৫ ফাঁদ

ফেসবুক ব্যবহারকারীদের বিপদে ফেলতে নানা রকম কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে সাইবার দুর্বৃত্তরা। ফেসবুকে তারা এমন সব পোস্ট করে যা দেখে প্রলুব্ধ হয়ে অনেকেই ক্লিক করে বসেন তাতে। প্রযুক্তি সম্পর্কে ভালো জানেন এমন অনেকেও ফেসবুক স্ক্যাম বা সাইবার দুর্বৃত্তদের পাতা ফাঁদে পা দিয়ে তাঁদের কম্পিউটারে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোড করে ফেলেন। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

Sunday, 9 November 2014

মাইক্রোসফটের অফিসে ড্রপবক্সের সুবিধা

বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ও ফাইল শেয়ারিংয়ের জনপ্রিয় প্রতিষ্ঠান ড্রপবক্স সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে মাইক্রোসফটের অফিস সফটওয়্যার ব্যবহারকারীরা ফাইল শেয়ারিংয়ে বিশেষ সুবিধা পাবেন।

Friday, 7 November 2014

নিজেই মারুন শর্টকাট ভাইরাস

অনেক সময় আমারা ‘উইন্ডোজ সেভেন ও উইন্ডোজ এক্সপি’ আক্রান্ত পিসিতে ‘ড্রাইভের শর্টকাট আইকন’ দেখায়। পেন ড্রাইভ, রিমুভেবল ডিস্ক যেমন মেমোরি কার্ড অথবা ইন্টারনেট ব্যাবহারের সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে ভাইরাসটি স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। দফায় দফায় ডিলিট করলেও এটি আবার উড়ে এসে জুড়ে বসে।

Saturday, 1 November 2014

ব্লুটুথের একাল-সেকাল

বেশ কয়েকবছর আগেও ‘ব্লুটুথ’ মানুষের কাছে ছিল অদ্ভুত এক বিষয়। অনেক সময় ছিল বিরক্তির কারণও। কোনো ডিভাইসের সঙ্গে পেয়ার করে ডেটা শেয়ার করার কাজটা এখন খুব সহজ মনে হলেও একসময় সেটাকেই মনে করা হত বড় এক রহস্য। এমনকি ব্লুটুথ হেডসেট কানে লাগিয়ে কথা বলেও অনেকেই আইনি ঝামেলায় পড়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক আর্টিকলে বর্ণনা করা হয়েছে ব্লুটুথের বিভিন্ন বিবর্তন সম্পর্কে।

Thursday, 21 August 2014

পেনড্রাইভ যেভাবে বিপদ ডেকে আনে

একেবারে ব্যক্তিগত পণ্য হিসেবে সবাই যেভাবে টুথব্রাশ বা রেজর ব্যবহার করেন অনেকটা সেভাবেই স্মার্টফোন বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করার সময়ও বুঝি এসে গেছে। জার্মানির প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা দাবি করছেন ইউএসবি সংযোগে ব্যবহূত হয় এমন সব পণ্যে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছেন তাঁরা। অপরিচিত পেনড্রাইভের ব্যবহার ও এর নিরাপত্তা ঝুঁকি নিয়ে সিএনএনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Sunday, 10 August 2014

ইমেইল খুলতে মোবাইল-ফোন নাম্বার বাধ্যতামূলক

এবার থেকে জিমেইল বা ইয়াহুর নতুন ইমেইল অ্যাকাউন্ট খুলতে মোবাইল বা টেলিফোন নাম্বার লাগবে। ব্যবহারকারীদের স্প্যামের ঝামেলা থেকে পরিত্রাণ দিতে এ ব্যবস্থা নিচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান দু’টি।  এ সংক্রান্ত এক প্রতিবেদনে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, জিমেইল ও ইয়াহুতে ইমেইল অ্যাকাউন্ট খুলতে মোবাইল-টেলিফোন নাম্বার দিতে হবে, যেন ব্যবহারকারী সঠিক না ভূয়া তা চিহ্নিত করা যায়।

Sunday, 1 June 2014

বিনা মূল্যে দরকারি সফটওয়্যার

কম্পিউটার ব্যবহারকারীরা তাঁদের প্রয়োজনে অ্যাডোবি রিডার, অফিস, ফায়ারফক্স, ক্রোমের মতো সফটওয়্যারগুলো ইনস্টল করে রাখেন। কিন্তু বেশ কিছু অপরিচিত সফটওয়্যার আছে, যা কম্পিউটার ব্যবহারকারীদের কাজে লাগতে পারে। প্রয়োজনীয় এই সফটওয়্যারগুলো আবার বিনা মূল্যেই পাওয়া যায়। ব্যবহারকারীদের কাজে লাগবে এমন কয়েকটি সফটওয়্যার নিয়ে এই প্রতিবেদন।

Saturday, 19 April 2014

ফেসবুকে স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম

ফেসবুক সম্প্রতি ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন দেখাচ্ছে। ডেস্কটপ বা মোবাইল থেকে ফেসবুকে সাইন-ইন করলে কিছু বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন স্বয়ংক্রিয় চালু হয় এবং ব্যবহারকারীকে তা দেখতে বাধ্য করে। এটা বন্ধ করা একমাত্র পথ হচ্ছে একবারে এটি বন্ধ করে দেওয়া।

Tuesday, 8 April 2014

উদ্ধার করুন মুছে ফেলা ফাইল

আগামীকাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাড়াহুড়োয় কাজ করতে করতে খেয়ালই নেই যে ফাইলটা সেভ করা হয়নি। হঠাৎ করে চলে গেল কারেন্ট, ব্যাকআপ নেই দেখে পিসি শাট ডাউন করারও সুযোগ পাননি।  কারেন্ট ফেরার পর তো মাথায় হাত! তিন ঘণ্টার কাজ বেমালুম গায়েব।

Tuesday, 11 March 2014

পেনড্রাইভে বাড়বে গতি

যেসব কম্পিউটারে ধীরগতির হার্ডডিস্ক ড্রাইভ এবং কম মেমোরি রয়েছে, সেগুলোতে বাড়তি ইউএসবি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড ব্যবহার করে গতি বাড়ানো যাবে। হার্ডডিস্ক ড্রাইভের উইন্ডোজ এক্সপেরিয়েন্স ইনডেক্স ৪.০-এর নিচে (কম্পিউটারে ডান ক্লিক করে প্রপার্টিজে দেখা যাবে), উইন্ডোজের রেডিবুস্ট ব্যবহার করে এ কাজটি করা যায়।

কম্পিউটার বন্ধের যত উপায়

নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এ কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করতে হলে প্রথমে মাউসটিকে পর্দার একেবারে ডান পাশে নিয়ে যেতে হয়। তখন উইন্ডোজের কিছু অপশন আসে, সেখান থেকে সেটিংস নির্বাচন করে পাওয়ার অপশন থেকে তবেই কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করতে হয়। এই ঝামেলা এড়াতে চাইলে প্রথমে Windows Key + D চেপে উইন্ডোজের ডেস্কটপ মোডে চলে আসুন।

Saturday, 1 March 2014

জেনে নিন পিসি স্লো হওয়ার কয়েকটি কারণ

বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে কোনো পরিবারে কম্পিউটার না থাকাটা অনেকটা আষাঢ়ে গল্পের মতো। আমাদের দৈনন্দিন প্রায় সকল কাজের মধ্যে কম্পিউটারের ভূমিকা বিদ্যমান। কিন্তু সেই কম্পিউটারের কার্যক্রম যদি স্লো হয় তবে কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে। তাই পিসি কেন স্লো হয় তা জেনে সে অনুসারে সতর্কতা অবলম্বন করা উচিত।

Friday, 21 February 2014

ডিস্ক ফরমাটের প্রকার

কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হলে একপর্যায়ে হার্ডডিস্ক ড্রাইভের পার্টিশন তৈরি করে সেটি ফরম্যাট করে নিতে হয়। ফরম্যাট দুই ধরনের হয়ে থাকে—কুইক ও ফুল ফরম্যাট। যদিও উইন্ডোজ ৭ ও ৮ অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় আগে থেকেই কুইক ফরম্যাট নির্ধারণ করে দেওয়া থাকে। উইন্ডোজ এক্সপি বা নিচের দিকের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে একপর্যায়ে হার্ডডিস্ক ড্রাইভের পার্টিশন তৈরি করে, সেটি ফরম্যাট করে নিতে হয়।

Thursday, 13 February 2014

পাসওয়ার্ডে গন্ধ?

কম্পিউটারের সামনে গেলেন আর আপনার গায়ের গন্ধ টের পেয়েই খুলে গেল তা। সাই-ফাই গল্প নয়, গবেষকেরা দাবি করছেন গন্ধও পাসওয়ার্ড হতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।  সাইবার দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবস্থা শক্তিশালী হওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Tuesday, 11 February 2014

আপনার ফটোকে সুন্দর করতে ব্যবহার করুন

বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি ফটো এডিটিং সফটওয়্যার আশাকরি আপনাদের কাজে আসবে । আমার এই পোস্ট পড়ার পর অনেকে ভাববেন এটা তো ফটোশপ দিয়েই করা যাই । আমি তাদের কে বলবো সেটা আমিও জানি ফটোশপ দিয়ে ফটো বিষয়ে সব কিছু করা যাই কিন্তু তার জন্য আপনাকে হতে হবে ভাল অভিজ্ঞ , কিন্তু আমরা সেরকম অভিজ্ঞ না হবার কারনে নিজের ফটোকে ঠিক ভাবে এডিট করতে পারি না । তাই আজকে আপনাদের জন্য মাত্র ৪ এমবি এর সফটওয়্যার নিয়ে এলাম ।

Sunday, 26 January 2014

আরো সহজে ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করুন !

ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করেছেন আপনাদের অনেকেই। কিন্তু যে সফটওয়্যারটি ব্যবহার করে েএই কাজটি করা হয়, সেটি যদি  আরো আধুনিক হয় বা উন্নত মানের হয় তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, ‘কানেক্টিফাই 5’ (Connectify 5) নামের ওই সফটওয়্যারটিকে আরো আধুনিকভাবে তৈরী করা হয়েছে।

Saturday, 25 January 2014

মোবাইল নেটওয়ার্ক বাড়াবে রেডিও ডট সিস্টেম

অফিস কিংবা বাসায় প্রায়ই সেলফোন নেটওয়ার্ক সিগন্যাল দুর্বলতায় ভোগান্তি পোহাতে হয়। এই ভোগান্তি থেকে স্বস্তি দিতে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন বাজারে এনেছে ‘এরিকসন রেডিও ডট সিস্টেম’। দেখতে ছোট হলেও ডিভাইসটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক সিগন্যাল বাড়াতে যথেষ্ঠ কার্যকরি। ডিভাইসটির মাধ্যমে উচ্চ-গতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি সুপষ্ট ভয়েস সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে এরিকসন।

Monday, 13 January 2014

যে পাঁচ মেইলে ক্লিক করলে সর্বনাশ

চটকদার বিষয়বস্তু রয়েছে এমন কিছু কিছু মেইল পড়ার জন্য ক্লিক করলে তা সর্বনাশের কারণ হতে পারে বলেই সতর্ক করেছেন মার্কিন প্রযুক্তি-গবেষকেরা। তাঁদের মতে, ইমেইলের বিষয়বস্তু অনেক সময় বড় ধরনের স্ক্যাম বা ফিশিং প্রচারণায় বড় ভূমিকা পালন করে। সাইবার দুর্বৃত্তরা মেইল ব্যবহারকারীদের বোকা বানানোর জন্য মেইলের বিষয়বস্তু নিয়ে নানারকম চাতুরী করে।