Tuesday, 26 May 2015
Saturday, 23 May 2015
Sunday, 17 May 2015
সাতটি সংস্করণে উইন্ডোজ ১০
সাতটি বিভিন্ন সংস্করণে ব্যবহারকারীদের জন্য আসছে মাইক্রোসফটের তৈরি
অপারেটিং সিস্টেম উইন্ডোজের সর্বশেষ সংস্করণ। উইন্ডোজ ১০-এর সাতটি
সংস্করণের নাম হচ্ছে উইন্ডোজ ১০ হোম, উইন্ডোজ ১০ মোবাইল, উইন্ডোজ ১০ প্রো,
উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ, উইন্ডোজ ১০ এডুকেশন, উইন্ডোজ ১০ মোবাইল
এন্টারপ্রাইজ ও উইন্ডোজ ১০ আইওটি কোর। চলিত
বছরের শেষের দিকে বাজারে পাওয়া যাবে উইন্ডোজ ১০ সংস্করণ।
Sunday, 10 May 2015
এক ব্রাউজারে একসঙ্গে দুই অ্যাকাউন্টে ঢোকা
কখনো ব্রাউজারে একাধিক ই-মেইল বা ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়তে
পারে। কিন্তু একই সময়ে একাধিক অ্যাকাউন্টে ঢোকা (লগইন) সহজ নয়। অনেকেই
একটি অ্যাকাউন্ট থেকে বেরিয়ে (লগ-আউট) করে অন্য অ্যাকাউন্ট লগইন করে
থাকেন। আবার সুবিধার জন্য আলাদা ব্রাউজার ব্যবহার করেন। চাইলেই এখন মজিলা
ফায়ারফক্স বা গুগল ক্রোম থেকে একাধিক আলাদা অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।
Saturday, 9 May 2015
উইন্ডোজ ১০ চলবে সবকিছুতেই
মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম সংস্করণ উইন্ডোজ ১০ এবার চলবে
অ্যাপল এবং অ্যান্ড্রয়েডচালিত যন্ত্রেও। এর পাশাপাশি উইন্ডোজের সব
সফটওয়্যার যাতে ব্যবহারকারীরা যেকোনো যন্ত্রে ব্যবহার করতে পারেন, সে জন্য
এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপল ও অ্যান্ড্রয়েড ফোনে যেসব অ্যাপ
ব্যবহার করা যায়, সেগুলোও যাতে উইন্ডোজ ১০-চালিত যন্ত্রে সহজেই ব্যবহার
করা যায়, সে সুবিধাও থাকছে।
Saturday, 2 May 2015
দেখুন আপনার পরিবারের সদস্য কখন কোন মোবাইলে কথা কত মিনিট কথা বলে !
হারানো মোবাইল খুঁজে দেবে গুগল
আপনার মোবাইলটি কী খোয়া গিয়েছে? কিংবা সোফা, বিছানার তলায় চাপা পরে
ব্যতিব্যস্ত করে তুলেছে আপনাকে? নাকি তাড়াতাড়ি ফোন করবার জন্য এদিক ওদিক
হাতরেও তা খুঁজে না পেয়ে বেড়ে যাচ্ছে রক্ত চাপ? এবার তেমন সমস্যার সমাধান
করে দেবে গুগল সার্চ ইঞ্জিন। এখন থেকে ফোন হারালে টেনশন না বাড়িয়ে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে টাইপ করুন ফাইন্ড মাই ফোন।
Subscribe to:
Posts (Atom)