Monday, 28 December 2015

পুরানো ফোন থেকে সিকিউরিটি ক্যামেরা

নতুন স্মার্টফোন কেনার পর পুরানো ফোনটি ব্যবহার করা যেতে পারে ঘরের সিকিউরিটি ক্যামেরা হিসেবে। এক্ষেত্রে সিকিউরিটি ক্যামেরা অ্যাপ্লিকেশন এর মাধ্যমেই ফেলা রাখা পুরোনো ফোনগুলোকে সিকিউরিটি ক্যামরা হিসেবে ব্যবহার করা যাবে এবং যেকোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

Sunday, 27 December 2015

৬ উপায়ে বাড়িয়ে নিন ফোনের মেমোরি

স্মার্টফোনে মেমোরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কাজ করার জন্য মেমোরি যেমন দরকার, তেমনি স্মার্টফোনে করা কাজ গুলো সংরক্ষণ করে রাখার জন্যও মেমোরি দরকার হয়। আর যাদের অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ নেই তাদের জন্য বিল্ট ইন মেমোরিকে সঠিকভাবে ব্যবহার করা উচিত।

Saturday, 19 December 2015

প্রফেশনাল গ্রাফিক্সের কাজ এবার মোবাইলে

মোবাইলে গ্রাফিক্স এর কাজ করবার জন্যে মার্কিন সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি ইনকর্পোরেটেড নিয়ে এলো নতুন এক অ্যাপ ‘অ্যাডোবি পোস্ট'। প্রযুক্তি বিষয়ক সাইট 'টেকক্রাঞ্চ' থেকে জানা গিয়েছে, মোবাইলে গ্রাফিক্সের কাজ আরও সহজ করবার জন্যে অ্যাডোবি ইনকর্পোরেটেড সংস্থাটি এই নতুন অ্যাপ বাজারে নিয়ে এসেছে।

Thursday, 17 December 2015

যা করবেন মোবাইল ফোন ‘হ্যাং’ করলে

মোবাইল ফোনের ওপর মানুষের নির্ভরতা এতটাই বেড়েছে যে, এখন এই যন্ত্র ছাড়া কেউ এক দিন পার করার চিন্তাও করতে পারেন না। মোবাইল ফোন যদি কিছুক্ষণ ঠিকমতো কাজ না করে, এতে অনেকে অধৈর্য হয়ে পড়েন। মোবাইল ফোন একটানা ব্যবহার করতে করতে কখনো তা ‘হ্যাং’ বা অচল হয়ে যেতে পারে। সাধারণত বিভিন্ন অ্যাপ্লিকেশন, গেম ও ভিডিও মেমোরি ফোনের অনেক জায়গা দখল করে নিলে মোবাইল ফোন ‘হ্যাং’ হতে শুরু করে।

Monday, 14 December 2015

চাবি ছাড়াই খুলবে তালা!

অনিচ্ছাকৃতভাবে তালার চাবি হারিয়ে গেলে ভোগান্তির আর শেষ থাকে না। তবে এবার নিশ্চিন্তে চাবির কথা ভুলে যেতে পারেন। কারণ তালা খুলতে চাবির-ই তো প্রয়োজন পড়বে না। হাতের স্মার্টফোন দিয়েই খোলা যাবে তালা!

Sunday, 13 December 2015

কি-বোর্ডের বোতাম নষ্ট হলে যা করবেন

অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক বোতাম নষ্ট হয়ে যেতে পারে। তখন অনেক সমস্যায় পড়তে হয়। যেমন: কারও ই-মেইল ঠিকানা বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কিবোর্ডের a বাটনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি-বোর্ড থেকে a লেখা যায় না। তখন অনেক সমস্যা হয়।

Thursday, 10 December 2015

ফোনে থাকছে না মজিলা ফায়ার ফক্স

জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্সের অ্যাপ স্মার্টফোনের জন্য আর থাকছে না। মজিলা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে মোজিলার  ডেভেলপার সম্মেলনে স্মার্টফোন অপারেটিং সিস্টেম ‘ফায়ারফক্স ওএস’ তৈরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

Wednesday, 9 December 2015

মোবাইল থেকে স্ক্যান, জেনে নিন কী ভাবে করবেন


বই হোক বা জরুরি কাগজপত্র, মাঝে মধ্যেই দরকার পড়ে চট করে স্ক্যান করে নেওয়ার। কিন্তু তার জন্য স্ক্যানার কিনতে গেলে গচ্ছা দিতে হয় অনেকগুলো টাকা। অবশ্য চটজলদি সমাধানও রয়েছে। আপনার স্মার্টফোন বা ট্যাবলেট থেকেই করে নিতে পারবেন ঝকঝকে স্ক্যান।

Tuesday, 8 December 2015

এটিএমের পিন নম্বর চার সংখ্যার কেন?

কখনো ভেবেছেন আমার, আপনার এটিএমের পিন নম্বর বা পাসওয়ার্ড সাধারণত চার সংখ্যার হয় কেন? কেননা, এটিএম কার্ড হারিয়ে অন্য কারো হাতে পড়লে তো বিপদ হতেই পারে। সেক্ষেত্রে পিন নম্বর মিলিয়ে দিতে পারলেই তো আপনার অ্যাকাউন্ট পুরো ফাঁকা গড়ের মাঠ হয়ে যাবে।

Monday, 7 December 2015

পেপালের বিকল্প পেইজা

পেপাল না আসা পর্যন্ত পেইজা বাংলাদেশে পেপালের বিকল্প হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আজ রাজধানীর রাওয়া ঈগল কনভেনশন হলে ‘এমপাওয়ারিং ই-কমার্স থ্রু অনলাইন পেমেন্ট সার্ভিসেস ইন বাংলাদেশ’