Thursday, 29 December 2016

অনলাইনে নিরাপত্তা দেবে মিলিটারি গ্রেড পাসওয়ার্ড মেশিন 'এভরিকি'


এমনিতেই শক্ত একটা পাসওয়ার্ড তৈরি করা এবং একে মনে রাখার কাজটি অনেক কঠিন। অনেকগুলো অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড করা তো দারুণ ঝক্কির কাজ। তা ছাড়া গত বছর প্রতি চারজনের একজন হ্যাকিংয়ের শিকার হয়েছেন। প্রতিদিন লাখ লাখ বার হ্যাকিংয়ের চেষ্টা চলে গোটা দুনিয়ায়। তাই সাবধানতা অবলম্বন জরুরি।

Sunday, 25 December 2016

নিরাপদে থাকুন অনলাইনে


অনলাইন এখন বৃহৎ এবং বিস্তৃত পরিসর। এখানে প্রতিদিনই অসংখ্য মানুষ প্রবেশ করছে নানা প্রয়োজনে। কিন্তু সবার উদ্দেশ্য তো সৎ নয়। কিছু সাবধানতা অবলম্বন না করলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেকে অনলাইনে সুরক্ষিত করতে আপনাকেও হতে হবে কৌশলী।

Sunday, 25 September 2016

জিমেইলের বিকল্প দারুণ কিছু ই-মেইল






হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মেসেজব্যবস্থা মুহূর্তেই জনপ্রিয় হয়ে গেছে। তবে সঠিক যোগাযোগব্যবস্থার জন্য এখন পর্যন্ত নিরাপদ উপায় হলো ই-মেইল। জিমেইল ইতিমধ্যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবাপ্রদানকারী প্রোগ্রামে পরিণত হয়েছে। কিন্তু আরো অনেক ই-মেইল রয়েছে যেগুলো অনেকেই ব্যবহার করেন।

Saturday, 10 September 2016

পিসির স্টার্টআপ প্রসেসের গতি যেভাবে বাড়াবেন

যখন টিভির সুইচ অন করা হয়, তখন ঈষৎ কেঁপে প্রায় তাৎক্ষণিকভাবে জীবন্ত হয়ে ওঠে টিভি। একইভাবে মোবাইল অন করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কল করার জন্য প্রস্ত্তত হয়।

Wednesday, 7 September 2016

প্রযুক্তি নিয়ে মজার সব তথ্য

মজার মজার তথ্য জানতে আমাদের সবারই অনেক ভালো লাগে। সব বিষয়েই নানান মজার তথ্য আছে। প্রযুক্তি নিয়েও আছে অনেক মজার তথ্য। আমাদের চারদিক এখন প্রযুক্তিতে ঘেরা।

Tuesday, 6 September 2016

ইউএসবিতে কেন থাকে এই চিহ্ন?

আমাদের চারপাশ নানা চিহ্ন দিয়ে ভরপুর। এর মধ্যে কিছু চিহ্ন খুব কম দেখা যায় আবার কিছু চিহ্ন সর্বব্যাপী অর্থাৎ দেখা পাওয়াটা খুব একটা কঠিন না। আমাদের চারপাশে বেশিরভাগ চিহ্ন বা প্রতীকের পেছনে গল্প রয়েছে। প্রত্যেকটি চিহ্নের পেছনের গল্প আমরা জানি না, জানতে পারি না।

Monday, 29 August 2016

কম্পিউটারের সাধারণ কিছু কাজ

কম্পিউটারের সাধারণ কিছু বিষয় অনেক সময় বেশ কাজে দেয়। এমন কিছু সাধারণ কৌশল দেওয়া হলো, যা প্রয়োগ করলে কম্পিউটারের খুঁটিনাটি সমস্যা দূর হবে।
কম্পিউটার চালু না হলে
কখনো কম্পিউটার চালু না হলে সেফ মুড থেকে বুট করা যায়। এ জন্য কম্পিউটার চালু করার বোতাম চেপে কি-বোর্ড থেকে F8 চাপুন। তালিকা থেকে Last Known Good Configuration নির্বাচন করে আগে ভালো থাকা উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে।

Tuesday, 16 August 2016

কারা ব্যবহার করছে আপনার ওয়াই-ফাই?


স্মার্টফোনের ব্যবহার বাড়ায় তারহীন ওয়াই-ফাই রাউটারের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এতে ওয়াই-ফাই নেটওয়ার্কে একই ইন্টারনেট সংযোগ কম্পিউটার ও মুঠোফোনে ভাগাভাগি করে ব্যবহার করা যায়। আবার বিভিন্ন অফিস বা ব্যক্তিগতভাবে অনেকেই বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা দিয়ে থাকেন।

Sunday, 14 August 2016

ডিলিট হওয়া ফাইল উদ্ধার করবেন যেভাবে

মাঝে মধ্যেই ভুলবশত আমরা ফাইল ডিলিট করে ফেলি। অনেক সময় দেখা যায় ডিলিট করে ফেলা ফাইলটি খুবই প্রয়োজনীয় ছিল। কিন্তু তা আর ফেরতের আশা থাকে না। তাই জেনে নিন ডিলিট হয়ে যাওয়া ফাইল কীভাবে উদ্ধার করবেন-

Friday, 12 August 2016

যেকোন জায়গা থেকেই মেল অ্যাকাউন্ট লগ আউট করুন!


অফিস, সাইবার ক্যাফে বা বন্ধুর বাড়িতে দরকারে নিজের জিমেইল অ্যাকাউন্টটা খুলে কাজকর্ম করেছেন। কিন্তু তারপর লগ-আউট করতে ভুলে গেছেন। এদিকে সেটা পাবলিক কম্পিউটার। যে কেউ ওই কম্পিউটারে বসে আপনার জিমেইল অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারে!

Thursday, 4 August 2016

নতুন রূপে উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ একটি হালনাগাদ প্রকাশ করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এর নাম দেওয়া হয়েছে প্রথম বার্ষিকী হালনাগাদ। নতুন সুবিধা যোগ করার চেয়ে বিদ্যমান সুবিধার উন্নয়ন এতে প্রাধান্য পেয়েছে। প্রথম বার্ষিকী বলার কারণ, ২০১৫ সালের ২৯ জুলাই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম প্রকাশ করে মাইক্রোসফট।

Monday, 1 August 2016

জেনে নিন কী করবেন স্মার্টফোন গরম হয়ে গেলে?

স্মার্টফোনগুলোর কমন একটি সমস্যা হলো গরম হয়ে যাওয়া। নানা প্রচেষ্টার পরও কোন ভাবেই এই সমস্যার সমাধান হয়না। আপনার স্মার্টফোনটি গরম হয়ে যাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। তাহলে কীভাবে তা থেকে ফোনটিকে বাঁচাবেন? জেনে নিন নিয়মগুলো :

Tuesday, 19 July 2016

হোয়াটসঅ্যাপের অজানা পাঁচ

খুদে বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে এটি কিনতে ফেসবুক খরচ করেছিল এক হাজার নয় শ কোটি ডলার। ফেসবুক ম্যাসেঞ্জারকে টেক্কা দিয়ে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের সেবায় এখনো এক নম্বরে আছে হোয়াটসঅ্যাপ। আর এই অ্যাপ সংশ্লিষ্ট এমন কিছু তথ্য আছে যা সাধারণে প্রচলিত নয়।

Sunday, 17 July 2016

কম্পিউটার বন্ধ হতে সময় লাগ

কাজ শেষে যখন কম্পিউটারটি বন্ধ করতে শাটডাউনে ক্লিক করছেন, তখন হয়তো সেটি বন্ধ হতে বেশি সময় নিচ্ছে। এরকমটা হতে পারে মাঝেমধ্যে। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে এমন সমস্যা হলে সমাধানও রয়েছে।

Thursday, 14 July 2016

কম্পিউটার ড্রাইভ ‘সি’ থেকে শুরু যে কারণে

কম্পিউটার কিংবা ল্যাপটপে কখনোই ‘A’ কিংবা ‘B’ ড্রাইভ থাকে না। ড্রাইভগুলোর নাম ‘C’ থেকে শুরু হয়। কিন্তু কেন? আপনি যদি কম্পিউটারের শুরুর দিককার ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এ প্রশ্নের উত্তর হয়তো আপনার জানার কথা।

Wednesday, 13 July 2016

স্লো কম্পিউটারকে দ্রুত করতে কিছু টিপস

কম্পিউটার স্লো হয়ে গেলে কার না মেজাজ খারাপ হয়? দেখা যায় ক্লিক করলেও ক্লিক হচ্ছে না, একটা ক্লিক করে বসে থাকতে হচ্ছে। কতক্ষন আর ধৈর্য্য থাকে। ইচ্ছা করে মনিটরটা মাথায় তুলে আছাড় দিতে। তবে ভুলেও তা করতে যাবেন না। কারন মনিটরের কাজ শুধু আপনাকে পিকচার দেখানো।

Monday, 11 July 2016

ইউটিউবের ভিডিও হতে পারে সর্বনাশের কারণ

ইউটিউবএখন ডেস্কটপ বা ল্যাপটপের চেয়ে সহজেই স্মার্টফোনে ইউটিউবের ভিডিও দেখতে পারে। গবেষকেরা বলছেন, ইউটিউব ভিডিওর ভেতরে গোপনে লুকিয়ে থাকা কণ্ঠস্বর সহজে আশপাশের স্মার্টফোনগুলো থেকে অজান্তেই তথ্য হাতিয়ে নিতে পারে।

Tuesday, 5 July 2016

পাঠানো মেসেজ ফেরত আনতে...

ফেসবুক মেসেঞ্জারফেসবুকে মেসেঞ্জারে পাঠানো বার্তা কি ফেরত আনতে চান? ফেসবুক সে সুবিধা দিতে যাচ্ছে। অনেক সময় বার্তা পাঠানোর পর অনেকে আফসোস করেন। মুছে দিতে চান। কিন্তু একবার বার্তা পৌঁছে গেলে তা আর মুছে ফেলা যায় না।

Sunday, 3 July 2016

অ্যাপ ডাউনলোড করার আগে জেনে রাখুন

স্মার্টফোন মানেই অ্যাপসের বিশাল ভাণ্ডার ব্যবহারের সুবিধা। আর অ্যাপসের ভান্ডার এমন এক ভান্ডার যা কখনো শেষ হবার নয়, অফুরন্ত। প্রতিদিন এই ভান্ডারের যোগ হচ্ছে অসংখ্য নতুন নতুন সব অ্যাপ।

Thursday, 30 June 2016

মেমরি কার্ড না বদলিয়েও বাড়ান ফোন মেমরি স্পেস

কিছু টিপস‌ মেনে চললেই মেমরি কার্ড না বদলিয়েও ফোন মেমরির অনেকটা ‘ফাঁকা’ রাখা যায়। কী সেগুলো দেখে নিন:
ক্যামেরার রেজুলেশন: ফোনের মেমরির সবচেয়ে বেশি স্পেস দখল করে থাকে ছবি এবং ভিডিও। ছবি এবং ভিডিওর সংখ্যা যদি একান্তই কমাতে না পারেন, তা হলে ফোনের রেজলিউশন কমিয়ে মেমরি স্পেস নিয়ন্ত্রণে রাখতে পারেন।

Monday, 27 June 2016

জেনে নিন ওয়াইফাই গতি বাড়ানোর কৌশল

ওয়াইফাই এলাকায় থাকা মানে দুরন্ত গতিতে ছুটবে ফেসবুক, হোয়াটস অ্যাপ। কিন্তু অনেক সময়েই দেখা যায় ওয়াইফাই থাকা সত্ত্বেও চাহিদা মতো গতি পাওয়া যাচ্ছে না। জেনে নিন, কী কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Wednesday, 22 June 2016

ফায়ারফক্সের গতি বাড়ান সহজেই

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ব্যবহার করা হয়। যাঁরা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন, তাঁরা সেটির গতি বাড়িয়ে নিতে পারেন। আপনার ইন্টারনেটে ওয়েবপেইজ খোলার সময় কমাতে পারবেন ফায়ারফক্সের পাইপলাইন সুবিধার মাধ্যমে।

Monday, 20 June 2016

পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট না হলে করোনীয়

মাঝে মাঝে কিছু ভাইরাসের কারনে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট হয় না অথবা পেনড্রাইভের স্পেস অনেকটা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। যাকে মেমোরির ভাষায় আনএলোকেটেড স্পেস বলা হয়। যেসকল পেনড্রাইভ বা মেমোরি সাধারনভাবে ফরমেট করা যায় না তাও এ উপায়ে ফরমেট করা যায়।

Sunday, 19 June 2016

অ্যানড্রোয়েড ফোনের জরুরি কিছু কোড

প্রতিনিয়তই অ্যানড্রোয়েড ফোনের কদর বাড়েই চলেছে। সারা বিশ্বে যতগুলো স্মার্টফোন রয়েছে তার বেশির ভাগই অ্যানড্রোয়েড অপারেটিং সিস্টেম চালিত।
সব অ্যানড্রোয়েড ফোনেরই আছে কিছু জরুরি কোড। যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের জরুরি কাজগুলো সম্পাদন করতে পারেন।

Saturday, 18 June 2016

একাধিক ফোনে একই হোয়্যাটসঅ্যাপ ব্যবহারের উপায়

একাধিক ফোনে একই হোয়্যাটসঅ্যাপ ব্যবহারের উপায়মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে বিনা মূল্যে মেসেজিং সেবা হিসেবে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। সাধারণত একটি ফোনে হোয়াটসঅ্যাপে একটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়।

Thursday, 16 June 2016

নাম্বার গোপন রেখে কল করুন সহজেই

অপরিচিত ব্যক্তিরা শুধু শুধু ডিস্টার্ব করতে থাকে। তাই এখনই জেনে নিন, কিভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী।এ সমস্যা  থেকে আপনি নিশ্চিত মুক্তি পেতে পারেন কিছু কার্যকরী অ্যাপ ব্যবহার করে।

Tuesday, 14 June 2016

জেনে নিন দ্রুত টাইপ শেখার কৌশল

দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা। হালে এ দক্ষতার কদর রয়েছে। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার ‘গোপন রহস্য’ প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই।

Sunday, 12 June 2016

পাসওয়ার্ড জানলেও Facebook আইডিতে ঢুকতে পারবেনা অন্য কেউ

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন??? আশা করি ভালই আছেন। আমরা দীর্ঘসময় নিয়ে গড়ে তুলি আমাদের সাধের ফেসবুক আইডিটি। কিন্তু হঠাত আড়ল থেকে কেউ যদি আমাদের আইডির পাসওয়ার্ড জেনে যাই বা কেউ কুমতলবে যদি আপনার পাসওয়ার্ড হাতিয়ে নেয় তখন কি করবেন? ব্যাস চিন্তা নেই আজকের টিউনটি এই বিষয়েই।

দূর করুন পেনড্রাইভে শর্টকাট ভাইরাস

অনেক সময় কম্পিউটারে পেনড্রাইভ যুক্ত করার পর ফাইল এবং ফোল্ডারগুলো দেখা যায় না। অথচ ফাইলগুলো যে পেনড্রাইভে আছে তা আপনি জানেন। এটা মূলত ‘শর্টকাট ভাইরাস’ নামে পরিচিত একধরনের ভাইরাসের জন্য হয়ে থাকে।

Friday, 10 June 2016

উইন্ডোজ ৭ শর্টকাট কি


উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে সহজে কাজ সারতে শর্টকাট কি ব্যবহার করা যায়। তেমনই কিছু শর্টকাট কি এখানে দেওয়া হলো।
নতুন ফোল্ডার তৈরি
উইন্ডোজ এক্সপ্লোরারে নতুন কোনো ফোল্ডার তৈরি করতে হলে মাউসের ডান বোতামে ক্লিক করে New চেপে আবার New Folder নির্বাচন করলে সেটি তৈরি হয়। কিন্তু চাইলেই নতুন যেকোনো ফোল্ডার তৈরি করতে পারেন Ctrl+Shift+N চেপে।

Thursday, 2 June 2016

এসএমএস থেকে চার্জ হবে স্মার্টফোন

বিংশ শতাব্দী যদি কম্পিউটারের যুগ হয় তাহলে এক বিংশ শতাব্দী মোবাইল ফোনের। প্রতিদিন কম্পিউটারে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, কিন্তু মোবাইল ফোন নিয়ে যতটা গবেষণা হচ্ছে সে তুলনায় খানিকটা হলেও পিছিয়ে আছে কম্পিউটার। মোবাইল ফোন বিশেষ করে স্মার্টফোন এখন হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ।

Tuesday, 31 May 2016

কম্পিউটারে ফোন চার্জ দেওয়া বিপজ্জনক!

ফোনের চার্জ যখন শেষ হয়ে আসতে থাকে তখন সম্ভবত আপনি দ্বিতীয়বার না ভেবেই ফোনটি কম্পিউটারে যুক্ত করেন চার্জ দেওয়ার জন্য। কম্পিউটারে ইউএসবি পোর্টের মাধ্যমে ফোন চার্জ দেওয়াটার বিষয়টিকে যদি আপনি সব সময় নিরাপদ মনে করেন থাকেন, তাহলে আপনার ধারণা ভুল।

Thursday, 26 May 2016

এক মনিটরে চলবে চার পিসি

স্বনামধন্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল নতুন একটি মনিটর বাজারে অবমুক্ত করেছে। এই মনিটরটি দিয়ে একসাথে চার পিসি ব্যবহার করা যাবে। ৪৩ ইঞ্চির এই মনিটরটিকে মাল্টি ক্লায়েন্ট মনিটর হিসেবে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মনিটরটির মডেল ডোজি।

Wednesday, 18 May 2016

স্মার্টফোনকে বানিয়ে নিন রিমোট

স্মার্টফোনের বহুবিধ ব্যবহারের মধ্যে স্মার্টফোন থেকে আরও বেশি সুবিধা পেতে কে না চায়! এমন যদি হতো আপনার স্মার্টফোন দিয়ে আপনি লাইট, ফ্যান, টিভি, এসি সব নিয়ন্ত্রন করতে পারছেন রিমোট হিসেবে তাহলে কতই না মজা হতো! এমন একটি অ্যানড্রয়েড অ্যাপস আবিস্কৃত হয়েছে যা দিয়ে আপনি সহজেই আপনার মোবাইলকে রিমোটে পরিণত করতে পারবেন। 

Sunday, 15 May 2016

ফেসবুকে বুঝে–শুনে

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে মানুষের আসক্তি যেমন বাড়ছে, সঙ্গে বাড়ছে নির্ভরশীলতা। কী করছি, কী ভাবছি, তা ফেসবুকের মাধ্যমে যেমন বন্ধুদের জানিয়ে দিচ্ছি, তেমনি জেনে যাচ্ছে ফেসবুকও। এর ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে।

Saturday, 14 May 2016

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন

এই প্রযুক্তির দুনিয়ায় কোনো পাসওয়ার্ডই ফুল প্রুফড নয়। আপনি যতই 'হযবরল' পাসওয়ার্ড ব্যবহার করে নিশ্চিন্তে থাকুন, ততই ব্যাপারটা ফসকা গেরো। হ্যাকাররা এতটাই স্মার্ট। আপনি হয়তো অফিসে কাজে ব্যস্ত। কিংবা কয়েকদিন হয়ে গেছে, ফেসবুক লগ ইন করেননি। হঠাত্‍‌ আপনার কোনো বন্ধু ফোন করে জানালেন, আপনার ফেসবুক দেওয়াল অশ্লীল ছবিতে ছেয়ে গেছে। কিংবা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে মেসেজ পাঠানো হয়েছে।

Thursday, 12 May 2016

এবার ইউটিউবে দেখা যাবে টিভি

এবার থেকে শুধু আর ভিডিও নয়, চাইলেই YouTube পরিবর্তিত হয়ে যাবে আস্ত একটা টিভি'তে। হ্যাঁ, এমনই উদ্যোগ নিতে চলেছে YouTube। নাম রাখা হয়েছে আনপ্লাগড। তবে বিনামূল্যে নয়, নির্দিষ্ট একটি টাকার বিনিময়ে কেবল টিভির সব কটি চ্যানেল দেখতে পাবেন দর্শকরা।

Tuesday, 3 May 2016

পেন ড্রাইভ দিয়ে যেভাবে কম্পিউটার হ্যাক করা হয়

আসল পেন ড্রাইভের মতোই দেখতে হয়ে থাকে হ্যাকারদের বিশেষ পেন ড্রাইভ

এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল শেয়ার করার জন্য পেন ড্রাইভ হরহামেশাই ব্যবহার করা হয়। কিন্তু এটা জানেন কী যে, হ্যাকারদের সবচেয়ে ভালো বন্ধু পেন ড্রাইভ! যুক্তরাষ্ট্রের জনপ্রিয় নিউজপোর্টাল বিজনেস ইনসাইডারের প্রযুক্তি খবরের বিভাগ টেক ইনসাইডার সম্প্রতি পেন ড্রাইভের মাধ্যমে কম্পিউটার হ্যাক করার বিষয়টি সরাসরি প্রত্যক্ষ করেছে।

Wednesday, 27 April 2016

জেনে নিন উইন্ডোজের প্রয়োজনীয় কিছু শর্টকাট

এখনকার বেশিরভাগ কম্পিউটারই উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত। মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেমের মধ্যেই রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় শর্টকাট। উইজারদের সুবিধার জন্য উইন্ডোজের তেমনই এক ডজন প্রয়োজনীয় শর্টকাট জেনে নিন। 

Tuesday, 26 April 2016

স্মার্টফোন কেনার আগে জেনে রাখুন

অনেকে স্মার্টফোন কেনেন দাম দেখে। দাম অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ফোনের স্পেসিফিকেশন। অনেক কিছু দেখে-শুনে-বুঝে কেনা উচিত। জেনে নিন, স্মার্টফোন কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন।

Thursday, 21 April 2016

কানের ভেতরেই আস্ত কম্পিউটার!


একসময় কম্পিউটার রাখতে বিশালাকার ঘরের প্রয়োজন হতো। দিন দিন নতুন নতুন চিপস আবিষ্কার হয়েছে, আর সেই সঙ্গে কমেছে কম্পিউটারের আকারও। তবে যত ছোটই হোক, একটা আস্ত কম্পিউটার কানের ভেতর রাখা যাবে ভাবতেই কেমন লাগে! 

Sunday, 17 April 2016

ফেসবুকের নতুন তিন ফিচার

ইউএসএ টুডের প্রতিবেদনে প্রথম আলোর খবরে ফেসবুক কোট শেয়ারিং ফিচারটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।ডেভেলপারদের কাছ থেকে প্রচুর ‘লাইক’ পাওয়ার আশা করছে ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের এফ ৮ নামের বার্ষিক ডেভেলপার সম্মেলনে তিনটি নতুন টুল উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ফিচারগুলো দিয়ে ডেভেলপাররা সহজে তাঁদের অ্যাপের মধ্যে গ্রাহকবান্ধব ফিচার যুক্ত করতে পারবে।

Wednesday, 13 April 2016

ঘড়ি আসলে কীসের ভিত্তিতে চলে?

দৈনন্দিন জীবনে আমরা ঘড়ি দিয়েই সময়কে বুঝে নেই। কিন্তু সময় তো আর ঘড়ির ওপর নির্ভর করে চলে না। ঘড়ির কাঁটা থেমে থাকলেও সময় বয়েই চলে। অনেক ক্ষেত্রে ঘড়ির এক ঘণ্টা পার হলেও আমাদের কাছে মনে হয় যেন এক ঘণ্টার অনেক বেশি সময় চলে গেছে!

Tuesday, 12 April 2016

সোলার প্যানেলে বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ

সাধারণত বৃষ্টির ফোঁটা থেকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা অসম্ভব। এই অসম্ভব কাজ সম্ভব করলেন চীনের একদল বিজ্ঞানী। তারা অণুর সমান পাতলা গ্রাফিনের স্তর দিয়ে সোলার সেল তৈরি করেছেন।

Wednesday, 6 April 2016

অন্ধদের জন্য ফেসবুকের নতুন ফিচারৎ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অন্ধদের সহায়তা করার জন্য প্রোগ্রামিংয়ের কাজ করছে। ফেসবুকের দাবি, ফেসবুকে ছবি পোস্ট করা হলে অন্ধদের জন্য এই প্রোগ্রামটি একটি গাইড হিসেবে কাজ করবে। নতুন একটি ফিচার আইফোনের অ্যাপস ‘ইন্টারপ্রেটসে’ দেওয়া হয়েছে।

Tuesday, 5 April 2016

পাসওয়ার্ড ছাড়াই নিরাপদ ওয়াই-ফাই সুবিধা


ব্যক্তিগত কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহারকারীদের সঙ্গে তারবিহীন নেটওয়ার্কের সম্পর্কটা অম্ল-মধুর। বাসায়, অফিস কিংবা উন্মুক্ত স্থানে ওয়াই-ফাই ব্যবহার করা একদিকে যেমন স্বাচ্ছন্দের তেমনি পাসওয়ার্ড এবং নির্দিষ্ট সীমার বাইরে ব্যবহার সংক্রান্ত ঝামেলা তো থাকেই।

Sunday, 3 April 2016

ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বানান প্রজেক্টর


একটা ম্যাগনিফাইং গ্লাসের দাম হাতের নাগালে। ৫০ থেকে ৬০ টাকায় বাজারে এই গ্লাস পাওয়া যায়। এটাই হয়ে উঠতে পারে আপনার মোবাইল ফোনের প্রজেক্টর।

Wednesday, 30 March 2016

গুগলের এই সুবিধাগুলো জানেন কী?


ইন্টারনেটের দুনিয়ায় গুগলের নানা সেবা আমরা ব্যবহার করে থাকি। সুতরাং জেনে নিন গুগলের ৯টি ইউআরএল, যেগুলো কাজে লাগবে।
* প্রত্যেক ব্যবহারকারী গুগল সার্চের মাধ্যমে যে সকল ওয়েবসাইট ভিজিট করে সেই সব ওয়েবসাইট ও অন্যান্য বিষয়ের ওপরে নির্ভর করে গুগল প্রত্যেকের জন্য একটি প্রোফাইল তৈরি করে। আপনার আগ্রহের বিষয়, আপনার বয়স, আপনার জেন্ডার ইত্যাদি অনুমানের চেষ্টা করে গুগল।

Sunday, 27 March 2016

ইউজার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুকের নতুন ফিচার

ইউজারদের সুবিধার্থে এবং একঘেয়েমি থেকে মুক্তি দিতে কত কিছুই না করে ফেসবুক৷ এই তো সেদিন লাইকের সঙ্গে ভালবাসা, হাসি, বিস্ময়, রাগ ইত্যাদি আবেগ প্রকাশের জন্য নতুন ইমোজি নিয়ে এল ফেসবুক৷ এবার আরও এক নতুন ফিচার যুক্ত হতে চলেছে ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য৷

Wednesday, 23 March 2016

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সহজ পাঠ

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংক্ষিপ্ত রূপ হলো এসইও(SEO)। ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিশন (প্রদান) করাকেই এসইও বলা হয়। এতে করে ওয়েবসাইট অনেকেই সার্চ করে খুঁজে পাবে। পূথিবীতে অনেক সার্চ ইঞ্জিন আছে । সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল।

Monday, 21 March 2016

স্মার্টফোন চুরি হলে খুঁজে পেতে ৫ অ্যাপস

বর্তমানে প্রযুক্তি প্রেমীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন স্মার্ট ডিভাইস। এর মধ্যে স্মার্টফোনের চাহিদা ব্যাপক। এর ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে চুরির ঘটনাও। আর স্মার্টফোন চুরি হওয়া মানে তো শুধু টাকার ক্ষতি নয়, অনেক কিছুর ক্ষতি। ডিভাইসগুলোতে থাকা মূল্যবান ডাটা অন্যের হাতে পরার শঙ্কা তো থাকেই, এছাড়া ফোনটি কোনো অপকর্মে ব্যবহার করা হলে আপনাকে ভুগতে হতে পারে।