Wednesday, 30 March 2016

গুগলের এই সুবিধাগুলো জানেন কী?


ইন্টারনেটের দুনিয়ায় গুগলের নানা সেবা আমরা ব্যবহার করে থাকি। সুতরাং জেনে নিন গুগলের ৯টি ইউআরএল, যেগুলো কাজে লাগবে।
* প্রত্যেক ব্যবহারকারী গুগল সার্চের মাধ্যমে যে সকল ওয়েবসাইট ভিজিট করে সেই সব ওয়েবসাইট ও অন্যান্য বিষয়ের ওপরে নির্ভর করে গুগল প্রত্যেকের জন্য একটি প্রোফাইল তৈরি করে। আপনার আগ্রহের বিষয়, আপনার বয়স, আপনার জেন্ডার ইত্যাদি অনুমানের চেষ্টা করে গুগল।

Sunday, 27 March 2016

ইউজার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুকের নতুন ফিচার

ইউজারদের সুবিধার্থে এবং একঘেয়েমি থেকে মুক্তি দিতে কত কিছুই না করে ফেসবুক৷ এই তো সেদিন লাইকের সঙ্গে ভালবাসা, হাসি, বিস্ময়, রাগ ইত্যাদি আবেগ প্রকাশের জন্য নতুন ইমোজি নিয়ে এল ফেসবুক৷ এবার আরও এক নতুন ফিচার যুক্ত হতে চলেছে ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য৷

Wednesday, 23 March 2016

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সহজ পাঠ

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংক্ষিপ্ত রূপ হলো এসইও(SEO)। ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিশন (প্রদান) করাকেই এসইও বলা হয়। এতে করে ওয়েবসাইট অনেকেই সার্চ করে খুঁজে পাবে। পূথিবীতে অনেক সার্চ ইঞ্জিন আছে । সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল।

Monday, 21 March 2016

স্মার্টফোন চুরি হলে খুঁজে পেতে ৫ অ্যাপস

বর্তমানে প্রযুক্তি প্রেমীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন স্মার্ট ডিভাইস। এর মধ্যে স্মার্টফোনের চাহিদা ব্যাপক। এর ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে চুরির ঘটনাও। আর স্মার্টফোন চুরি হওয়া মানে তো শুধু টাকার ক্ষতি নয়, অনেক কিছুর ক্ষতি। ডিভাইসগুলোতে থাকা মূল্যবান ডাটা অন্যের হাতে পরার শঙ্কা তো থাকেই, এছাড়া ফোনটি কোনো অপকর্মে ব্যবহার করা হলে আপনাকে ভুগতে হতে পারে।

Sunday, 20 March 2016

অফলাইনেও আসছে গুগল

সার্চ ইঞ্জিন গুগল ব্যবহারকারীদের কাছে সুখবর। এবার গুগল ব্যবহার আরও সহজ হয়ে গেল। আর শুধু অনলাইনেই নয়, অফলাইনেও ব্যবহার করতে পারবেন গুগল। অপলাইনে গুগল ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি 'গুগল নাউ' তৈরির কাজ করছে।

জেনে নিন, কোন স্মার্টফোনে কতক্ষণ চার্জ থাকে

নতুন কোনো স্মার্টফোন কেনার আগে স্মার্টফোনটির ব্যাটারি লাইফ অর্থাৎ চার্জ কতক্ষণ থাকবে, সেটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে। বেশিরভাগ স্মার্টফোনই প্রতিদিন চার্জ দেওয়ার প্রয়োজন পরে। সারাদিন ব্যবহারের পর অনেকে রাতের বেলা চার্জ দেয়।

Thursday, 17 March 2016

কোথায় রাখবেন রাউটার?

রাউটার থেকে যত দূরে যাবেন, সিগন্যাল ততই দুর্বল হতে থাকবে। স্বাভাবিক। বাড়ির নির্মাণকৌশল, রাউটারের মান, ইন্টারনেট সেবাদাতা—এ সবকিছুর ওপরেই ওয়াইফাই সংযোগ নির্ভর করে। তবে এগুলো বাদ দিলেও আপনার রাউটারটির অবস্থানের ওপর অনেক কিছু নির্ভর করে।

Friday, 11 March 2016

একটি শর্টকাট দিয়ে জেনে নিন জিমেইলের সব শর্টকাট


মেইল আদান-প্রদানের ক্ষেত্রে সার্চ জায়ান্ট গুগলের জিমেইল সর্বাধিক জনপ্রিয়। আর ব্যবহারকারীর সুবিধার্থে এতে রয়েছে নানান সুবিধা। কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও জিমেইলে ব্যবহার করা যায়, একথা আমরা অনেকেই জানি।

Thursday, 10 March 2016

ফেসবুক মেসেঞ্জারে নতুন সুবিধা





 মোবাইলে ফেসবুক ব্যবহারকারীরা এবার ফেসবুক মেসেঞ্জার অ্যাপটিতে স্পোটিফাই মিউজিক-এর সুবিধা পাবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
মিউজিক স্ট্রিমিং সেবা স্পোটিফাইয়ে লক্ষ-কোটি গানের সম্ভার রয়েছে। আর ফেসবুক মেসেঞ্জারে এই ডিজিটাল মিউজিক সেবা যুক্ত হওয়ায়,

@ (অ্যাট) নিয়ে যত রহস্য

ইন্টারনেট যোগাযোগে ইমেইল অপরিহার্য। ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের যোগযোগ রক্ষায় ইমেইলের বিকল্প কিছু নেই। যে কারণে কোটি কোটি ইমেইল ব্যবহৃত হচ্ছে তথ্য আদান-প্রদানে। আর এ ইমেইল খুলতে সবাইকে যে প্রতীকটি ব্যবহার করতে হয়, তা হলো @। ইন্টারনেট দুনিয়ায় এ প্রতীকের উচ্চারণ ‘অ্যাট’।

Wednesday, 2 March 2016

যে কারণে কি-বোর্ডের F এবং J কি’তে দাগ থাকে

আপনি কি কখনো খেয়াল করেছেন, কম্পিউটারের কি-বোর্ডের F এবং J কি দুটোর ওপর একটা ছোট্ট দাগ দেওয়া থাকে? আর যদি খেয়াল করে থাকেন, তাহলে জানেন কি এর কারণ?