
এবার আবিষ্কার করা হলো এমন এক সানগ্লাস বা রোদ-চশমা প্রখর রোদে চোখকে সুরক্ষিত রাখে কিন্তু রাতের বেলায় তা লাগবে অন্য কাজে। সম্প্রতি মার্কিন এক শিক্ষার্থী এমনই চশমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। তিনি রোদ-চশমা থেকে মোবাইল ফোন চার্জ দেওয়ার পদ্ধতি আবিষ্কার করেছেন।