Saturday, 1 September 2012

দুই মিনিটে উইন্ডোজ ইনষ্টল! (একটি ব্যাকআপ সিষ্টেম)

দুই মিনিটে উইন্ডোজ ইনষ্টল করার কথা শুনে অনেকেই অবাক হবেন, বিশেষ করে তারা যারা জানেন উইন্ডোজ কিভাবে ইনষ্টল করতে হয় এবং কতটা সময় লাগে ইনষ্টল করতে। অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যেতে পারে। ফলে অনেক সময় ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য সফটওয়্যারটি ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল অ্যাপলিকেশন সফটওয়্যারটি ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়।

এই কাজটি করতে পারে এমন অনেক ভাল সফটওয়্যারটি বাজারে কিনতে পাওয়া যায়। মূলত এটি একটি ব্যাকআপ সিষ্টেম। প্রথমে উইন্ডোজ ইনষ্টল করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনষ্টল করে নিতে হবে। তারপর ব্যাকআপ টুলস দিয়ে ব্যাকআপ রাখতে হবে। তারপর থেকে যতবারই উইন্ডোজে সমস্যা হবে, শুধুমাত্র ব্যাকআপ রাখা ফাইলটি ইনষ্টল করে নিলেই চলবে। আপনার পিসি যত ভাল হবে তত তারাতারি ব্যাকআপটি ইনষ্টল দিতে পারবেন। ব্যাকআপ টুলসটি সিডি, পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড-এ বুট করে নিতে হবে কারণ উইন্ডোজে থাকা অবস্থায় উইন্ডোজের ব্যাকআপ দেওয়া যায় না।
ব্যাকআপ রাখার অনেক সফটওয়্যারে মাঝে আজ দেখবো Acronis True Image দিয়ে কিভাবে ব্যাকআপ রাখা হয় এবং ব্যাকআপ রাখা ফাইলটি কিভাবে ইনষ্টল করা যায়। আমি মেমোরি কার্ডে Acronics True Image Enterprise Server ৮ ব্যবহার করি তাই এটা নিয়েই লিখলাম। আপনারা ইচ্ছে করলে নেট থেকে Acronis True Image ডাউনলোড করে নিতে পারেন।
যারা উইন্ডোজ ইনষ্টল করতে জানেন, তারা জানের কিভাবে বুট করতে হয়। Acronis True Image এর বুটএবল সিডি টি সিডি-রমে লাগাবেন এবং বুট মেনুর মাধ্যমে সফটওয়্যারটি ওপেন করবেন। তারপর ব্যাকআপ রাখতে হলে মেনু থেকে Create Image এ ক্লিক করবেন এবং ব্যাকআপ ইনষ্টল করতে Restore Image এ ক্লিক করবেন।
ব্যাকআপ রাখার নিয়মঃ
Create Image এ ক্লিক করে Next ক্লিক করলে হার্ডড্রাইভগুলো দেখা যাবে। C ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা থাকলে সি ড্রাইভ নির্বাচন করে Next এ ক্লিক করুন এবং Information ম্যাসেজ আসলে Do not show this mesage agin ঠিক মার্ক দিয়ে Ok তে ক্লিক করুন। এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন মানে ব্যাকআপটি যে ড্রাইভে রাখতে চাচ্ছেন সেই ড্রাইভ নির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন (যে ড্রাইভ ব্যাকাপ রাখবেন সেই ড্রাইভে ব্যাকাপ ইমেজটি সেভ করা যাবে না এবং ফাইল এর নাম দিতে পারেন এমন backup.tib অথবা windows.tib) ।
এখন Create Image Mode উইন্ডো থেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত করে Next এ ক্লিক করুন এবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশনে রেখে Next এ ক্লিক করুন। এবার Compression Level অপশনটি Normal নির্বাচন করে Next এ ক্লিক করুন।
এরপরে Image Archive protection এ ইচ্ছা করলে ব্যাকআপটিতে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। এবার Next এ ক্লিক করে Image Archive Comments আসলে কিছু লিখে চাইলে লিখে Next এ ক্লিক করুন। তারপর Proceed এ ক্লিক করলে ব্যাকআপ ইমেজ তৈরী হবে। ব্যাকাপ রাখা হয়ে গেলে এই ব্যাকআপ ফাইলটি উইন্ডোজে সমস্যা হলে রিস্টোর করে দিলেই চলবে।
ব্যাকআপ ফাইলটি ইনিষ্টল করার নিয়মঃ
ব্যাকআপ ইমেজটি রিস্টোর করার জন্য আগের মত বুট মেনুর মাধমে ব্যাকআপ রাখার সফটওয়্যারটি ওপেন করুন। এবার মেনু থেকে Restore Image-এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ব্যাকআপ ফাইলটি নির্বাচন করে Next এ ক্লিক করুন। তারপর Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No. I do not want to verify নির্বাচিত করে Next এ ক্লিক করুন। এবার Partition or Disk to Restore থেকে Disk নির্বাচন করে Next এ ক্লিক করুন। তারপর যে C ড্রাইভে নির্বাচন করে Next এ ক্লিক করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে Active রেখে Next এ ক্লিক করুন। এবার Next এ ক্লিক করে No I do not নির্বাচন করে Next এ ক্লিক করুন। তারপর Proceed এ ক্লিক করলে আপনার নির্বাচিত ড্রাইভে ব্যাকাপটি রিস্টোর হয়ে যাবে (যে ড্রাইভে ব্যাকআপ দিচ্ছেন সে ড্রাইভটি ফরম্যেট হয়ে ব্যাকআপ নিবে)। এবার উইন্ডোজটি চালু করলে ব্যাকআপ রাখার আগে যেমন উইন্ডোজ ছিল ঠিক তেমনটি দেখতে পাবেন।

No comments:

Post a Comment