ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সে নানা কারণে আমরা 
হালনাগাদ করে থাকি। কিন্তু হালনাগাদ করার ফলে অনেক সময় পুরোনো ব্রাউজারের 
কিছু কিছু অ্যাড-অনস নিষ্ক্রিয় থাকে। ‘কম্প্যাবিলিটি রিপোর্টার’ নামের একটি
 অ্যাড-অনসের সাহায্যে ইচ্ছে করলে আপনি ব্যবহারের অনুপযোগী অ্যাড-অনস নতুন 
ব্রাউজারে ব্যবহার করতে পারেন। 
এ জন্য প্রথমে অ্যাড-অনসটি https:// addons.mozilla.org/en-US/firefox/addon/add-on-compatibility-reporter ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এরপর ফায়ারফক্স আবার চালু (রিস্টার্ট) করুন। এখন আপডেট করা ফায়ারফক্সে পুরোনো ব্রাউজারের যেকোনো অ্যাড-অনস ব্যবহার করা যাবে।
এ জন্য প্রথমে অ্যাড-অনসটি https:// addons.mozilla.org/en-US/firefox/addon/add-on-compatibility-reporter ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এরপর ফায়ারফক্স আবার চালু (রিস্টার্ট) করুন। এখন আপডেট করা ফায়ারফক্সে পুরোনো ব্রাউজারের যেকোনো অ্যাড-অনস ব্যবহার করা যাবে।

 
No comments:
Post a Comment