সম্প্রতি ইয়াহু থেকে ৫০ হাজার, লিংকডইন থেকে ৬০ লাখ আর এনভিডিয়া থেকে ৪ লাখ
পাসওয়ার্ড চুরি করে নিয়েছে হ্যাকাররা। ইন্টারনেটে বিভিন্ন অ্যাকাউন্টের
তথ্য চুরির ঘটনা প্রায়শই ঘটছে। ইন্টারনেট নিরাপত্তা-বিশেষজ্ঞরা ইন্টারনেটে
তথ্য হ্যাক হয়ে যাওয়ার এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার এবং বিভিন্ন ওয়েবসাইটে
জটিল পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
Monday, 30 July 2012
Sunday, 15 July 2012
সহজে রঙিন করুন আপনার সাদাকালো ছবি
আমরা অনেকেই কমপিউটারের সাহায্যে আমাদের পরিবারের পুরনো সাদা কালো ছবি রঙিন করেছি বা করতে চাই । এর জন্য সবাই সাধারনত ব্যবহার করে থাকে ফটোশপ অথবা পেন্ট শপ প্রো এর মতো সফটয়্যার । কিন্তু ফটোশপ দিয়ে এই ছবিগুলিকে রঙিন করা সময় সাপেক্ষ কারন প্রথমে সাদা কালো ছবিটির আলাদা আলাদা অংশ সিলেকশন করতে হয় তার পর রঙ করতে হয় । এটি খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং ফটোশপ সম্পর্কে ভালরকম জ্ঞান না থাকলে করাও যাবে না ।
Subscribe to:
Posts (Atom)