Tuesday, 31 May 2016

কম্পিউটারে ফোন চার্জ দেওয়া বিপজ্জনক!

ফোনের চার্জ যখন শেষ হয়ে আসতে থাকে তখন সম্ভবত আপনি দ্বিতীয়বার না ভেবেই ফোনটি কম্পিউটারে যুক্ত করেন চার্জ দেওয়ার জন্য। কম্পিউটারে ইউএসবি পোর্টের মাধ্যমে ফোন চার্জ দেওয়াটার বিষয়টিকে যদি আপনি সব সময় নিরাপদ মনে করেন থাকেন, তাহলে আপনার ধারণা ভুল।

Thursday, 26 May 2016

এক মনিটরে চলবে চার পিসি

স্বনামধন্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল নতুন একটি মনিটর বাজারে অবমুক্ত করেছে। এই মনিটরটি দিয়ে একসাথে চার পিসি ব্যবহার করা যাবে। ৪৩ ইঞ্চির এই মনিটরটিকে মাল্টি ক্লায়েন্ট মনিটর হিসেবে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মনিটরটির মডেল ডোজি।

Wednesday, 18 May 2016

স্মার্টফোনকে বানিয়ে নিন রিমোট

স্মার্টফোনের বহুবিধ ব্যবহারের মধ্যে স্মার্টফোন থেকে আরও বেশি সুবিধা পেতে কে না চায়! এমন যদি হতো আপনার স্মার্টফোন দিয়ে আপনি লাইট, ফ্যান, টিভি, এসি সব নিয়ন্ত্রন করতে পারছেন রিমোট হিসেবে তাহলে কতই না মজা হতো! এমন একটি অ্যানড্রয়েড অ্যাপস আবিস্কৃত হয়েছে যা দিয়ে আপনি সহজেই আপনার মোবাইলকে রিমোটে পরিণত করতে পারবেন। 

Sunday, 15 May 2016

ফেসবুকে বুঝে–শুনে

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে মানুষের আসক্তি যেমন বাড়ছে, সঙ্গে বাড়ছে নির্ভরশীলতা। কী করছি, কী ভাবছি, তা ফেসবুকের মাধ্যমে যেমন বন্ধুদের জানিয়ে দিচ্ছি, তেমনি জেনে যাচ্ছে ফেসবুকও। এর ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে।

Saturday, 14 May 2016

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন

এই প্রযুক্তির দুনিয়ায় কোনো পাসওয়ার্ডই ফুল প্রুফড নয়। আপনি যতই 'হযবরল' পাসওয়ার্ড ব্যবহার করে নিশ্চিন্তে থাকুন, ততই ব্যাপারটা ফসকা গেরো। হ্যাকাররা এতটাই স্মার্ট। আপনি হয়তো অফিসে কাজে ব্যস্ত। কিংবা কয়েকদিন হয়ে গেছে, ফেসবুক লগ ইন করেননি। হঠাত্‍‌ আপনার কোনো বন্ধু ফোন করে জানালেন, আপনার ফেসবুক দেওয়াল অশ্লীল ছবিতে ছেয়ে গেছে। কিংবা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে মেসেজ পাঠানো হয়েছে।

Thursday, 12 May 2016

এবার ইউটিউবে দেখা যাবে টিভি

এবার থেকে শুধু আর ভিডিও নয়, চাইলেই YouTube পরিবর্তিত হয়ে যাবে আস্ত একটা টিভি'তে। হ্যাঁ, এমনই উদ্যোগ নিতে চলেছে YouTube। নাম রাখা হয়েছে আনপ্লাগড। তবে বিনামূল্যে নয়, নির্দিষ্ট একটি টাকার বিনিময়ে কেবল টিভির সব কটি চ্যানেল দেখতে পাবেন দর্শকরা।

Tuesday, 3 May 2016

পেন ড্রাইভ দিয়ে যেভাবে কম্পিউটার হ্যাক করা হয়

আসল পেন ড্রাইভের মতোই দেখতে হয়ে থাকে হ্যাকারদের বিশেষ পেন ড্রাইভ

এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল শেয়ার করার জন্য পেন ড্রাইভ হরহামেশাই ব্যবহার করা হয়। কিন্তু এটা জানেন কী যে, হ্যাকারদের সবচেয়ে ভালো বন্ধু পেন ড্রাইভ! যুক্তরাষ্ট্রের জনপ্রিয় নিউজপোর্টাল বিজনেস ইনসাইডারের প্রযুক্তি খবরের বিভাগ টেক ইনসাইডার সম্প্রতি পেন ড্রাইভের মাধ্যমে কম্পিউটার হ্যাক করার বিষয়টি সরাসরি প্রত্যক্ষ করেছে।