Thursday, 21 August 2014

পেনড্রাইভ যেভাবে বিপদ ডেকে আনে

একেবারে ব্যক্তিগত পণ্য হিসেবে সবাই যেভাবে টুথব্রাশ বা রেজর ব্যবহার করেন অনেকটা সেভাবেই স্মার্টফোন বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করার সময়ও বুঝি এসে গেছে। জার্মানির প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা দাবি করছেন ইউএসবি সংযোগে ব্যবহূত হয় এমন সব পণ্যে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছেন তাঁরা। অপরিচিত পেনড্রাইভের ব্যবহার ও এর নিরাপত্তা ঝুঁকি নিয়ে সিএনএনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Sunday, 10 August 2014

ইমেইল খুলতে মোবাইল-ফোন নাম্বার বাধ্যতামূলক

এবার থেকে জিমেইল বা ইয়াহুর নতুন ইমেইল অ্যাকাউন্ট খুলতে মোবাইল বা টেলিফোন নাম্বার লাগবে। ব্যবহারকারীদের স্প্যামের ঝামেলা থেকে পরিত্রাণ দিতে এ ব্যবস্থা নিচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান দু’টি।  এ সংক্রান্ত এক প্রতিবেদনে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, জিমেইল ও ইয়াহুতে ইমেইল অ্যাকাউন্ট খুলতে মোবাইল-টেলিফোন নাম্বার দিতে হবে, যেন ব্যবহারকারী সঠিক না ভূয়া তা চিহ্নিত করা যায়।

Sunday, 1 June 2014

বিনা মূল্যে দরকারি সফটওয়্যার

কম্পিউটার ব্যবহারকারীরা তাঁদের প্রয়োজনে অ্যাডোবি রিডার, অফিস, ফায়ারফক্স, ক্রোমের মতো সফটওয়্যারগুলো ইনস্টল করে রাখেন। কিন্তু বেশ কিছু অপরিচিত সফটওয়্যার আছে, যা কম্পিউটার ব্যবহারকারীদের কাজে লাগতে পারে। প্রয়োজনীয় এই সফটওয়্যারগুলো আবার বিনা মূল্যেই পাওয়া যায়। ব্যবহারকারীদের কাজে লাগবে এমন কয়েকটি সফটওয়্যার নিয়ে এই প্রতিবেদন।

Saturday, 19 April 2014

ফেসবুকে স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম

ফেসবুক সম্প্রতি ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন দেখাচ্ছে। ডেস্কটপ বা মোবাইল থেকে ফেসবুকে সাইন-ইন করলে কিছু বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন স্বয়ংক্রিয় চালু হয় এবং ব্যবহারকারীকে তা দেখতে বাধ্য করে। এটা বন্ধ করা একমাত্র পথ হচ্ছে একবারে এটি বন্ধ করে দেওয়া।

Tuesday, 8 April 2014

উদ্ধার করুন মুছে ফেলা ফাইল

আগামীকাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাড়াহুড়োয় কাজ করতে করতে খেয়ালই নেই যে ফাইলটা সেভ করা হয়নি। হঠাৎ করে চলে গেল কারেন্ট, ব্যাকআপ নেই দেখে পিসি শাট ডাউন করারও সুযোগ পাননি।  কারেন্ট ফেরার পর তো মাথায় হাত! তিন ঘণ্টার কাজ বেমালুম গায়েব।

Tuesday, 11 March 2014

পেনড্রাইভে বাড়বে গতি

যেসব কম্পিউটারে ধীরগতির হার্ডডিস্ক ড্রাইভ এবং কম মেমোরি রয়েছে, সেগুলোতে বাড়তি ইউএসবি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড ব্যবহার করে গতি বাড়ানো যাবে। হার্ডডিস্ক ড্রাইভের উইন্ডোজ এক্সপেরিয়েন্স ইনডেক্স ৪.০-এর নিচে (কম্পিউটারে ডান ক্লিক করে প্রপার্টিজে দেখা যাবে), উইন্ডোজের রেডিবুস্ট ব্যবহার করে এ কাজটি করা যায়।

কম্পিউটার বন্ধের যত উপায়

নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এ কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করতে হলে প্রথমে মাউসটিকে পর্দার একেবারে ডান পাশে নিয়ে যেতে হয়। তখন উইন্ডোজের কিছু অপশন আসে, সেখান থেকে সেটিংস নির্বাচন করে পাওয়ার অপশন থেকে তবেই কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করতে হয়। এই ঝামেলা এড়াতে চাইলে প্রথমে Windows Key + D চেপে উইন্ডোজের ডেস্কটপ মোডে চলে আসুন।