Saturday 23 June 2012

কম্পিউটারের নিরাপত্তায় করণীয়

কম্পিউটারের নিরাপত্তার বিষয়টি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ এবং ই-মেইলে ফাইল ও তথ্য-উপাত্ত আদান-প্রদানের ফলে অনেক সময় কম্পিউটার নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। এসব ব্যাপারে সতর্ক থাকা এবং সে অনুসারে কার্যকর পদক্ষেপ গ্রহণ একান্ত অপরিহার্য। এ ধরনের কিছু বিষয় উল্লেখ করা হলো :
ই-মেইলে সংযুক্ত ফাইলের ব্যাপারে সতর্ক থাকা : কখনও ই-মেইলের মাধ্যমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।

Thursday 21 June 2012

এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি

জরুরি প্রয়োজনে অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেক ফোল্ডার তৈরি করতে হয়। উইন্ডোজ ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি করতে পারেন। এ জন্য মাউসের বাঁয়ে ক্লিক করে New/Text document অপশনে গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি (কোড) নোটপ্যাডে লিখুন:
MD mashli monira sajib sumon mina asad eti mohymin zahid humaya

Wednesday 13 June 2012

ভাইরাস আক্রান্ত কম্পিউটারকে পূর্বরুপ দেন Alfa Autorun Killer দিয়ে।

আমি আজ আপনাদের জন্য নিয়ে একটি খুবই কাযকরী এন্টিভাইরাস সফটওয়্যার। এন্টিভাইরাসটি একজন্য মিশরীয় প্রোগ্রামার তৈরী করেছেন।সফটওয়্যারটির সাইজ কম হলেও এর কাযক্ষমতা অনেক বেশী। আমাদের কম্পিউটার প্রতি নিয়তই নানা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। আমাদের ভূলের কারনে,মেমোরী কাড, পেনড্রাইফ,এন্টিভাইস বন্ধ করে রাখা এবং এন্টিভাইরাস ব্যবহার নাকরার কারণে আমাদের কম্পিউটার ভাইরস দ্বারা আক্রান্ত হয়।

Sunday 3 June 2012

অনলাইনে ভাইরাস স্ক্যান

কম্পিউটার ব্যবহারকারীদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ভাইরাস। বিশ্বব্যাপী হ্যাকারদের দৌরাত্ম্যে ভাইরাস আর নানান ধরনের ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের সঙ্গে প্রতিনিয়তই যুদ্ধ করতে হয়। ভাইরাস, ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের হাত থেকে রক্ষা পেতে তাই ভালো অ্যান্টিভাইরাসের বিকল্প নেই।
তবে প্রতিদিন যে পরিমাণে নতুন নতুন ভাইরাস, ম্যালওয়্যার আর স্পাইওয়্যার তৈরি হয়, তাতে কোনো নির্দিষ্ট একটি অ্যান্টিভাইরাসের ওপর অনেকেই নির্ভর করে থাকতে চান না। কিন্তু একসঙ্গে অনেকগুলো অ্যান্টিভাইরাস ব্যবহার করার উপায়ও নেই।

Friday 1 June 2012

ফেসবুক নিরাপদ রাখবেন যেভাবে

আজকের দিনের টেক-সচেতন কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন তার ফেসবুক আইডি আছে কি না—এর উত্তর ‘না’ হবে, এটা খুঁজে পাওয়া ভার। কারণ আজকাল ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্রসহ প্রায় সব কাজেই ফেসবুক চাহিদা মেটাচ্ছে। এই যেমন চ্যাটিং, ভয়েস কল, কিংবা সবচেয়ে বড় ব্যাপার হলো দূরে থেকেও কাছে থাকা। আর ফেসবুকের জনপ্রিয়তার প্রমাণ আপনারা গত কয়েক বছরের কার্যক্রমের দিকে নজর দিলেই পেয়ে যাবেন। ইন্টারনেট ওয়ার্ল্ড জায়ান্ট গুগলকে কে না চেনে? সেই গুগলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভিজিটেড সাইট হিসেবে উঠে এসেছে ফেসবুক। অবশ্য ২০১০-এ এই ফেসবুক ১০-এর ঘরেই ছিল এবং বিগত তিন-চার বছর ধরে তারা সামনেই এগোচ্ছে।