Monday 27 June 2011

কম্পিউটার কে হাতের মুঠোয় করে নিন

আপনি আপনার মোবাইল দিয়ে পুরা কম্পিটার কে নিয়ন্ত্রন করতে পারবেন খুব সহজেই।
যা যা করা যাবে, ০১.ফুল ডেস্কটপ আপনার মোবাইল এ দেখতে পাবেন, ০২. ভিডিও কন্ট্রল করতে পারবেন ০৩. PC Off,Restart, Hibernet Log Off ০৪. মোবাইল এ মাউস কন্ট্রল ০৫.কি বোর্ড কন্ট্রল ০৬.টেক্সট সেন্ড ০৫.WINAM Other Media Player And  Other Applications কন্ট্রল ০৬.ভলিওম কন্ট্রল এক কথায় বলতে আপনার মাউস ও মনিটর মোবাইলে চলে যাবে।

Sunday 26 June 2011

অফিস ২০০৭ এর ফাইল ওপেন করুন ২০০৩এ

Microsoft Office 2003 এবং Microsoft Office 2007 এর ফাইল এর Extension ভিন্ন এটা সবাই জানি। Office 2003 এর ফাইল Extension হচ্ছে Doc, Xls, ppt। এবং Office 2007 এর ফাইল Extension হচ্ছে Docx, xlsx, pptx ইত্যাদি। যার কারনে Office 2003 তে Office 2007 এর ফাইল ওপেন করা যায় না। এ সমস্যা সমাধন এর জন্য মাইক্রোসফ্‌ট একটি ছোট compatibility pack ছেড়েছে যা Install করার পর আপনি Office 2003 এর মধ্যে Office 2007 এর ফাইল খুলতে এবং Office 2003 থেকে Office 2007 এর Extension এ ফাইল Save করতে পারবেন।

Wednesday 22 June 2011

গুগলে বাংলা অনুবাদের সুযোগ

 


এখন বাংলা থেকে ইংরেজি, আবার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা যাবে। যদিও অনুবাদ সব সময় সঠিক হচ্ছে না, তার পরও কম্পিউটারে মুহূর্তের মধ্যে ভিন্ন ভাষা সম্পর্কে একটি সাধারণ ধারণা পাওয়া যাচ্ছে। পুরোপুরি সফল না হলেও বাংলা অনুবাদের এই শুরুটাকে একেবারে উড়িয়েও দেওয়া যায় না। পদ্ধতিটি উন্নয়নের সুযোগ আছে। আর এ কাজটি শুরু করেছে গুগল ইনকরপোরেশন। সর্বশেষ গুগল ট্রান্সলেট পদ্ধতিতে বাংলাসহ পাঁচটি ভাষা যুক্ত হয়েছে। গুগল জানিয়েছে, ২০০৯ সালে যেখানে মাত্র ১১টি ভাষা ছিল, বর্তমানে সেখানে তাদের রয়েছে ৬৩টি ভাষায় অনুবাদের সুযোগ।

Sunday 19 June 2011

ই-মেইলের মাধ্যমে ফেসবুকে ছবি আপলোড করা

জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ছবি শেয়ার করতে হলে ফেসবুকে আপলোড করতে হয়। কিন্তু ই-মেইলের অ্যাটাচ থাকা ছবি যদি ফেসবুকে শেয়ার করা যেত তাহলে কেমন হয়! ই-মেইলের মাধ্যমে অ্যাটাচ করা ছবি ফেসবুকে আপলোড করতে হলে ফেসবুকে লগইন করে www.facebook.com/mobile পেজে যেতে হবে। এবার Upload Photos via Email-এ যে ই-মেইল ঠিকানা আছে সেই ঠিকানাতে ছবি অ্যাটাচ করে মেইল করলে তত্ক্ষণাত্ ফেসবুকে আপলোড হবে। ফেসবুকের এ ছবি Mobile Uploads নামে অ্যালবামের মধ্যে থাকবে।

Saturday 18 June 2011

সেন্ড করা ই-মেইল বাতিল করুন

ই-মেইলে কোন ফাইল বা তথ্য পাঠানোর জন্য তাড়াহুড়ার কারণে অনেক সময় ভুল মেইলও ঝবহফ হয়ে যেতে পারে। বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহƒত জি-মেইলে ঝবঃরহমং পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠানো ই-মেইল বাতিল করা যায়। আগে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড পর পর্যন্ত ঝবহফ ই-মেইল বাতিল করা যেত। এখন এ সময় ৩০ সেকেন্ড পর্যন্ত বাড়ানো হয়েছে। ঝবহফ ই-মেইল বাতিল করার জন্য প্রথমে সেটিংস পরিবর্তন করে নিতে হবে। এজন্য জি-মেইলে লগ-ইন করে ঝবঃরহমং থেকে খধনং ক্লিক করলে পাঁচটি অপশনের পর টহফড় ঝবহফ নামে একটি অপশন পাওয়া যাবে।

Thursday 16 June 2011

চিনে নিন নতুন নতুন ভাইরাস

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অন্যতম একটি সমস্যার নাম হচ্ছে ভাইরাস। তবে এই সময়ে ভাইরাস শুধু আর ভাইরাসের মধ্যেই সীমাবদ্ধ নেই। ট্রোজান, ওয়ার্ম, স্পাইওয়্যার, ম্যালওয়্যার সহ এখন রয়েছে নানান রকম সব ভাইরাস। সময়ের সাথে সাথে ভাইরাস নির্মাতারা আরো বেশী আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। আর তাতে করে প্রতিনিয়তই জন্ম নিচ্ছে নতুন নতুন শ্রেণীর ভাইরাস। নানান ধরনের এইসব ভাইরাসকে ঠিকমতো চিনতে না পারলে পিসিকে সুরক্ষিত রাখা এক কথায় বলতে গেলে অসম্ভব। এই লেখায় প্রধান কিছু ভাইরাসের পরিচয় তুলে ধরার চেষ্টা করা হলো।

ফ্লাস ড্রাইভে কোন ফাইল দেখা যাচ্ছে না কিন্তু জায়গা দখল করে আছে

পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে।এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো। এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন।

Tuesday 14 June 2011

শর্টকাট কি তৈরি করা

বিভিন্ন কাজের জন্য শর্ট কি নিজেই বানাতে পারেন। এ জন্য উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে Stra-এ ডান ক্লিক করে Open-এ যান। এরপর Programs-এ দুবার ক্লিক করতে হবে। যে প্রোগ্রামটির জন্য শর্টকাট কি তৈরি করবেন, সেটিতে ডান ক্লিক Properties ডায়ালগ বক্সের Shortcut Key tab-এ একটি অক্ষর টাইপ/ Apply/Ok করুন। এরপর নির্দিষ্ট প্রোগ্রামটি চালু করার জন্য Ctrl+Alt+.. দেওয়া অক্ষরটি একসঙ্গে চাপতে হবে।

Sunday 12 June 2011

সংরক্ষণ করুন উইন্ডোজের দরকারি ড্রাইভার

কম্পিউটারে উইন্ডোজ নতুন করে ইনস্টল করলে অনেক কিছুই আবার নতুন করে কম্পিউটারে ইনস্টল করতে হয়। বিশেষ করে সাউন্ডকার্ড, গ্রাফিক্স কার্ড, প্রিন্টার, মডেম ইত্যাদি যন্ত্রাংশেল চালক সফটওয়্যারগুলো (ড্রাইভার) ইনস্টলকরে নিতে হয়। ‘ডবল ড্রাইভার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি এই ঝামেলা এড়ানো যায়। ২.০৬ মেগাবাইটের এ সফটওয়্যারটি www.pchelplinebd.co.cc/ 2010/08/backup-software-double-driver.html ঠিকানার ওয়েবসাইটে পাওয়া যাবে। সফটওয়্যারটি নামিয়ে কম্পিউটার ইনস্টল করতে হবে।

তথ্য সংরক্ষণ সমাধান নিয়ে এল মাইক্রোসফট

বড় প্রতিষ্ঠানগুলোর জন্য তথ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তথ্য ঠিকমতো সংরক্ষণ করতে না পারলে যেকোনো প্রতিষ্ঠানে অনেক জটিলতা দেখা দিতে পারে। মাইক্রোসফট বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণের জন্য বাজারে আনল মাইক্রোসফট এসকিউএল সার্ভারের নতুন সংস্করণ। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এককিউএলসার্ভার ২০০৮আর-২ বাংলাদেশের বাজারে ছাড়ার ঘোষণা দেয় মাইক্রোসফট। অনুষ্ঠানে মাইক্রোসফট এসকিউএল সার্ভারের নানা দিক নিয়ে কথা বলেন মাইক্রোসফট অ্যাপ্লিকেশন প্লাটফর্মের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান কারিগরি বিপণন কর্মকর্তা কিয়ান এনজি।

Saturday 11 June 2011

গুগল আর্থে নিজের ছবি

নিজের এলাকাকে বা আপনার ক্যামেরায় তোলা ছবিটি তুলে ধরতে পারেন বিশ্বের কাছে। আপনার ভালো লাগা যে কোনো প্রকৃতির ছবি আপলোড করতে পারেন। panoramio.com তে ছবিটি আপলোড করে ম্যাপিং করে দিন। কর্তৃপক্ষ ছবিটি যাচাই করে গুগল আর্থের জন্য নির্বাচন করবে। প্রায় এক মাস পর সে ছবিটি গুগল আর্থে দেখা যাবে। ছবি আপলোড করার সময় অবশ্যই মনে রাখতে হবে এখানে কোনো পারসোনাল ছবি আপলোড করা যাবে না। যেমন নিজের ছবি, বন্ধুর ছবি ইত্যাদি। শুধু প্রাকৃতিক দৃশ্য, স্কুল কলেজ, হাসপাতাল, রাস্তা, সেতু, কোনো ভালো নির্মাণ ইত্যাদি।

তৈরী করুন নিজের Font

আমরা যারা বাংলা কম্পিউটিং করতে আগ্রহী তাদের কাছে ফ্রন্ট মুল বিষয় ।বাংলায় অনেক ফ্রন্ট বিনামূল্যে পাওয়া যায় তবে তা কি নিজের মতো কিংবা নিজে হাতের লেখার মতো হবে ? আমার মতো দেখতে যেমন কেউ নাই পৃথিবীতে তেমনি আমার হাতের লেখাও কারো সাথে মিলবে না ।যদি এমন হয় আমার হাতের লেখা অক্ষর গুলো কীবোর্ডের মাধ্যমে লেখা যায় তো মন্দ হতোনা।ফ্রন্ট তৈরী করার সফট টি আপনাকে সে সুযোগ করে দিবে ।এখানে কিলি্ক সফটি নামানো যাবে।আপনাকে প্রথমে কীবোর্ড লে-আউট তৈরী করতে হবে তারপর আপনার অক্ষর গুলো ডিজাইন করে সফটে ইনপুট করুন এবং মার্জিত ভাবে আপনার ডিজাইন করা অক্ষর গুলো আপনার কীবো্র্ড এর লে-আউট অনুসারে বসান

Friday 10 June 2011

গুগল সার্চ ব্যবহার করে যে কোন সফটয়্যার’রে সিরিয়াল কী খুজে বের করুন

নেট থেকে ফ্রি সফটয়্যার ডাউনলোড করে অনেকেই ব্যবহার করে থাকে কিন্তু সে গুলো বেশীর ভাগ সময় ট্রায়াল ভার্শন থাকে। নিদিষ্ট সময় শেষ হবার পর ডাউনলোড করা সফটয়্যার’টি এক্টিভেট রাখার জন্য সিরিয়াল কী’র প্রয়োজন হয়। পড়তে হয় মহা জামেলায়। এবার গুগল সার্চ ইন্জিন ব্যবহার করে আপনি সহজেই খুজে বের করতে পারবেন আপনার ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সফটয়্যার’টির crack, Serial No, Keygen, Patch…. ইত্যাদি।
গুগল ব্যবহার করে সিরিয়াল কী খুজে বের করতে প্রথমে গুগল.কম এর সার্চে যান।

দুই ক্লিকেই কম্পিউটার চালু

সাধারণত কম্পিউটারের সুইচ চেপে কমিপউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del কি চেপে Bios-এ প্রবেশ করুন।

Thursday 9 June 2011

উদ্ধার করুন চুরি যাওয়া ই-মেইল ঠিকানা

আজকাল ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড চুরি বা হ্যাকড হওয়ার কথা প্রায়ই শোনা যায়। যাঁরা হ্যাকিংয়ের শিকার হয়েছেন তাঁদের ভালোই জানা আছে তখন কী দুর্ভোগ পোহাতে হয়। তবে স্বস্তির কথা হলো ই-মেইল ঠিকানা চুরি হয়ে গেলে সেটা উদ্ধার করা যায়। ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুতে ঢোকার সময় যখন ‘লগ-ইন’ করতে পারবেন না, তখন লগইনের নিচে I can’t access my account-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My password doesn’t work নির্বাচন করে Next-এ ক্লিক করুন। এরপর My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা (আইডি) লিখে Enter the code shown বক্সে নিচের সংকেতগুলো লিখে Next-এ ক্লিক করুন।

হাইবারনেট সক্রিয় করা

উইন্ডোজ এক্সপি বা ভিসতায় অনেক সময় হাইবারনেট অপশনটি থাকে না। তবে Control Panel> Power Options এর Hibernate ট্যাবে গিয়ে হাইবারনেট সক্রিয় বা নিষ্ক্রিয় করা যায়। কমান্ড প্রম্পট থেকে সহজেই হাইবারনেট সক্রিয় বা নিষ্ক্রিয় করতে Window Key+r (Start>Run) চেপে (রানে গিয়ে) cmd লিখে এন্টার করে কমান্ড প্রম্পটে powercfg/hibernate on লিখে বা powercfg-h on লিখে এন্টার করলে হাইবারনেট সক্রিয় হবে।

ফাইল/ফোল্ডার ডিলিট বা সরাতে সমস্যা হলে

বিভিন্ন কারণে ফাইল বা ফোল্ডার ডিলিট, মুভ, রিনেম করা যায় না। এসবের মূল কারণ হচ্ছে ওই ফাইল বা ফোল্ডারটি কোনো চলতি প্রোগ্রামে ব্যবহৃত হচ্ছে। এ সমস্যা থেকে মুক্তির সবচেয়ে ভালো সফটওয়্যার হচ্ছে আনলকার। ১ মেগাবাইটের মতো ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.ccollomb.free.fr/unlocker/ বা www.filehippo.com/download_unlocker/ থেকে ডাউনলোড করা যাবে।

সফটওয়্যার ছাড়াই ফোল্ডারে পাসওয়ার্ড

ফোল্ডারে পাসওয়ার্ড বা গোপন নম্বর দেয়ার জন্য এখন প্রয়োজন হবে না কোন সফটওয়্যারের। আর সফটওয়্যার ছাড়া এ কাজটি করতে হলে বাছাইকৃত ফোল্ডারটির ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন। এবার Send to অপশনে গিয়ে Compressed (Zipped folder) folder-এ ক্লিক করুন। ফলে ফোল্ডারটি Zip Folder-এ রূপান্তরিত হবে।

Tuesday 7 June 2011

অটোরান বন্ধ করুন

ডেটা স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় পেনড্রাইভ। কম্পিউটারে ভাইরাস ছড়ানোর জন্যও দায়ী পেনড্রাইভ। ডেটা স্থানান্তরের জন্য যখন কম্পিউটারে পেনড্রাইভ যুক্ত করা হয়, তখন অনেক সময় পেনড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে (অটোরান) খুলে যায় এবং পেনড্রাইভে ভাইরাস থাকলে তা কম্পিউটারে ছড়িয়ে পড়ে।  পেনড্রাইভের অটোপ্লে বা অটোরান বন্ধ করার জন্য প্রথমে Start মেনু থেকে Run-এ ক্লিক করে gpedit.msc লিখে Ok-তে ক্লিক করুন।

Monday 6 June 2011

ছবি শেয়ারের সুবিধা চালু করছে টুইটার

১৪০ অক্ষরের মধ্যে আর সীমাবদ্ধ থাকতে চাইছে না টুইটার৷ এবার তাই ছবি শেয়ারের সুবিধা চালু হচ্ছে এই মাইক্রো ব্লগিং সাইটটিতে৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সুবিধা পৌঁছে যাবে টুইটার ব্যবহারকারীদের প্রোফাইলে৷ টুইটার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডিক কস্টলো বুধবার সংস্থাটির নতুন সেবার কথা ঘোষণা করেন৷ তিনি জানিয়েছেন, শুরুতে ব্যবহারকারীরা টুইটার ওয়েবসাইট থেকে ছবি শেয়ার করতে পারবে৷

যাচাই করে নিন আপনার এন্টিভাইরাস কাজ করছে কিনা

পিসি’কে নিরাপদ রাখতে আমারা অনেকেই অনেক ধরনের এন্টিভাইরাস ব্যাবহার করে থাকি। কোন’টি ভালো কোন’টি মন্দ তা নিয়ে অনেক মতভেদ আছে। এখন ছোট্ট একটি টিকস্ দ্বারা যাচাই করুন আসলেই আপনার এন্টি ভাইরাস কতটা ভালো এবং সেটি কতটা কার্যকরী।এন্টিভাইরাস কাজ করছে কি/না তা পরীক্ষা করার জন্য প্রথমে

কম্পিউটার থেকে হারিয়ে যাওয়া হার্ডওয়্যার ড্রাইভার সহজেই খুজে বের করুন নেট থেকে

সাধারনত নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করার কিছু দিন হয়তো দেখা যায় আপনার সিস্টেম থেকে হার্ডওয়্যার ড্রাইভ উদাও, ড্রাইভারটি কোনভাবে কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে !!! সমস্যা নেই এবার ইন্টারনেট থেকে খুজে বের করতে পারবেন আপনার কম্পিউটার থেকে হারিয়ে হাওয়া হার্ডওয়্যার ড্রাইভার।

Saturday 4 June 2011

আসছে ইন্টারনেট এক্সপ্লোরার ১০

ইন্টারনেট এক্সপ্লোরার [আইই] ৯ অবমুক্তির এক মাসের মাথায় এই ওয়েব ব্রাউজারের পরবর্তী সংস্করণ ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত ওয়েব এবং ফোন ডেভেলপারদের বার্ষিক শীর্ষ সম্মেলন ‘মিক্স-১১’ এ মাইক্রোসফট আইই ১০ এর পরিকল্পনা উপস্থাপন করে। আইই-৯ এর পূর্ণ সংস্করণ মুক্তি পাওয়ার এক মাসের মধ্যেই আইই-১০-প্রাক প্রর্দশন হলো।

বিনামূল্যে ফেসবুক ব্যবহারের দিন ফুরাচ্ছে!

জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য খবরটি হতাশার। দ্রুতই ফুরিয়ে আসছে বিনামূল্যে ফেসবুক ব্যবহারের দিন। চাইলেই ফেসবুকে ছবিটি তুলে দেওয়া, মন্তব্য লেখা, এটা সেটা পোস্ট করার সুযোগ আর বোধ হয় বেশিদিন থাকছে না। সম্প্রতি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বক্তব্যে এমনটাই প্রকাশ পেয়েছে। টেকট্রি ডট কমের বরাতে আরো জানা গেছে-জুকারবার্গ ইঙ্গিত দিয়েছেন, এ সাইটের অ্যাকাউন্টধারীরা নির্ধারিত মুল্য পরিশোধের বিনিময়ে ফেসবুকের সেবা উপভোগ করতে পারবে।