Wednesday 30 November 2011

অটোরান সমাধান

এখন প্রতিটি পিসিতে অটোভাইরাস দেখা যাই।রাইট ক্লিক করলে অটো লেখা আসে।ডাবল ক্লিক করলে ওপেন হইনা ।যা নিয়ে ব্যবহারকারীরা অনেক সমস্যাই পড়েন।বেশি কথা নাবলে কিভাবে তা দূর করবেন তার টিপসটি জেনে নিন।

ডবল ক্লিক করে ড্রাইভ না খুললে করনীয়

ভাইরাসের কারনে অনেক সময় কম্পিউটারের ড্রাইভে দুইবার ক্লিক করলে ড্রাইভ না খুলে অটোরান মেনু আসে। কিন্তু ভাইরাস স্ক্যান করলেও এটি ধরা পরে না। মূলত ড্রাইভে একটি অটোরান ফাইল তৈরী হয় ফলে দুইবার ক্লিক করলে অটোরান হয়। আপনি যদি ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে প্রোপার্টিসে ক্লিক করেন তাহলে দেখবেন ওপেন এর উপরে হিজিবিজি লেখা। এ সমস্যা থেকে মুক্তি পেতে উক্ত ড্রাইভের অটোরান ফাইলটি মুছে দিলেই হবে।

Sunday 13 November 2011

উইন্ডোজের পাসওয়ার্ড ভুললে করণীয়


আমরা কম্পিউটারের নিরাত্ত্বার জন্য উইন্ডোজ বা বাোস পাসওার্ড ব্যবহার করে থাকি। আর যদি কখনও পাসওার্ড ভুলে যাতাহলে আমাদের করণীকি তা নির্ধারণ করতে পারি না। অনেক সমনতুন করে উইন্ডোজ ইনষ্টল করতে হ। কিন্তু সেক্ষেত্রে তথ্য হারাতে হতে পারে কিংবা অনেক প্রোজনীইনষ্টল করা প্রোগ্রাম থাকবে না যা হইতো ব্যাকআপে নেই। সেক্ষেত্রে আপনাকে পুরানো উইন্ডোজই পেতে হবে যেকোন উপাে।

দ্রুত চালু করা My Computer

আমাদের অনেকের PC তে My Compute চালু হতে একটু সময় নেয়। আমরা অনেকেই Computer এ Network Drive ব্যবহার করি না। আর ব্যবহার করলেও তা My computer এ Show করাই না। আবার আমাদের অনেকের Remote Registry দরকার হয় না।  নিচের দুটি পদ্ধতি দুটো Apply করলে আশা করি আপনার My computer টি আরো দ্রুত চালু হবে।

Friday 4 November 2011

আপনার পি,সি নিরাপদে রাখুন

Console root এর মাধ্যমে আপনার কম্পিউটারকে আপনি অনেক বেশী রকম নিরাপদ করতে পারেন।যেমন সিডি রম ব্যবহার করতে না দেওয়া,সফটওয়্যার সেট্ আপ করতে না দেওয়া বা control panel দেখতে না দেওয়া।এ রকম অনেক কিছুই করা সম্ভব।প্রথমে রান অপসনে আসুন (winkey+R অথবা start>Run)এবার “mmc” টাইপ করে  ok করুন। Console1 নামে একটি উইন্ডো আসবে, এইবার ফাইল অপসনে click করে “add/removed snap in..” এ click করতেই তা খুলবে এবার এড্ বোটামে কিলিক করুন।

Wednesday 2 November 2011

বিনোদন নিয়ে হাজির হচ্ছে ইউটিউব

ভার্চুয়াল দুনিয়াকে আলাড়িত করতে নিজস্ব বিনোদনধর্মী অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। ইন্টারনেট ব্যবহারকারীদের বিনোদিত করতে চালু করতে যাচ্ছে শতাধিক ভিডিও চ্যানেল। নভেম্বর মাসেই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবে বেশিরভাগ চ্যানেল। চ্যানেলগুলো প্রতিদিন ২৫ ঘণ্টারও বেশি ভিডিও সম্প্রচার করবে। সেই সঙ্গে চালু হবে অনেক অনলাইন সিরিজও। শীর্ষ ইন্টারনেটসেবা প্রতিষ্ঠান গুগল করপোরেশনের মালিকানাধীন ইউটিউব এক  ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

মাউসের কাজ কি-বোর্ড দিয়ে

মাউস কোনো কারণে নষ্ট হয়ে গেলে কি-বোর্ড ব্যবহার করে মাউসের কাজ সারতে পারেন। এ জন্য Control Panel থেকে Accessibility Option-এ যেতে হবে। এরপর যে ডায়ালগ বক্স আসবে, সেখানে Mouse-এ ক্লিক করতে হবে।