Tuesday 21 May 2013

দ্রুত গতিতে তথ্য স্থানান্তর প্রযুক্তি ‘থান্ডারবোল্ট’

দ্রুততর গতিতে তথ্য স্থানান্তরে থান্ডারবোল্ট প্রযুক্তির উন্নয়ন করেছে ইনটেল। ৮ এপ্রিল ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই পরবর্তী প্রজন্মের থান্ডারবোল্ট প্রযুক্তি উন্মুক্ত করবে তারা। এ প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে ২০ গিগা বিট গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব হবে।

Sunday 19 May 2013

অ্যান্টিভাইরাস: কার জন্য কোনটা?

আপনাদের জন্য নিয়ে এলাম  নানান অ্যান্টিভাইরাস এর খবর । দেখে শুনে আপনার পিসি বা অন্যকোন ডিভাইছ এ ভাল অ্যান্টিভাইরাস  ব্যবহার করুন ।
কম্পিউটার ব্যবহার করছেন আর ভাইরাসে নাকানিচুবানি খাননি এমন ব্যবহারকারী কাউকে চেনেন নাকি? উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এ সমস্যা নতুন নয়।

হ্যাকার থেকে নিরাপদ থাকবেন কীভাবে?

ফেসবুক, ই-মেইল, টুইটারের মতো সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয় পাসওয়ার্ড। আর ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহারে অন্তত একটি অংশ শেয়ার। অনেকের মেইলেই প্রতিদিন জানা-অজানা ঠিকানা থেকে আসে নানারকম মেইল, কৌতূহলের বশে খুলেও দেখেন অনেকে।