Friday 21 February 2014

ডিস্ক ফরমাটের প্রকার

কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হলে একপর্যায়ে হার্ডডিস্ক ড্রাইভের পার্টিশন তৈরি করে সেটি ফরম্যাট করে নিতে হয়। ফরম্যাট দুই ধরনের হয়ে থাকে—কুইক ও ফুল ফরম্যাট। যদিও উইন্ডোজ ৭ ও ৮ অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় আগে থেকেই কুইক ফরম্যাট নির্ধারণ করে দেওয়া থাকে। উইন্ডোজ এক্সপি বা নিচের দিকের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে একপর্যায়ে হার্ডডিস্ক ড্রাইভের পার্টিশন তৈরি করে, সেটি ফরম্যাট করে নিতে হয়।

Thursday 13 February 2014

পাসওয়ার্ডে গন্ধ?

কম্পিউটারের সামনে গেলেন আর আপনার গায়ের গন্ধ টের পেয়েই খুলে গেল তা। সাই-ফাই গল্প নয়, গবেষকেরা দাবি করছেন গন্ধও পাসওয়ার্ড হতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।  সাইবার দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবস্থা শক্তিশালী হওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Tuesday 11 February 2014

আপনার ফটোকে সুন্দর করতে ব্যবহার করুন

বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি ফটো এডিটিং সফটওয়্যার আশাকরি আপনাদের কাজে আসবে । আমার এই পোস্ট পড়ার পর অনেকে ভাববেন এটা তো ফটোশপ দিয়েই করা যাই । আমি তাদের কে বলবো সেটা আমিও জানি ফটোশপ দিয়ে ফটো বিষয়ে সব কিছু করা যাই কিন্তু তার জন্য আপনাকে হতে হবে ভাল অভিজ্ঞ , কিন্তু আমরা সেরকম অভিজ্ঞ না হবার কারনে নিজের ফটোকে ঠিক ভাবে এডিট করতে পারি না । তাই আজকে আপনাদের জন্য মাত্র ৪ এমবি এর সফটওয়্যার নিয়ে এলাম ।