Thursday 22 August 2013

কথা বলুন বিনা মূল্যে

হাল আমলে অনেকের হাতেই দেখা যায় স্মার্টফোন। ইন্টারনেট আর স্মার্টফোন থাকলে পুরো বিশ্বই হাতের মুঠোয় চলে আসে মুহূর্তেই। শুধু কথা বলা আর এসএমএস পাঠানোর বাইরেও যে অনেক কিছু করা যায়, হাতের ফোনটি দিয়ে সেটি এখন প্রমাণিত। আর নানা ধরনের কাজকে সহজ করতে রয়েছে লাখো অ্যাপ্লিকেশনস বা অ্যাপস।

আর নয় ভাইরাসের বিড়ম্বনা

কম্পিউটার ভাইরাস নিয়ে ব্যবহারকারীর বিড়ম্বনার যেমন শেষ নেই, তেমনি তাকে প্রতিহত করার নানা উপায় সদা খুঁজে ফেরে সবাই। রিমুভেল ড্রাইভ (পেনড্রাইভ, মেমোরি কার্ড) দিয়ে তথ্যবিনিময়ে কম্পিউটার সবচেয়ে বেশি ভাইরাসের কবলে পড়ে। ভাইরাসকে একেবারে নির্মূল করা সম্ভব নয়। তবে কিছু কৌশল অবলম্বন করে আংশিক উত্তরণ পাওয়া যাবে।

Sunday 18 August 2013

বন্ধ বা ব্লক থাকা ওয়েবসাইট দেখা

প্রয়োজনীয় ওয়েবসাইট যে কোনো কারণে বন্ধ থাকতে পারে। তবে ইচ্ছে করলে বন্ধ থাকা প্রয়োজনীয় সাইটটিতে প্রবেশ করা যায়। এ জন্য রয়েছে বিভিন্ন প্রক্সি সাইট, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তবে বন্ধ থাকা ওয়েবসাইট দেখার সবচেয়ে সহজ এবং নিশ্চিত পদ্ধতি হচ্ছে টর প্রজেক্টের টর ব্রাউজার ব্যবহার।

Monday 5 August 2013

নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে। অনেক সময় ভাইরাসের কারণে এই অপশনটি হারিয়ে যায়। এ রকম হলে Start/Run-এ গিয়ে rundll32 shell32.dll, Control_RunDLL hotplug.dll লিখে এন্টার চাপুন। এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারণ করার জন্য Safely remove অপশনটি পাবেন।

ফ্রী এস.এম.এস পাঠান... যত খুশি!

এস.এম.এস পাঠাতে কেন অঝথা টাকা খরচ করবেন? নিচের লিংক-গুলো তে ডুকে ইচ্ছমতো এস.এম.এস পাঠান। কোন টাকা ছাড়া। একদম ফ্রী। শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।  আপনার মোবাইলে অপেরা মিনি থাকলে মোবাইল থেকেও পাঠাতে পারবেন।