Tuesday 17 February 2015

বিপদ যখন হার্ডডিস্কের ভেতরেই

হার্ডডিস্কের ভেতরেই কৌশলে লুকানো থাকছে গোপন সফটওয়্যার, যা ব্যবহারকারীর কম্পিউটারের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরে রাখছে। রাশিয়ার নিরাপত্তা পণ্য নির্মাতা ক্যাসপারস্কির দাবি, এর পেছনে রয়েছে মার্কিন গোয়েন্দাদের হাত। এ ধরনের নজরদারির সফটওয়্যারের কবলে যে ৩০টি দেশের নাম এসেছে তার মধ্যে রয়েছে বাংলাদেশেরও নাম।

সামনে ডিজিটাল অন্ধকারের জগৎ!

কম্পিউটারে সংরক্ষিত সব তথ্য ও ছবি একদিন হারিয়ে যাবে। কারণ, এখনকার হার্ডওয়্যার ও সফটওয়্যার একসময় অচল বা লুপ্ত হয়ে যাবে। সম্প্রতি এই আশঙ্কার কথা জানালেন আধুনিক ইন্টারনেটের জনক ভিন্ট সার্ফ।

Monday 16 February 2015

উইন্ডোজে চলবে অ্যান্ড্রয়েডের সব অ্যাপ!



অ্যান্ড্রয়েডকে টেক্কা দিতে বিস্তর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফটের উইন্ডোজের নতুন সংস্করণ যদি অ্যান্ড্রয়েডকে টেক্কা দিতে না পারে, তবে বিশেষ কয়েকটি পরিকল্পনা নিয়ে এগোবে প্রতিষ্ঠানটি।

Monday 9 February 2015

মোবাইলে বিনামূল্যে ব্যবহার করুন ফেসবুক!

বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক আমাদের কাছের-দূরের সব মানুষের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করে। প্রথম দিকে লোকজন শখের বশে কিংবা স্রেফ সময় কাটানোর জন্য ফেসবুকে একাউন্ট খুললেও ধীরে ধীরে সেবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু অনেকেই ইন্টারনেট বিলের কারণে ফেসবুক ব্যবহারে বাধার সম্মুখীন হয়ে থাকেন।

Saturday 7 February 2015

সাইনআউটের পরও ডেটা নেবে ফেইসবুক

লগ আউট করার পরও ইন্টারনেটে ব্যবহারকারীর সব কর্মকাণ্ড সম্পর্কে ডেটা সংগ্রহ করবে ফেইসবুক। শীর্ষ সোশাল মিডিয়াটির নতুন এই প্রাইভেসি পলিসিতে ব্যবহারকারীরা ‘সাইন আপ’ করছেন স্বয়ংক্রিয়ভাবে। এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেট জানিয়েছে, ব্যবহারকারীর প্রোফাইল থেকে ডেটা সংগ্রহের পাশাপাশি এখন সাইট থেকে লগ-আউটের পরও ইন্টারনেটে অন্যান্য সব কর্মকাণ্ডের ডেটা সংগ্রহ করবে ফেইসবুক।

Sunday 1 February 2015

ক্লিকেই সর্বনাশ!

ফেসবুকে কোনো পর্নো ভিডিওর লিংক দেখলেই তাতে সঙ্গে সঙ্গে ক্লিক করে বসবেন না। ভিডিওর লিংকটি যতই সাম্প্রতিককালের বলে দাবি করা হোক বা চিত্তাকর্ষক ভাষা ব্যবহার করা হোক তাতে প্রলুব্ধ হবেন না। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকে পর্নোসংশ্লিষ্ট এ ধরনের লিংকে ক্লিক করার লোভ সংবরণ করতে পারলে বড় ধরনের বিপদ থেকে বেঁচে যেতে পারেন। নতুবা আপনাকে লজ্জায় পড়তে হবে।