Wednesday 24 June 2015

Everything দিয়ে মুহুর্তে খুজে বের করুন কম্পিউটার এর যেকোনো ফাইল


কম্পিউটার চালাতে গিয়ে অনেক সময় ফাইল খুজে বের করার দকার পরে । কিন্তু তা এক্সপ্লোর করে বের করতে অনেক সময় লাগে । আবার যারা  Windows ব্যাভার করেন , তারা Windows এর ডিফল্ট সার্চ সিস্টেম ব্যাবহার করেন যা কিনা খুবই স্লো এবং অনেক সময় নেয় ।
আজ দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার এর যেকোনো ফাইল এক মুহুর্তেরও কম সময় এ খুজে বের করবেন ।

Tuesday 23 June 2015

উইন্ডোজ ১০ ফ্রি পাবেন যেভাবে

উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণটি বিনা মূল্যে হালনাগাদের সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট। শর্ত হচ্ছে, যাঁরা উইন্ডোজ ১০ এর প্রিভিউ সংস্করণটি পরীক্ষা করবেন কেবল তাঁরাই বিনা মূল্যে উইন্ডোজ ১০ পাবেন। এটা মনে রাখতে হবে যে যাঁরা আসল উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তাঁরাই কেবল এই হালনাগাদ পাবেন।

Sunday 14 June 2015

পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

অনেকে মানুষকেই দেখা যায় যারা কোন কিছু খুব বেশি সময় মনে রাখতে পারেন না। আবার অনেকে এই ধরণের মানুষ না হয়েও অনেক সময় গুরুত্বপূর্ণ কোন তথ্য মনে থাকে না্। আর যারা ফেসবুক, ই-মেইল, কিংবা টুইটার ব্যবহার করে থাকেন তারা অনেক সময় এগুলোর পাসওয়ার্ড ভুলে যায়। এর ফলে আর অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন না। আজকে আমরা শুধু ই-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন, তার সমাধান বলে দিচ্ছি।  

পিসিতেও ব্যবহার করুন ফ্রি ইন্টারনেট

আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে জুকারবার্গের ফ্রি ইন্টারনেট internet.org। এটা মোবাইলে ব্যবহার করা যায়। কিন্তু পিসিতে ব্যবহার করা যায় না। আজ আমি আপনাদেরকে শিখাবো কীভাবে পিসি দিয়েও এটা ব্যবহার করা যায়।

Sunday 7 June 2015

ব্যাটারির শক্তি বাড়ান ৮০০ ভাগ


যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান দাবী করছে তারা এমন একটি ডিভাইস আবিষ্কার করে যা ডিসপজেবল ব্যাটারির আয়ু ৮শ গুণ বাড়িয়ে দেবে। এই ডিভাইসটি ব্যবহারের ফলে নিঃশেষ হওয়া ব্যাটারির ভোল্টেজকে দীর্ঘক্ষণ ধরে রাখবে। ফলে এটি দীর্ঘক্ষণ শক্তি উৎপাদন করতে সক্ষম হবে।