Friday 20 January 2017

ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ টিপস

গোটা বিশ্বে সব থেকে শক্তিশালী সোশ্যাল মাধ্যম ফেসবুক। প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। মাধ্যমটিতে অনেকেই সারাদিন সময় কাটান। তারপরও ফেসবুকের অনেক ফিচার সম্পর্কে তারা জানেন না। আসুন জেনে নেওয়া যাক ফেসবুকের দারুণ কিছু ফিচার টিপস-

Sunday 15 January 2017

যা করবেন পেনড্রাইভ ফরম্যাট না হলে

অনেক সময় স্বাভাবিকভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। ভাইরাস বা অন্য কোনো কারণে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে ফরম্যাট করার চেষ্টা করেন। তবে কোনো সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করা সম্ভব।

ভুল মেসেজও ফেরানো যাবে হোয়াটসঅ্যাপে


হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে কোনমেসেজ পাঠিয়ে ফেলতেই পারেন। তারপর অপ্রস্তুত হয়ে পড়েবেন এটাই স্বাভাবিক। তবে কি হতে পারে ভাবতে পারেন? আপনার সমস্যা বুঝতে পেরেছে ফেসবুকের এই মেসেজ সার্ভিস। তাই এবার থেকে ইউজারদের জন্য সেন্ট মেসেজ রিকল ও এডিট করার সুবিধা নিয়ে আসছে তারা।

Thursday 12 January 2017

ফেসবুক স্মার্টফোনের শত্রু



ফেসবুক দ্রুত চার্জ শেষ করে।স্মার্টফোনের ব্যাটারি শেষ হচ্ছে দ্রুত? বরাবরের মতোই ফেসবুককে দায়ী করতে পারেন। স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ করে ফেসবুক অ্যাপ। সম্প্রতি অ্যাভাস্ট সফটওয়্যার কর্তৃপক্ষ নতুন এক গবেষণায় এসব তথ্য পেয়েছে। ওই গবেষণায় অ্যাপ ব্যবহারের ফলে স্মার্টফোনের ব্যাটারির নেতিবাচক পারফরম্যান্স বিবেচনায় শীর্ষে রয়েছে ফেসবুক।

Monday 9 January 2017

ভুলে গেলেও খোলা যাবে প্যাটার্ন লক

মোবাইলের সুরক্ষার্থে অনেকেই প্যাটার্ন লক করেন। স্মার্টফোনে সাধারণত প্যাটার্ন লকিং এবং পাসওয়ার্ড লকিং-এর সাহায্যেই ফোন লক করেন সবাই। কিন্তু কোনও কারণে সেট করা লকিং প্যাটার্ন কিংবা পাসওয়ার্ডটি ভুলে গেলেই কাজ হয়ে গেল। কারণ সে ক্ষেত্রে নিজের মোবাইল নিজেই আর ব্যবহার করতে পারবেন না আপনি।

Saturday 7 January 2017

হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্য!


জেনে নিন ফোন খোয়া গেলেও কী ভাবে সুরক্ষিত রাখবেন আপনার ব্যক্তিগত তথ্য।
-অ্যানড্রয়েড স্মার্টফোনে থাকে ফোন ট্র্যাক করার সুবিধা। তবে অনেকেই এই সুবিধা সম্পর্কে অবগত না হওয়ার কারণে ফোন খোয়া গেলেও তা খুঁজে পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
-অ্যানড্রয়েড স্মার্টফোনের গুগল অপারেটিং সিস্টেমেই থাকে এই ট্র্যাকার অপশন।

Sunday 1 January 2017

২০১৬ সেরা প্রযুক্তিপণ্য


 প্রতিনিয়ত প্রযুক্তি বদলায়। নতুন কিছু যোগ হয়। তবে এর মধ্যে এমন কিছু প্রযুক্তি আসে, যা যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতা পাল্টে দেয়। বছর শেষে এমনই কিছু যন্ত্রের উল্লেখ থাকছে এখানে। সূত্র: মিরর, এনগেজেট, গিজমোডো
সেরা ডিজিটাল সহকারী: গুগল হোম
হয়তো আমাজন ইকোর সাফল্যে অনুপ্রাণিত হয়েই কৃত্রিম বুদ্ধিমত্তার ডিজিটাল সহকারী কাম স্পিকার ‘গুগল হোম’ বাজারে ছেড়েছে সার্চ ইঞ্জিনভিত্তিক প্রতিষ্ঠানটি।