Thursday 14 November 2013

দ্রুত কিছু কাজ করুন ওয়ার্ডে

লেখালেখির কাজে মাইক্রোসফট ওয়ার্ডে কি-বোর্ড শর্টকাট ব্যবহার বেশ সুবিধাজনক। অপ্রচলিত কিছু শর্টকাটে অনেক দরকারি কাজ দ্রুত করা যায়।
দ্রুত লেখা নির্বাচন : কোনো প্যারাগ্রাফের যেকোনো জায়গায় পর পর তিনবার ক্লিক করে এর পুরোটাই নির্বাচন করা যায়। আবার Ctrl চেপে বাক্যের যেকোনো ক্লিক করলে পুরো প্যারা নির্বাচন করা যাবে। একাধিক লাইনে আয়তাকারে লেখার ব্লক নির্বাচনের জন্য Alt বাটন চেপে ধরে মাউস টেনে তা করা যাবে।

Friday 8 November 2013

ইশারা বদলে যাবে কথায় !

আপনি শুধু ইশারাই করবেন আর আপনার যন্ত্রটি সে ইশারা বুঝে তা রূপান্তর করবে কথায় আবার আপনার কথাকে ইশারাতেও বুঝিয়ে দিতে পারবে। সম্প্রতি এমনই একটি যন্ত্র তৈরি করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ যন্ত্রটি শ্রবণ-প্রতিবন্ধী ও দৃষ্টিহীনদের ক্ষেত্রে কাজে লাগবে।

বাংলাদেশে আসছে না পেপল

অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপল বাংলাদেশের তাদের কার্যক্রম শুরু করছে না। বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় দূর্বলতার কারণে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে পেপল। পেপলের এই সিদ্ধান্তের কারণে বিদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করা বাংলাদেশের ৫০ হাজার ফ্রি ল্যান্সারের আর্থিক লেনদেনের জটিলতার বিষয়টি অমীমাংসিত রয়ে গেল।

Friday 1 November 2013

আসছে কম্পিউটার ঠান্ডা রাখার নতুন পদ্ধতি

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমের গবেষকেরা কম্পিউটার চিপকে কম শক্তিতে চলার উপযোগী ও শীতলীকরণ প্রক্রিয়ার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকেরা বলেন, কম্পিউটারের ক্ষুদ্র চিপের শক্তি যত বাড়ছে কম্পিউটার তত বেশি শক্তিশালী হচ্ছে। তবে, সমস্যা হচ্ছে এখনকার কম্পিউটার চিপ যথেষ্ট শক্তিশালী হলেও এখনও যথেষ্ট কম শক্তিতে চলার উপযোগী নয়।