Monday 28 December 2015

পুরানো ফোন থেকে সিকিউরিটি ক্যামেরা

নতুন স্মার্টফোন কেনার পর পুরানো ফোনটি ব্যবহার করা যেতে পারে ঘরের সিকিউরিটি ক্যামেরা হিসেবে। এক্ষেত্রে সিকিউরিটি ক্যামেরা অ্যাপ্লিকেশন এর মাধ্যমেই ফেলা রাখা পুরোনো ফোনগুলোকে সিকিউরিটি ক্যামরা হিসেবে ব্যবহার করা যাবে এবং যেকোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

Sunday 27 December 2015

৬ উপায়ে বাড়িয়ে নিন ফোনের মেমোরি

স্মার্টফোনে মেমোরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কাজ করার জন্য মেমোরি যেমন দরকার, তেমনি স্মার্টফোনে করা কাজ গুলো সংরক্ষণ করে রাখার জন্যও মেমোরি দরকার হয়। আর যাদের অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ নেই তাদের জন্য বিল্ট ইন মেমোরিকে সঠিকভাবে ব্যবহার করা উচিত।

Saturday 19 December 2015

প্রফেশনাল গ্রাফিক্সের কাজ এবার মোবাইলে

মোবাইলে গ্রাফিক্স এর কাজ করবার জন্যে মার্কিন সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি ইনকর্পোরেটেড নিয়ে এলো নতুন এক অ্যাপ ‘অ্যাডোবি পোস্ট'। প্রযুক্তি বিষয়ক সাইট 'টেকক্রাঞ্চ' থেকে জানা গিয়েছে, মোবাইলে গ্রাফিক্সের কাজ আরও সহজ করবার জন্যে অ্যাডোবি ইনকর্পোরেটেড সংস্থাটি এই নতুন অ্যাপ বাজারে নিয়ে এসেছে।

Thursday 17 December 2015

যা করবেন মোবাইল ফোন ‘হ্যাং’ করলে

মোবাইল ফোনের ওপর মানুষের নির্ভরতা এতটাই বেড়েছে যে, এখন এই যন্ত্র ছাড়া কেউ এক দিন পার করার চিন্তাও করতে পারেন না। মোবাইল ফোন যদি কিছুক্ষণ ঠিকমতো কাজ না করে, এতে অনেকে অধৈর্য হয়ে পড়েন। মোবাইল ফোন একটানা ব্যবহার করতে করতে কখনো তা ‘হ্যাং’ বা অচল হয়ে যেতে পারে। সাধারণত বিভিন্ন অ্যাপ্লিকেশন, গেম ও ভিডিও মেমোরি ফোনের অনেক জায়গা দখল করে নিলে মোবাইল ফোন ‘হ্যাং’ হতে শুরু করে।

Monday 14 December 2015

চাবি ছাড়াই খুলবে তালা!

অনিচ্ছাকৃতভাবে তালার চাবি হারিয়ে গেলে ভোগান্তির আর শেষ থাকে না। তবে এবার নিশ্চিন্তে চাবির কথা ভুলে যেতে পারেন। কারণ তালা খুলতে চাবির-ই তো প্রয়োজন পড়বে না। হাতের স্মার্টফোন দিয়েই খোলা যাবে তালা!

Sunday 13 December 2015

কি-বোর্ডের বোতাম নষ্ট হলে যা করবেন

অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক বোতাম নষ্ট হয়ে যেতে পারে। তখন অনেক সমস্যায় পড়তে হয়। যেমন: কারও ই-মেইল ঠিকানা বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কিবোর্ডের a বাটনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি-বোর্ড থেকে a লেখা যায় না। তখন অনেক সমস্যা হয়।

Thursday 10 December 2015

ফোনে থাকছে না মজিলা ফায়ার ফক্স

জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্সের অ্যাপ স্মার্টফোনের জন্য আর থাকছে না। মজিলা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে মোজিলার  ডেভেলপার সম্মেলনে স্মার্টফোন অপারেটিং সিস্টেম ‘ফায়ারফক্স ওএস’ তৈরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

Wednesday 9 December 2015

মোবাইল থেকে স্ক্যান, জেনে নিন কী ভাবে করবেন


বই হোক বা জরুরি কাগজপত্র, মাঝে মধ্যেই দরকার পড়ে চট করে স্ক্যান করে নেওয়ার। কিন্তু তার জন্য স্ক্যানার কিনতে গেলে গচ্ছা দিতে হয় অনেকগুলো টাকা। অবশ্য চটজলদি সমাধানও রয়েছে। আপনার স্মার্টফোন বা ট্যাবলেট থেকেই করে নিতে পারবেন ঝকঝকে স্ক্যান।

Tuesday 8 December 2015

এটিএমের পিন নম্বর চার সংখ্যার কেন?

কখনো ভেবেছেন আমার, আপনার এটিএমের পিন নম্বর বা পাসওয়ার্ড সাধারণত চার সংখ্যার হয় কেন? কেননা, এটিএম কার্ড হারিয়ে অন্য কারো হাতে পড়লে তো বিপদ হতেই পারে। সেক্ষেত্রে পিন নম্বর মিলিয়ে দিতে পারলেই তো আপনার অ্যাকাউন্ট পুরো ফাঁকা গড়ের মাঠ হয়ে যাবে।

Monday 7 December 2015

পেপালের বিকল্প পেইজা

পেপাল না আসা পর্যন্ত পেইজা বাংলাদেশে পেপালের বিকল্প হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আজ রাজধানীর রাওয়া ঈগল কনভেনশন হলে ‘এমপাওয়ারিং ই-কমার্স থ্রু অনলাইন পেমেন্ট সার্ভিসেস ইন বাংলাদেশ’

Saturday 28 November 2015

মোবাইল ফোনের বিচিত্র তথ্য

 মোবাইল ফোন ছাড়া একটা পুরো দিন শেষ কবে কাটিয়েছেন? যেটা ছাড়া আপনার চলেই না, সেই মোবাইল ফোন নিয়ে জেনে নিন পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য।

Monday 23 November 2015

সেলফি তুলতে ‘সেলফি হাত’

মাঝে মাঝে সবারই মনে হয় হাতটা যদি একটু লম্বা হতো! আক্ষরিক অর্থে হোক আর ভাবার্থেই হোক, বড় হাতের বাড়তি সুবিধা পাওয়া যায়। অন্তত সেলফি তোলার ক্ষেত্রে। পেছনে দাড়ানো এক ডজন বন্ধুর ছবি একসঙ্গে ছবি তুলতে গিয়ে যখন হাতের মাপের চেয়ে আর উুঁচতে ক্যামেরা ধরা যায় না, তখন ও মনে হয় আহ! হাতটা যদি আরেকটু লম্বা হতো!!!

Friday 20 November 2015

পেন ড্রাইভে পুরো কম্পিউটার

পার্সোনাল কম্পিউটারের নাম শুনলে আমরা বুঝি টেবিলের উপর একটা মনিটর, পাশে অথবা টেবিলের নিচে সিপিইউ। তারপরে আছে কি-বোর্ড, মাউস, সাউন্ড ব্ক্সসহ আরও কত কি! কম্পিউটারের এই ধারণা বদলে দিতে আসে ল্যাপটপ। তারপর আসলো পাম্পটপ।

Sunday 15 November 2015

কম্পিউটার চালু হতে বেশি সময় লাগলে যা করবেন

Computerকম্পিউটার চালু হতে বেশি সময় নিলে ধরে নেওয়া যায় অনেক বেশি প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া বা ‘স্টার্টআপ আইটেম’ হিসেবে সক্রিয় হয়ে আছে। এ ব্যাপারটা খুবই সাধারণ। কম্পিউটার ব্যবহারে ধীরে ধীরে বিভিন্ন সফটওয়্যার ইনস্টলের ফলে স্টার্টআপ তালিকায় এসব ঢুকে পড়ে।

Saturday 14 November 2015

স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে ফেসবুকের বার্তা!

ফেসবুক গতকাল বৃহস্পতিবার থেকে ফ্রান্সে বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এই ফিচারটির মাধ্যমে ফেসবুকে বার্তা পাঠানো হলে তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

Tuesday 10 November 2015

টাইমলাইনে হঠাৎ পর্ন লিঙ্ক, যা করবেন

প্রযুক্তির পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর অপব্যবহারও বেড়েছে। বর্তমানে এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে প্রচুর মানুষের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যদি দেখেন আপনার কোন বন্ধু আপনাকে বলছেন আপনার অ্যাকউন্ট থেকে পর্ন লিঙ্ক পোস্ট করা হচ্ছে কী করবেন?  যেনে নিন-

Monday 9 November 2015

বিনামূল্যে ‘ওয়াইফাই’ চালু করবেন যেভাবে

এখন ঘরে বসে ইন্টারনেট ব্যবহারের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওয়াইফাই জোন তৈরি করে নেওয়া। এতে একটি সংযোগ দিয়েই একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করা যায়।

হাতই যখন কি-বোর্ড

ধরুণ হাইওয়েতে ব্যস্ত সড়কে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ মনে হলো আপনার বন্ধুকে জরুরি একটা মেসেজ পাঠাতে হবে। গাড়ির স্ট্রিয়ারিং শক্ত করে ধরে রেখেছেন। এখন উপায় কি? উপায় আছে। চোখে পড়ে নিন একটি গ্লাস আর হাতে একটা ঘড়ি।

Saturday 7 November 2015

ফেসবুক থেকে মুছে ফেলুন সার্চ ইনফো

ফেসবুকে আপনি যেটাই সার্চ করে থাকুন না কেন, আপনার যাবতীয় সার্চ তথ্য ফেসবুকে সংরক্ষিত থাকে। তবে এসব সার্চ তথ্য কেবলমাত্র আপনি দেখতে পাবেন। কিন্তু এই সার্চ তথ্য ফেসবুকে রেখে দেওয়ার অসুবিধাটা হচ্ছে, কোনো কারণে আপনার ফেসবুক অন্য কারো হাতে পড়লে, আপনার ব্যক্তিগত এসব সার্চ তথ্য অন্য কেউ সহজেই জেনে নিতে পারবে।

Wednesday 4 November 2015

মোবাইলে যেভাবে দেখবেন থ্রিডি ভিডিও

চোখের পলকেই ত্রিমাত্রিক দুনিয়ার হাতছানি। খুব কাছে। দেখা যাবে, অনুভব করা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। আর এর ব্যাপক ব্যবহার শুরু হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে। এই ত্রিমাত্রিক হেডসেট দিয়ে সিনেমা দেখা থেকে শুরু করে গেমসও খেলা যাবে। এই হেড সেট আপনি নিজেও তৈরি করতে পারবেন।

Sunday 1 November 2015

হাসি দিয়েই কম্পিউটার চালু

হাসি চিনবে কম্পিউটার। আপনার হাসিও হতে পারে অনন্য। হয়তো আপনার মতো সুন্দর হাসি কেউ হাসতে পারে না। এই হাসি দিয়েই কিন্তু ভবিষ্যতে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি।

Saturday 31 October 2015

হাতে পরা যাবে ব্যাটারি

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন ধরণের ব্যাটারির প্রোটোটাই তৈরি করেছে। এটি নমনীয় এবং পরিধানযোগ্য। ফলে স্মার্টওয়াচ, নেকলেস এবং হেডব্যান্ডের সঙ্গে এটি পরিধান করা যাবে। ফলে গ্যাজেটের ব্যাটারির আয়ু ৫০ শতাংশ বাড়বে। 

Tuesday 27 October 2015

‘সবজান্তা’ ফেইসবুক!


একজন ব্যবহারকারী তার নিজের সম্পর্কে যতটা না জানেন, ওই ব্যবহারকারীর সম্পর্কে তার চেয়েও ‘বেশি জানে’ সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুক!

Sunday 25 October 2015

এক চার্জে চলবে ৫০ দিন

ফিলিপসের ই৩১০ একটি ফিচার ফোন। বাজারে এসেছে খুব বেশিদিন হয়নি। ২০১৫ সালের জানুয়ারি মাসে বাজারে আসে এটি। ফিচার ফোনের বাজারে এটি এখনও আধিপত্য ধরে রখেছে। এই ফোনটি অন্যসব ফোনের চেয়ে খানিকটা আলাদা। আলাদা হবার মূল কারণ এটির ডিজাইন। ফোনটি দেখতে চৌকো।

Monday 19 October 2015

পাখা ছাড়াই উড়ছে মানুষ

না কোনো পাখিও না। সমুদ্রের ওপর পাখনা ছাড়াই উড়ে বেড়াচ্ছে মানুষ। তাও আবার দাঁড়িয়ে থেকেই। অ্যালেক্সেন্ডার দুরু সমুদ্রের ওপর উড়তে সাহায্য নিলেন একটি মেশিনের।

Sunday 18 October 2015

ছবি তুলে গুগলে অনুবাদ–সুবিধা

কোনো শব্দ বা বাক্যের ছবি তুললে বা তুলে দিলে এখন তা অনুবাদ করে দিতে পারবে যান্ত্রিক অনুবাদ-সুবিধা গুগল ট্রান্সলেট। এই ‘ভিজ্যুয়াল’ অনুবাদ-সুবিধা এখন পাওয়া যাবে আরবি, ইংরেজি, পর্তুগিজ, জার্মানসহ ২০টি ভাষায়। বাংলা ভাষার জন্যও এ সুবিধা চালু হয়েছে।

Saturday 17 October 2015

ইয়াহু মেইলে পাসওয়ার্ড ছাড়াই লগইন

ই-মেইল করার অভ্যাস বদলে ফেলার সময় হয়ে গেলো। এবার পাসওয়ার্ড ছাড়াই মেইলের ইনবক্সে লগইন করার সুবিধা নিয়ে আসছে ইয়াহু। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর।
পাসওয়ার্ড নিরাপত্তার ক্ষেত্রে ইয়াহুর পরবর্তী পদক্ষেপ হচ্ছে পুরো পাসওয়ার্ড ব্যবস্থাটিকেই সরিয়ে ফেলা।

Friday 16 October 2015

অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে স্কাইপ

মেসেজিং অ্যাপ্লিকেশনের এই যুগে নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিনিয়ত স্কাইপে নতুন ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। সম্প্রতি উইন্ডোজ ও ম্যাক সংস্করণের স্কাইপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার এনেছে প্রতিষ্ঠানটি।

Sunday 11 October 2015

সব ভুলিয়ে দিচ্ছে গুগল!

কষ্ট করে মনে রাখার কী দরকার? কিছু জানতে চাইলে গুগল নামের আলাদিনের প্রদীপটা তো আছেই। ঘষা দিলেই তথ্য হাজির। অনায়াসে কোনো তথ্য খুঁজে পাওয়ার গুগলের এই সুবিধা মানুষের সহজাত একটি ক্ষমতাকে কিন্তু ধীরে ধীরে ধারহীন করে তুলছে।

Friday 2 October 2015

যা করবেন ল্যাপটপ অতিরিক্ত গরম হলে



দীর্ঘ সময় নিয়ে কাজ করতে থাকলে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) অথবা ল্যাপটপ মাত্রাতিরিক্ত গরম হয়ে যায়। যা আপনার কম্পিউটারের জন্য ভালো লক্ষণ নয়। বেশি গরম হলে হঠা হঠা বন্ধ হয়ে যাবে, অপারেটিং সিস্টেম ক্র্যাশ করতে পারে এমনকি হার্ডওয়্যারের মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারে।

Thursday 1 October 2015

পরিবর্তন আসছে ফেসবুকে

বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বর্তমান প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তন আসছে। এখন থেকে ব্যবহারকারীরা প্রোফাইলে ছবির পরিবর্তে ভিডিও দিয়ে রাখতে পারবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, মোবাইল সেটে ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল পেজটিকে আরও উন্নত করতে একটি হালনাগাদ ফেসবুক সংস্করণ উন্মুক্ত করা হচ্ছে।

ব্যাটারি তৈরিতে মাশরুম

স্মার্টফোনের ব্যাটারি তৈরিতে পোর্টবেলো মাশরুম ব্যবহারের অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট রিভারসাইড-এর প্রকৌশলীরা। এই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার সম্ভব বলে ব্যাটারি উৎপাদনের খরচ হ্রাস পাবে এবং এটি পরিবেশবান্ধব হবে বলে জানিয়েছেন তারা।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ‘নেচার সায়েন্স রিপোর্ট’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে নিজেদের প্রযুক্তির সম্পর্কে জানিয়েছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট রিভারসাইড-এর প্রকৌশলীরা। পোর্টবেলো মাশরুমের ত্বক থেকে সংগ্রহ করা ন্যানোরিবন ব্যবহার করে নতুন ধরনের ‘হাই-কার্বন লিথিয়াম আয়ন ব্যাটারি’ তৈরি করেছেন তারা।

Tuesday 22 September 2015

যখন–তখন কম্পিউটার বন্ধ হলে যা করনীয়

চালু কম্পিউটার কিছুক্ষণ পরপর হঠাৎ বন্ধ হয়ে আবার চালু (রিস্টার্ট) হয়, এমন সমস্যায় মাঝেমধ্যেই পড়তে হয়। এমনটা হলে বিচলিত হয়ে পড়েন ব্যবহারকারী। হতে পারে এটা সফটওয়্যারের কোনো সমস্যা কিংবা যন্ত্রাংশের সমস্যা। বেশির ভাগ সময় নিজেই এর সমাধান বের করা যায়। অন্তত ধারণা পাওয়া যাবে আসলে ঠিক কী কারণে এমন ঘটছে।

Monday 21 September 2015

ব্যাটারি বাঁচাতে নয়া অ্যাপ

আপনি কি জানেন, আপনার স্মার্টফোনের অ্যাপস অন্তত ফোনের ২৯ শতাংশ চার্জ শেষ করে দেয়। তাও আবার তখন, যখন আপনার ফোনের স্ক্রিন ‘লক’ করা থাকে। আপনি জানতেও পারেন না, আপনার স্মার্টফোনের চার্জ কখন নিঃশব্দে ফুরোতে থাকে। তাই বৈজ্ঞানিকরা এবার এমন এক অ্যাপ বানিয়েছেন, যা আপনার ফোনের চার্জ অন্তত ১৬ শতাংশ বাড়িয়ে দেবে।

Sunday 20 September 2015

এক ফোনেই উইন্ডোজ-অ্যানড্রয়েড

স্মার্টফোনে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহারের কথা এর আগে শোনা যায়নি। চীনের হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইলিফোন’ দুইটি অপারেটিং চালানোর উপযোগী ফোন বাজারে ছেড়েছে। ফোনটির নাম ‘ভউনি’। এই ফোনটিতে অ্যানড্রয়েড এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে।

Friday 18 September 2015

স্ক্যানারকে বানিয়ে ফেলুন ক্যামেরা

একটি সাধারণ স্ক্যানারকেই হাই রেজুলেশন ক্যামেরা বানিয়ে ফেলা সম্ভব। এর জন্য স্ক্যানারটি খুলে একটু কাস্টমাইজ করে নিলেই চলে। আর এ ধরনের ক্যামেরা দিয়ে ১৪৩ ‍মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন। যা অন্য সাধারণ প্রফেশনাল ক্যামেরাতেও সম্ভব নয়!

Thursday 17 September 2015

ফোন হারালেও হারাবে না ফোনবুক

 গ্রাহকদের জন্য অভিনব সেবা নিয়ে এলো গ্রামীণফোন। গ্রামীণফোন গ্রাহকরা এখন থেকে তাদের স্মার্টফোনের মাধ্যমে ফোনের সব ফোনবুকের সব কন্ট্যাক্ট ব্যাকআপ রাখতে পারবেন। গ্রাহকদের এ ব্যাকআপ সুবিধা দিতে গ্রামীণফোন চালু করলো মাই কন্ট্যাক্টস সেবা।

Saturday 5 September 2015

যা করবেন উইন্ডোজ দশে প্রোগ্রাম না চললে

উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং সিস্টেম হালনাগাদ করে কম্পিউটারে উইন্ডোজ ১০ ব্যবহার করা যাচ্ছে। উইন্ডোজ ৭ ও ৮-এর কোনো প্রোগ্রাম উইন্ডোজ ১০-এ নাও চলতে পারে। আগে ব্যবহৃত প্রোগ্রাম চালাতে গেলে This program doesn’t run on Windows 10 বার্তা দেখায় মাঝে মাঝে। আবার কখনো বলে এই সফটওয়্যারটি আপনার অপারেটিং সিস্টেমের উপযোগী নয়। ঘাবড়াবেন না !

Tuesday 1 September 2015

বাংলায় হোয়াটসঅ্যাপ

দেশে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা আনল টেলিকম অপারেটর বাংলালিংক। আজ এক বিজ্ঞপ্তিতে বাংলালিংক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

Sunday 30 August 2015

ফেক অ্যাকাউন্ট চিহ্নিত করবেন যেভাবে

ভার্চুয়াল দুনিয়ায় নিজেকে লুকানো খুব সোজা। বিশেষ করে ফেসবুকে। নিজের পরিচয় লুকিয়ে কেউ কেউ ফেক (ভুয়া) অ্যাকাউন্ট খুলে অন্যদের প্রতারিত কিংবা বিভ্রান্ত করেন। একটু কৌশলী হলে ফেসবুকের ফেক অ্যাকাউন্ট চিহ্নিত করা যায়।

Wednesday 26 August 2015

চার্জের সাথে ধ্বংস হবে জীবাণুও!

আমরা সাধারণত মোবাইল ফোনের চার্জার দিয়ে থেকে চার্জ দেওয়া ছাড়া আর তেমন কোন সুবিধা পাই না। তবে এবার চার্জার দিয়ে শুধু চার্জ নয় ধ্বংস করবে আপনার মোবাইলের জীবাণুও। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফোনসোপ নামের একটি প্রতিষ্ঠান এমন একটি মোবাইল ফোন চার্জার তৈরি করেছে যা শুধু ফোন চার্জই দেয় না, ফোনে থাকা জীবাণুকে ধ্বংস করে ফোনকে পরিচ্ছন্নও রাখে।

Tuesday 25 August 2015

আইফোন এক ব্যাটারিতে চলবে টানা সাত দিন!

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! ঘণ্টায় ঘণ্টায় মোবাইল ফোন চার্জ দেওয়ার ঝামেলায় আর পড়তে হবে না। আইফোনের জন্য উৎকৃষ্ট মানের নতুন ধরনের এক ব্যাটারি প্রযুক্তি উদ্ভাবন করেছে যুক্তরাজ্যের ইন্টেলিজেন্ট এনার্জি নামের একটি প্রতিষ্ঠান।

Sunday 23 August 2015

উইন্ডোজ দশের স্টার্ট মেনু



মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে অনেক সময় স্টার্ট মেনু খোলা যায় না আবার ডিজিটাল সহকারী কর্টানা বা টাস্ক বারের সার্চকেও ব্যবহার করা যায় না। এমন সমস্যার সমাধান পাওয়া সম্ভব। এ জন্য যে কাজগুলো করা যেতে পারে—

Monday 17 August 2015

দেখে নিন আপনার ফেসবুক প্রোফাইলে কে কে ভিজিট করেছে!

কীভাবে দেখবেন কে কে আপনার ফেসবুক প্রফাইল ভিজিট করেছে এবং সবচেয়ে বেশি কে ভিজিট করেছে (অ্যাপ ছাড়া) আমরা অনেক সময় কৌতুহল বশত জানতে চাই যে “ কে কে আমার প্রফাইল ভিজিট করলো ?”
আবার অনেক সময় জানতে ইচ্ছে করে “ ফেসবুকের কোন বন্ধুটা চুপটি করে এসে কে আমার এফবি প্রফাইল সবচেয়ে বেশি উলটে পালটে ঘুরে ঘুরে দেখেছে ?”

Tuesday 11 August 2015

মেমোরি কার্ড এর মুছে যাওয়া ফাইল রিকোভার করুন সহজেই


আমাদের ফোন বা ট্যাবে ব্যবহার হওয়া মেমোরি কার্ড যদি নষ্ট হয়ে যায় কিংবা এতে থাকা ছবি যদি মুছে যায় তবে আমরা তা কিভাবে ফিরে পাবো? এই বিষয়টি নিয়ে অনেকেই আমাদের অনুরধ করেছেন সমাধান দিতে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম কিভাবে মেমোরি কার্ডে মুছে যাওয়া ছবি ডাটা ফিরিয়ে আনবেন।

ডাউনলোড করুন HyperCam : উইন্ডোজ পর্দার ভিডিও রেকর্ডিং করে ভিডিও উপস্থাপনা চমৎকার সফটওয়্যার

ডাউনলোড করুন HyperCam 3.6 : উইন্ডোজ পর্দার ভিডিও রেকর্ডিং করে ভিডিও উপস্থাপনা, টিউটোরিয়াল বা ডেমো ক্লিপ তৈরি করার জন্য সারা বিশ্বে জনপ্রিয় একটি চমৎকার সফটওয়্যার” 

Monday 10 August 2015

অনলাইনে পণ্য কেনাকাটা : নকল হইতে সাবধান

কয়েক দিন আগের ঘটনা। ফেসবুকে একজন ক্রেতা কয়েকটি ছবিসহ একটা পোস্ট দেন। তিনি অনলাইনে বিকিকিনির একটা ওয়েবসাইট থেকে স্মার্টফোনের জন্য বহনযোগ্য চার্জার (পোর্টেবল চার্জার নামে বেশি পরিচিত) কিনেছিলেন। কেনার পর স্মার্টফোন চার্জ দিতে গিয়ে দেখেন সেটি দিয়ে ফোনের চার্জ হচ্ছে অত্যন্ত ধীরগতিতে।

Friday 7 August 2015

ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনারের মতো যন্ত্র দিয়েও কম্পিউটার থেকে তথ্য চুরি করা সম্ভব

ইন্টারনেট চালু না থাকলেও কম্পিউটারে রাখা গুরুত্বপূর্ণ ফাইল দূরে বসেই হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। সম্প্রতি একদল গবেষক ইন্টারনেট দিয়ে কম্পিউটারের নেটওয়ার্ক না ভেঙেই তা থেকে তথ্য চুরি করার একটি কৌশল দেখিয়েছেন।

Thursday 30 July 2015

ওয়াইফাই পদ্ধতিতে মোবাইল-ল্যাপটপ চার্জ!

স্মার্টফোন কিংবা ল্যাপটপে নিয়ম করে রোজ চার্জ দেয়া ঝামেলার কাজ। চার্জ দেয়ার জন্য ডিভাইসের প্লাগ সকেটে ভরতে হয়। এরপর সুইচ অন করলেই চার্জ নিতে শুরু করে গ্যাজেট। এই চার্জার প্লাগ বহন আরেকটি ঝক্কি। এই সমস্যার সমাধান এখন হাতের মুঠোয়। স্মার্টফোনের মত ছোট ডিভাইসে চার্জ দিতে এখন আর সকেটের প্রয়োজন নেই।

Monday 27 July 2015

মোমবাতিতে স্মার্টফোন চার্জ

বিদ্যুতের বিশ্বে মোমবাতির কী আর দাম। ঝড়বৃষ্টির দিনে, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরে মোমবাতির যা একটু কদর পড়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের এক উদ্ভাবক এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, এবার রাস্তার মোড়ে মোড়ে মোমবাতির দোকানে ছেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।