Wednesday 19 July 2017

মাউস দিয়েই একাধিক ফাইল নির্বাচন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফাইল থেকে একাধিক নির্দিষ্ট ফাইল নির্বাচন করতে চাইলে কি-বোর্ডের CTRL কি চেপে ধরে এবং পরে পছন্দের ফাইলের ওপর ক্লিক করতে হয়। কিন্তু উইন্ডোজ ৭ এবং তারপরের বাকি সব অপারেটিং সিস্টেম থেকে CTRL কি ছাড়াই মাউস দিয়েই একাধিক ফাইল সিলেক্ট করতে পারবেন।

Monday 17 July 2017

কম্পিউটার ভাইরাস দূর করুন সহজ উপায়ে

কম্পিউটার ইউজারের মধ্যে আমরা অনেকেই জানি উইন্ডোজ সেট-আপ করলে শুধু সিস্টেম ড্রাইভ অর্থাৎ যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইন্সটল করা আছে, সেটি ফরম্যাট হয়। অন্য ড্রাইভগুলো অপরিবর্তিত থাকে। ফলে সিস্টেম ড্রাইভে যদি ভাইরাস থাকে, তা ডিলিট হয়ে যায়।

Thursday 13 July 2017

কম্পিউটার না ঘুমালে...

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি ভালো সুবিধা হচ্ছে কম্পিউটারকে ঘুম পাড়িয়ে রেখে (স্লিপ) প্রয়োজনে পরে কাজ করানো যায়। অর্থাৎ বারবার কম্পিউটার বন্ধ বা চালু করার বদলে এটিকে স্লিপে রাখা যায়। ল্যাপটপ কম্পিউটারে এটি কার্যকর ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারির চার্জ ধরে রাখতে এটি বেশ কাজে লাগে।

Wednesday 12 July 2017

কিবোর্ড নিষ্ক্রিয় রাখার ৪ উপায়

কম্পিউটার ব্যবহারের জন্য মাউস ও কিবোর্ড অত্যাবশ্যকীয়। কিন্তু আপনি কি জানেন যে, উইন্ডোজ কম্পিউটারে সহজেই কিবোর্ড নিষ্ক্রিয় রাখা যায়?
কম্পিউটার শিশুদেরও বিনোদন উপভোগের একটি মাধ্যম। তারা এখানে কৌতূহল প্রকাশ করে। এমন অনেক সময় হতে পারে, কম্পিউটার অন করা অবস্থায় শিশু না বুঝেই কিবোর্ডের এখানে-সেখানে টিপে গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলতে পারে বা অন্যান্য সমস্যা সৃষ্টি করে পারে।

Monday 3 July 2017

যে কারণে ব্যবহার করবেন না ফ্রি অ্যান্টি-ভাইরাস


কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাব ইত্যাদির নিরাপত্তার জন্য অ্যান্টি-ভাইরাস ব্যবহার করা হয়। অ্যান্টি-ভাইরাস পাওয়া যায় দুইভাবে, পেইড (টাকা দিয়ে কিনতে হয় যাকে বলে লাইসেন্সড) এবং আনপেইড (ফ্রি, যেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়)। তবে ফ্রি অ্যান্টি-ভাইরাস সব সময় ব্যবহার করা ঠিক নয়।

Sunday 2 July 2017

ইন্টারনেট ব্যবহার নজরদারি করা যাবে রাউটারে

বিশ্বের বিভিন্ন প্রান্তের তথ্যের খোঁজখবর দেয়ার জন্য বাসায় ব্রডব্যান্ড সংযোগ নিয়েছিলেন বাবা। মাউসের ক্লিকে বিবিসি, সিএনএনের খবর পান। ইউটিউবে দেখেন নাটক-মুভি। বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ঘেঁটে ছেলের জন্য কিছু শিক্ষামূলক ওয়েবসাইটের লিস্ট ধরিয়ে দেন।
প্রথমদিকে ছেলের কাছ থেকে দারুন ফিডব্যাক পান।