Saturday 28 November 2015

মোবাইল ফোনের বিচিত্র তথ্য

 মোবাইল ফোন ছাড়া একটা পুরো দিন শেষ কবে কাটিয়েছেন? যেটা ছাড়া আপনার চলেই না, সেই মোবাইল ফোন নিয়ে জেনে নিন পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য।

Monday 23 November 2015

সেলফি তুলতে ‘সেলফি হাত’

মাঝে মাঝে সবারই মনে হয় হাতটা যদি একটু লম্বা হতো! আক্ষরিক অর্থে হোক আর ভাবার্থেই হোক, বড় হাতের বাড়তি সুবিধা পাওয়া যায়। অন্তত সেলফি তোলার ক্ষেত্রে। পেছনে দাড়ানো এক ডজন বন্ধুর ছবি একসঙ্গে ছবি তুলতে গিয়ে যখন হাতের মাপের চেয়ে আর উুঁচতে ক্যামেরা ধরা যায় না, তখন ও মনে হয় আহ! হাতটা যদি আরেকটু লম্বা হতো!!!

Friday 20 November 2015

পেন ড্রাইভে পুরো কম্পিউটার

পার্সোনাল কম্পিউটারের নাম শুনলে আমরা বুঝি টেবিলের উপর একটা মনিটর, পাশে অথবা টেবিলের নিচে সিপিইউ। তারপরে আছে কি-বোর্ড, মাউস, সাউন্ড ব্ক্সসহ আরও কত কি! কম্পিউটারের এই ধারণা বদলে দিতে আসে ল্যাপটপ। তারপর আসলো পাম্পটপ।

Sunday 15 November 2015

কম্পিউটার চালু হতে বেশি সময় লাগলে যা করবেন

Computerকম্পিউটার চালু হতে বেশি সময় নিলে ধরে নেওয়া যায় অনেক বেশি প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া বা ‘স্টার্টআপ আইটেম’ হিসেবে সক্রিয় হয়ে আছে। এ ব্যাপারটা খুবই সাধারণ। কম্পিউটার ব্যবহারে ধীরে ধীরে বিভিন্ন সফটওয়্যার ইনস্টলের ফলে স্টার্টআপ তালিকায় এসব ঢুকে পড়ে।

Saturday 14 November 2015

স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে ফেসবুকের বার্তা!

ফেসবুক গতকাল বৃহস্পতিবার থেকে ফ্রান্সে বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এই ফিচারটির মাধ্যমে ফেসবুকে বার্তা পাঠানো হলে তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

Tuesday 10 November 2015

টাইমলাইনে হঠাৎ পর্ন লিঙ্ক, যা করবেন

প্রযুক্তির পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর অপব্যবহারও বেড়েছে। বর্তমানে এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে প্রচুর মানুষের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যদি দেখেন আপনার কোন বন্ধু আপনাকে বলছেন আপনার অ্যাকউন্ট থেকে পর্ন লিঙ্ক পোস্ট করা হচ্ছে কী করবেন?  যেনে নিন-

Monday 9 November 2015

বিনামূল্যে ‘ওয়াইফাই’ চালু করবেন যেভাবে

এখন ঘরে বসে ইন্টারনেট ব্যবহারের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওয়াইফাই জোন তৈরি করে নেওয়া। এতে একটি সংযোগ দিয়েই একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করা যায়।

হাতই যখন কি-বোর্ড

ধরুণ হাইওয়েতে ব্যস্ত সড়কে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ মনে হলো আপনার বন্ধুকে জরুরি একটা মেসেজ পাঠাতে হবে। গাড়ির স্ট্রিয়ারিং শক্ত করে ধরে রেখেছেন। এখন উপায় কি? উপায় আছে। চোখে পড়ে নিন একটি গ্লাস আর হাতে একটা ঘড়ি।

Saturday 7 November 2015

ফেসবুক থেকে মুছে ফেলুন সার্চ ইনফো

ফেসবুকে আপনি যেটাই সার্চ করে থাকুন না কেন, আপনার যাবতীয় সার্চ তথ্য ফেসবুকে সংরক্ষিত থাকে। তবে এসব সার্চ তথ্য কেবলমাত্র আপনি দেখতে পাবেন। কিন্তু এই সার্চ তথ্য ফেসবুকে রেখে দেওয়ার অসুবিধাটা হচ্ছে, কোনো কারণে আপনার ফেসবুক অন্য কারো হাতে পড়লে, আপনার ব্যক্তিগত এসব সার্চ তথ্য অন্য কেউ সহজেই জেনে নিতে পারবে।

Wednesday 4 November 2015

মোবাইলে যেভাবে দেখবেন থ্রিডি ভিডিও

চোখের পলকেই ত্রিমাত্রিক দুনিয়ার হাতছানি। খুব কাছে। দেখা যাবে, অনুভব করা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। আর এর ব্যাপক ব্যবহার শুরু হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে। এই ত্রিমাত্রিক হেডসেট দিয়ে সিনেমা দেখা থেকে শুরু করে গেমসও খেলা যাবে। এই হেড সেট আপনি নিজেও তৈরি করতে পারবেন।

Sunday 1 November 2015

হাসি দিয়েই কম্পিউটার চালু

হাসি চিনবে কম্পিউটার। আপনার হাসিও হতে পারে অনন্য। হয়তো আপনার মতো সুন্দর হাসি কেউ হাসতে পারে না। এই হাসি দিয়েই কিন্তু ভবিষ্যতে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি।