Wednesday 27 April 2016

জেনে নিন উইন্ডোজের প্রয়োজনীয় কিছু শর্টকাট

এখনকার বেশিরভাগ কম্পিউটারই উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত। মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেমের মধ্যেই রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় শর্টকাট। উইজারদের সুবিধার জন্য উইন্ডোজের তেমনই এক ডজন প্রয়োজনীয় শর্টকাট জেনে নিন। 

Tuesday 26 April 2016

স্মার্টফোন কেনার আগে জেনে রাখুন

অনেকে স্মার্টফোন কেনেন দাম দেখে। দাম অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ফোনের স্পেসিফিকেশন। অনেক কিছু দেখে-শুনে-বুঝে কেনা উচিত। জেনে নিন, স্মার্টফোন কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন।

Thursday 21 April 2016

কানের ভেতরেই আস্ত কম্পিউটার!


একসময় কম্পিউটার রাখতে বিশালাকার ঘরের প্রয়োজন হতো। দিন দিন নতুন নতুন চিপস আবিষ্কার হয়েছে, আর সেই সঙ্গে কমেছে কম্পিউটারের আকারও। তবে যত ছোটই হোক, একটা আস্ত কম্পিউটার কানের ভেতর রাখা যাবে ভাবতেই কেমন লাগে! 

Sunday 17 April 2016

ফেসবুকের নতুন তিন ফিচার

ইউএসএ টুডের প্রতিবেদনে প্রথম আলোর খবরে ফেসবুক কোট শেয়ারিং ফিচারটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।ডেভেলপারদের কাছ থেকে প্রচুর ‘লাইক’ পাওয়ার আশা করছে ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের এফ ৮ নামের বার্ষিক ডেভেলপার সম্মেলনে তিনটি নতুন টুল উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ফিচারগুলো দিয়ে ডেভেলপাররা সহজে তাঁদের অ্যাপের মধ্যে গ্রাহকবান্ধব ফিচার যুক্ত করতে পারবে।

Wednesday 13 April 2016

ঘড়ি আসলে কীসের ভিত্তিতে চলে?

দৈনন্দিন জীবনে আমরা ঘড়ি দিয়েই সময়কে বুঝে নেই। কিন্তু সময় তো আর ঘড়ির ওপর নির্ভর করে চলে না। ঘড়ির কাঁটা থেমে থাকলেও সময় বয়েই চলে। অনেক ক্ষেত্রে ঘড়ির এক ঘণ্টা পার হলেও আমাদের কাছে মনে হয় যেন এক ঘণ্টার অনেক বেশি সময় চলে গেছে!

Tuesday 12 April 2016

সোলার প্যানেলে বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ

সাধারণত বৃষ্টির ফোঁটা থেকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা অসম্ভব। এই অসম্ভব কাজ সম্ভব করলেন চীনের একদল বিজ্ঞানী। তারা অণুর সমান পাতলা গ্রাফিনের স্তর দিয়ে সোলার সেল তৈরি করেছেন।

Wednesday 6 April 2016

অন্ধদের জন্য ফেসবুকের নতুন ফিচারৎ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অন্ধদের সহায়তা করার জন্য প্রোগ্রামিংয়ের কাজ করছে। ফেসবুকের দাবি, ফেসবুকে ছবি পোস্ট করা হলে অন্ধদের জন্য এই প্রোগ্রামটি একটি গাইড হিসেবে কাজ করবে। নতুন একটি ফিচার আইফোনের অ্যাপস ‘ইন্টারপ্রেটসে’ দেওয়া হয়েছে।

Tuesday 5 April 2016

পাসওয়ার্ড ছাড়াই নিরাপদ ওয়াই-ফাই সুবিধা


ব্যক্তিগত কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহারকারীদের সঙ্গে তারবিহীন নেটওয়ার্কের সম্পর্কটা অম্ল-মধুর। বাসায়, অফিস কিংবা উন্মুক্ত স্থানে ওয়াই-ফাই ব্যবহার করা একদিকে যেমন স্বাচ্ছন্দের তেমনি পাসওয়ার্ড এবং নির্দিষ্ট সীমার বাইরে ব্যবহার সংক্রান্ত ঝামেলা তো থাকেই।

Sunday 3 April 2016

ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বানান প্রজেক্টর


একটা ম্যাগনিফাইং গ্লাসের দাম হাতের নাগালে। ৫০ থেকে ৬০ টাকায় বাজারে এই গ্লাস পাওয়া যায়। এটাই হয়ে উঠতে পারে আপনার মোবাইল ফোনের প্রজেক্টর।