Saturday 29 September 2012

জেনে নিন আপনার কম্পিউটার চালাতে কতটুকু বিদ্যুৎ লাগে?

বর্তমান জীবনযাত্রায় কম্পিউটার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আছেন দিনের বেশিভাগ সময় তাঁর ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারে সময় কাটান। কিন্তু আপনি কি জানেন? আপনার কম্পিউটার কত টুকু বিদ্যুত খরচ করছে?
ইচ্ছা করলে কম্পিউটারটি কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে তা জানা সম্ভব। এ জন্য প্রথমে কম্পিউটারের মনিটর, সিপিইউ, গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য অংশ মোট কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে, এটি হিসাব করতে হবে।

Wednesday 26 September 2012

বাড়িয়ে নিন পিসির গতি

কিছুদিন পরপর পিসি অস্বাভাবিক ধীরগতিসম্পন্ন হয়ে যায়। কোনো কাজই ঠিকভাবে সম্পন্ন করা যায় না। পিসি হ্যাং হয়ে যায় এবং সেইসঙ্গে ধীরগতি তো রয়েছে। এর ফলে ব্যবহারকারীর মেজাজ বিগড়ে যায়। তবে হার্ডওয়্যারের সমস্যা, যেমন—র্যাম, পাওয়ার ইউনিট, মাদারবোর্ড ইত্যাদিতে কোনো সমস্যা না হলে সচেতনতা ও কৌশল প্রয়োগের মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করা যায় সহজেই।

Wednesday 12 September 2012

evaphone.com দিয়ে ফ্রী ফোন করুন পিসি থেকে মোবাইলে!


আমরা সবাই জানি ইন্টারনেট এ কিছু কোম্পানি আছে যারা বলে আপনি ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রী কল করতে পারবেন | কিন্তু আসলে এটি সম্পূর্ণ মিথ্যা | যা হোক এখন আমি আপনাদের এমন একটি সাইট এর ঠিকানা দিব যেটি দিয়ে আপনি আপনের ঘরে বসেই আপনের প্রিয়জনের সাথে কথা বলতে পারবেন | তবে কল করার পূর্বে অবস্যই আপনের কম্পিউটার এ ফ্লাশ প্লায়ের এর ৯ অথবা  ১০ ভার্সন ইনস্টল থাকতে হবে | তা না হলে আপনি ফোন করতে পারবেন না |

Sunday 9 September 2012

আপনার পিসি কে রাখুন নতুন



আমরা দেখি আমাদের পিসি কেনার পর স্পিড থাকে দারুন তবে ২ বা ৩ বছর পর হয়ে জয়াই আকদম কচ্ছপ এর মততখন কম্পিউটার কে ভেঙ্গে ফেলতে ইচ্ছা করে তাই আমি আপনাদের কম্পিউটার এর জন্য নিয়ে এশেছি একটা সফটওয়্যার যা আপনাদের কম্পিউটার কে রাখবে শবশময় নতুনএটির নাম pc boost 4এই সফটওয়ারের অনেক গুণ আছে এই সফটওয়্যার নতুন এসেছে তাই সবাই এটা কে চিনে নাআমি garauntee দিচ্ছি এই সফটওয়্যার তি খুব জলদি সব কম্পিউটার এ থাকবে

Saturday 1 September 2012

দুই মিনিটে উইন্ডোজ ইনষ্টল! (একটি ব্যাকআপ সিষ্টেম)

দুই মিনিটে উইন্ডোজ ইনষ্টল করার কথা শুনে অনেকেই অবাক হবেন, বিশেষ করে তারা যারা জানেন উইন্ডোজ কিভাবে ইনষ্টল করতে হয় এবং কতটা সময় লাগে ইনষ্টল করতে। অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যেতে পারে। ফলে অনেক সময় ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য সফটওয়্যারটি ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল অ্যাপলিকেশন সফটওয়্যারটি ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়।