Thursday 8 November 2012

কম্পিউটার মাউসের মজার ট্রিক

দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কম্পিউটার। ডেস্কটপ হোক বা ল্যাপটপ, পড়াশোনা থেকে শুরু করে কাজের খাতিরে সবক্ষেত্রেই নির্ভরতা কম্পিউটারের ওপর। আর কম্পিউটার ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর একটি হচ্ছে ছোট্ট মাউসটি। কম্পিউটারে অতি প্রয়োজনীয় সেই মাউসটির অনেক মজার ট্রিকই ব্যবহারকারীদের অজানা। মাউসের সেই ট্রিকগুলো শুধু মজারই নয় বরং কম্পিউটার ব্যবহারকেও করে দেয় অনেক সহজ। এমনই কয়েকটি ট্রিক শিখিয়েছে ইয়াহু টেকনোলজি।

Saturday 29 September 2012

জেনে নিন আপনার কম্পিউটার চালাতে কতটুকু বিদ্যুৎ লাগে?

বর্তমান জীবনযাত্রায় কম্পিউটার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আছেন দিনের বেশিভাগ সময় তাঁর ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারে সময় কাটান। কিন্তু আপনি কি জানেন? আপনার কম্পিউটার কত টুকু বিদ্যুত খরচ করছে?
ইচ্ছা করলে কম্পিউটারটি কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে তা জানা সম্ভব। এ জন্য প্রথমে কম্পিউটারের মনিটর, সিপিইউ, গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য অংশ মোট কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে, এটি হিসাব করতে হবে।

Wednesday 26 September 2012

বাড়িয়ে নিন পিসির গতি

কিছুদিন পরপর পিসি অস্বাভাবিক ধীরগতিসম্পন্ন হয়ে যায়। কোনো কাজই ঠিকভাবে সম্পন্ন করা যায় না। পিসি হ্যাং হয়ে যায় এবং সেইসঙ্গে ধীরগতি তো রয়েছে। এর ফলে ব্যবহারকারীর মেজাজ বিগড়ে যায়। তবে হার্ডওয়্যারের সমস্যা, যেমন—র্যাম, পাওয়ার ইউনিট, মাদারবোর্ড ইত্যাদিতে কোনো সমস্যা না হলে সচেতনতা ও কৌশল প্রয়োগের মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করা যায় সহজেই।

Wednesday 12 September 2012

evaphone.com দিয়ে ফ্রী ফোন করুন পিসি থেকে মোবাইলে!


আমরা সবাই জানি ইন্টারনেট এ কিছু কোম্পানি আছে যারা বলে আপনি ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রী কল করতে পারবেন | কিন্তু আসলে এটি সম্পূর্ণ মিথ্যা | যা হোক এখন আমি আপনাদের এমন একটি সাইট এর ঠিকানা দিব যেটি দিয়ে আপনি আপনের ঘরে বসেই আপনের প্রিয়জনের সাথে কথা বলতে পারবেন | তবে কল করার পূর্বে অবস্যই আপনের কম্পিউটার এ ফ্লাশ প্লায়ের এর ৯ অথবা  ১০ ভার্সন ইনস্টল থাকতে হবে | তা না হলে আপনি ফোন করতে পারবেন না |

Sunday 9 September 2012

আপনার পিসি কে রাখুন নতুন



আমরা দেখি আমাদের পিসি কেনার পর স্পিড থাকে দারুন তবে ২ বা ৩ বছর পর হয়ে জয়াই আকদম কচ্ছপ এর মততখন কম্পিউটার কে ভেঙ্গে ফেলতে ইচ্ছা করে তাই আমি আপনাদের কম্পিউটার এর জন্য নিয়ে এশেছি একটা সফটওয়্যার যা আপনাদের কম্পিউটার কে রাখবে শবশময় নতুনএটির নাম pc boost 4এই সফটওয়ারের অনেক গুণ আছে এই সফটওয়্যার নতুন এসেছে তাই সবাই এটা কে চিনে নাআমি garauntee দিচ্ছি এই সফটওয়্যার তি খুব জলদি সব কম্পিউটার এ থাকবে

Saturday 1 September 2012

দুই মিনিটে উইন্ডোজ ইনষ্টল! (একটি ব্যাকআপ সিষ্টেম)

দুই মিনিটে উইন্ডোজ ইনষ্টল করার কথা শুনে অনেকেই অবাক হবেন, বিশেষ করে তারা যারা জানেন উইন্ডোজ কিভাবে ইনষ্টল করতে হয় এবং কতটা সময় লাগে ইনষ্টল করতে। অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যেতে পারে। ফলে অনেক সময় ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য সফটওয়্যারটি ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল অ্যাপলিকেশন সফটওয়্যারটি ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়।

Tuesday 28 August 2012

Stellar Phoenix প্রোগ্রাম হতে পারে আপনার বিপদের বন্ধু

আমরা কম্পিউটার ব্যবহার করি আমাদের প্রয়োজনীয় কাজ করার জন্য । কিন্তু মেজাজটা খারাপ হয় তখুনি যখন কম্পিউটার এ সমস্যা দেখা দেয় । আর মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা হ্য় যখন কম্পিউটারের হার্ডডিক্স ক্র‍্যাশ করে অথবা ভুল করে কোন ফাইল একে বারে ডিলিট করে ফেলি ।

Wednesday 15 August 2012

কম্পিউটার হ্যাং হবার ১২টি কারণ জেনে নিন

আমরা প্রয়ই বলে তাকি কম্পিউটার হ্যাং ধরেছে। কিন্তু আসলে হ্যাং বলতে কী বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং বলে। এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন। সকল কাজের পিছনেই একটা না একটা কারণ রয়েছে।

Monday 6 August 2012

উইন্ডোজ বা অফিসের অ্যাকটিভেশন ব্যাকআপ বা রিস্টোর করা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ বা অফিসের লাইসেন্স অ্যাকটিভ করা থাকলে পরে উইন্ডোজ বা অফিস ইনস্টল করলে নতুন করে লাইসেন্স অ্যাকটিভ করতে হয়। তবে অ্যাকটিভেশন ব্যাকআপ করে রাখলে পরে অ্যাকটিভেশন রিস্টোর করলেই হবে। এমনই একটি সফটওয়্যার হচ্ছে অ্যাডভান্স টোকেন্স ম্যানেজার।
অ্যাকটিভেশন ব্যাকআপের জন্য সফটওয়্যারটি চালু করে Backup Activation বাটনে ক্লিক করুন।

Monday 30 July 2012

পাসওয়ার্ডের নিরাপত্তায়!

সম্প্রতি ইয়াহু থেকে ৫০ হাজার, লিংকডইন থেকে ৬০ লাখ আর এনভিডিয়া থেকে ৪ লাখ পাসওয়ার্ড চুরি করে নিয়েছে হ্যাকাররা। ইন্টারনেটে বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরির ঘটনা প্রায়শই ঘটছে। ইন্টারনেট নিরাপত্তা-বিশেষজ্ঞরা ইন্টারনেটে তথ্য হ্যাক হয়ে যাওয়ার এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার এবং বিভিন্ন ওয়েবসাইটে জটিল পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

Sunday 15 July 2012

সহজে রঙিন করুন আপনার সাদাকালো ছবি

আমরা অনেকেই কমপিউটারের সাহায্যে আমাদের পরিবারের পুরনো সাদা কালো ছবি রঙিন করেছি বা করতে চাই । এর জন্য সবাই সাধারনত ব্যবহার করে থাকে ফটোশপ অথবা পেন্ট শপ প্রো এর মতো সফটয়্যার । কিন্তু ফটোশপ দিয়ে এই ছবিগুলিকে রঙিন করা সময় সাপেক্ষ কারন প্রথমে সাদা কালো ছবিটির আলাদা আলাদা অংশ সিলেকশন করতে হয় তার পর রঙ করতে হয় । এটি খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং ফটোশপ সম্পর্কে ভালরকম জ্ঞান না থাকলে করাও যাবে না ।

Saturday 23 June 2012

কম্পিউটারের নিরাপত্তায় করণীয়

কম্পিউটারের নিরাপত্তার বিষয়টি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ এবং ই-মেইলে ফাইল ও তথ্য-উপাত্ত আদান-প্রদানের ফলে অনেক সময় কম্পিউটার নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। এসব ব্যাপারে সতর্ক থাকা এবং সে অনুসারে কার্যকর পদক্ষেপ গ্রহণ একান্ত অপরিহার্য। এ ধরনের কিছু বিষয় উল্লেখ করা হলো :
ই-মেইলে সংযুক্ত ফাইলের ব্যাপারে সতর্ক থাকা : কখনও ই-মেইলের মাধ্যমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।

Thursday 21 June 2012

এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি

জরুরি প্রয়োজনে অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেক ফোল্ডার তৈরি করতে হয়। উইন্ডোজ ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি করতে পারেন। এ জন্য মাউসের বাঁয়ে ক্লিক করে New/Text document অপশনে গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি (কোড) নোটপ্যাডে লিখুন:
MD mashli monira sajib sumon mina asad eti mohymin zahid humaya

Wednesday 13 June 2012

ভাইরাস আক্রান্ত কম্পিউটারকে পূর্বরুপ দেন Alfa Autorun Killer দিয়ে।

আমি আজ আপনাদের জন্য নিয়ে একটি খুবই কাযকরী এন্টিভাইরাস সফটওয়্যার। এন্টিভাইরাসটি একজন্য মিশরীয় প্রোগ্রামার তৈরী করেছেন।সফটওয়্যারটির সাইজ কম হলেও এর কাযক্ষমতা অনেক বেশী। আমাদের কম্পিউটার প্রতি নিয়তই নানা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। আমাদের ভূলের কারনে,মেমোরী কাড, পেনড্রাইফ,এন্টিভাইস বন্ধ করে রাখা এবং এন্টিভাইরাস ব্যবহার নাকরার কারণে আমাদের কম্পিউটার ভাইরস দ্বারা আক্রান্ত হয়।

Sunday 3 June 2012

অনলাইনে ভাইরাস স্ক্যান

কম্পিউটার ব্যবহারকারীদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ভাইরাস। বিশ্বব্যাপী হ্যাকারদের দৌরাত্ম্যে ভাইরাস আর নানান ধরনের ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের সঙ্গে প্রতিনিয়তই যুদ্ধ করতে হয়। ভাইরাস, ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের হাত থেকে রক্ষা পেতে তাই ভালো অ্যান্টিভাইরাসের বিকল্প নেই।
তবে প্রতিদিন যে পরিমাণে নতুন নতুন ভাইরাস, ম্যালওয়্যার আর স্পাইওয়্যার তৈরি হয়, তাতে কোনো নির্দিষ্ট একটি অ্যান্টিভাইরাসের ওপর অনেকেই নির্ভর করে থাকতে চান না। কিন্তু একসঙ্গে অনেকগুলো অ্যান্টিভাইরাস ব্যবহার করার উপায়ও নেই।

Friday 1 June 2012

ফেসবুক নিরাপদ রাখবেন যেভাবে

আজকের দিনের টেক-সচেতন কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন তার ফেসবুক আইডি আছে কি না—এর উত্তর ‘না’ হবে, এটা খুঁজে পাওয়া ভার। কারণ আজকাল ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্রসহ প্রায় সব কাজেই ফেসবুক চাহিদা মেটাচ্ছে। এই যেমন চ্যাটিং, ভয়েস কল, কিংবা সবচেয়ে বড় ব্যাপার হলো দূরে থেকেও কাছে থাকা। আর ফেসবুকের জনপ্রিয়তার প্রমাণ আপনারা গত কয়েক বছরের কার্যক্রমের দিকে নজর দিলেই পেয়ে যাবেন। ইন্টারনেট ওয়ার্ল্ড জায়ান্ট গুগলকে কে না চেনে? সেই গুগলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভিজিটেড সাইট হিসেবে উঠে এসেছে ফেসবুক। অবশ্য ২০১০-এ এই ফেসবুক ১০-এর ঘরেই ছিল এবং বিগত তিন-চার বছর ধরে তারা সামনেই এগোচ্ছে।

Monday 28 May 2012

সহজে খুলুন লক করা ড্রাইভ

Password ভুলে যাওয়া বা কোনো কারণে যদি লক করা ড্রাইভকে খুলতে না পারেন তবে দু্চিন্তার কারণ নেই।
·    যে ড্রাইভটি আপনি খুলতে পারছেন না, সে ড্রাইভের Proparties অপশনে যেতে হবে। সেখান থেকে Security ট্যাবে গিয়ে Advance অপশনে যান।

লুকিয়ে রাখুন Shut Down অপশন

একটু কৌশল খাটালেই অনাকাঙ্ক্ষিত কেউ বন্ধ করতে পারবে না আপনার পিসি। আর এজন্য Shut Down অপশনটি লুকিয়ে রাখতে হবে আপনাকে। আসুন, এবার জেনে নিই পিসি’র Shut Down অপশন লুকিয়ে রাখার নিয়মটি।
·    প্রথমেই আপনার পিসি’র  Run কমান্ডে গিয়ে  regedit লিখে  Enter দিন।

Wednesday 16 May 2012

হার্ডডিস্কের ড্রাইভ লুকানোর সহজ কৌশল

আপনার জরুরি ও গোপনীয় ফাইল বা ফোল্ডারগুলোর নিরাপত্তা প্রয়োজন। এক্ষেত্রে ভালো সমাধান হচ্ছে ওইসব ফাইল বা ফোল্ডার হার্ডডিস্কের যে ড্রাইভে আছে সেটা লুকিয়ে রাখা। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আপনি নির্দিষ্ট উত্রাব লুকিয়ে রাখতে পারবেন এবং প্রয়োজনমত আবার ফিরিয়ে আনতে পারবেন। এ জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন-

Saturday 5 May 2012

অটোমেটিক উইন্ডোজ রিফ্রেশ!

কম্পিউটার চালু করে রিফ্রেশ করা প্রায় সবারই অভ্যাস ।রিফ্রেশ মানে উইন্ডোজের হাত মুখ ধোয়া বলা যায় ।কিন্তু সব সময় কি আর সব কথা মনে থাকে ? তেমনি রিফ্রেশের কথাও আমাদের মনে থাকে না ।

Tuesday 1 May 2012

ফেসবুকের টাইমলাইন বাদ দেয়ার উপায়

ফেসবুকের টাইমলাইন বাদ দেয়ার উপায় ফেসবুকের নাটকীয় নতুন নকশা নিয়ে অনেকে ব্যবহারকারী বোধহয় একটু ক্ষুণ্ন হয়েছেন। যদিও মার্ক জাকারবার্গ জোর গলায় টাইমলাইনকে অনুভূতি প্রকাশের নতুন পদ্ধতি বলছেন। তার পরও বেশির ভাগ ব্যবহারকারী সম্ভবত পুরনো প্রোফাইলেই ফেরত যেতে চান।অবশ্য টাইমলাইন নিয়ে অসন্তুষ্ট ব্যবহারকারীদের পুরনো প্রোফাইলে ফিরে যাওয়ার কোনো সুযোগ রাখেনি ফেসবুক।

Friday 20 April 2012

এক সিপিইউ-তে চলবে ৪০টি কস্পিউটার

প্রতিটি কম্পিউটারে আলাদা সিপিইউ ব্যাবহার না করে ল্যান নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করে একসাথে সর্বোচ্চ ৪০টি কম্পিউটারে কাজ করা যাবে। সম্প্রতি স্যান্ডি ব্রান্ডের এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস বাজারে এনেছে নেক্সিম নামের একটি নবীন আইটি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান।

Sunday 15 April 2012

ফায়ারফক্সে অ্যাড-অনস

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সে নানা কারণে আমরা হালনাগাদ করে থাকি। কিন্তু হালনাগাদ করার ফলে অনেক সময় পুরোনো ব্রাউজারের কিছু কিছু অ্যাড-অনস নিষ্ক্রিয় থাকে। ‘কম্প্যাবিলিটি রিপোর্টার’ নামের একটি অ্যাড-অনসের সাহায্যে ইচ্ছে করলে আপনি ব্যবহারের অনুপযোগী অ্যাড-অনস নতুন ব্রাউজারে ব্যবহার করতে পারেন।

Friday 13 April 2012

মাউস কি-বোর্ড থেকে সাবধান!

কম্পিউটারের মাউস ও কি-বোর্ড নিয়মিত পরিস্কার না করলে অফিসে কাজ করার সময় আপনি ডেস্ক থেকে খুব সহজেই রোগাক্রান্ত হতে পারেন। এক গবেষণায় দেখা গেছে, কম্পিউটার মাউসটি টয়লেটের আসন থেকে তিনগুণ জীবণুযুক্ত হতে পারে। এমনকি তা অন্তত টয়লেটের হাতলের চেয়ে দ্বিগুণ নোংরা হতে পারে।
ভারতের ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন সেবা দিয়ে থাকে এমন একটি প্রতিষ্ঠান ‘ইনিশিয়াল’এর পক্ষ থেকে ওই গবেষণায় ১৫৮টি অফিসের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Tuesday 10 January 2012

জিমেইলের চ্যাটিং থেকে ফ্রি এসএমএস করা

জনপ্রিয় সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগল তাদের জিমেইল গ্রাহকদের সঙ্গে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা দিয়েছে। ফলে জিমেইল ব্যবহারকারীরা জিমেইল থেকে চ্যাটিংয়ের মতো এসএমএস পাঠাতে পারবে। এজন্য বাড়তি কোনো সফটওয়্যার বা অ্যাকাউন্ট লাগবে না। এজন্য জিমেইলে লগইন করে Chat and SMS থেকে যে বন্ধুকে এসএমএস পাঠাতে চাই সেই ঠিকানার ওপরে ক্লিক করলে চ্যাটিং অপশন আসবে।

Wednesday 4 January 2012

ব্রাউজার এর স্পিড বাড়ান


When you connect to a web site your computer sends information back and forth. Some of this information deals with resolving the site name to an IP address, the stuff that TCP/IP really deals with, not words.

কম্পিউটার কেনার সময় যেটা মাথায় রাখবেন

অনেকেই কম্পিউটার ব্যবহার করছেন বাংলাদেশে। আরও অনেকেই নিত্য নতুন আসছেন কম্পিউটারজনিত পেশায়। কিনছেন কম্পিউটার। আজ আমাদের আলোচ্য বিষয় সেটাই। কম্পিউটার কেনার সময় যে সমস্যাটা সাধারণের মনে জাগে তা হচ্ছেÑকি কিনব এবং কোথা থেকে কিনব! কিন্তু প্রথম সমস্যাটা হওয়া উচিত ‘কেন কিনব’। যদি আপনি জানেন আপনি কেন কম্পিউটারটি কিনছেন, তবে কি কিনবেন সেটা নির্ধারণ করা কঠিন হবে না।

Sunday 1 January 2012

পিসি এসেমব্লিং

কম্পিউটার কানেকশনস ও কানেকটর পোর্ট



 
১। In Put 220V পাওয়ার পোর্টঃ এটা আপনার কেসিংএর ভেতরের পাওয়ার সাপ্লাইয়ের পোর্ট। কেসিংয়ের পেছন দিকে তাকালে দেখবেন উপরের দিকে বড় ছয় কোনা একটি পোর্ট। এটাতে পাওয়ার ক্যাবল সংযোগ করা হয়।