Tuesday 26 December 2017

পাসওয়ার্ড হ্যাক হয় যেভাব

সোশ্যাল মিডিয়া হোক বা ইমেল অ্যাকাউন্ট হোক সব আইডির পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা একটা ব্যক্তিগত সম্পদ সুতরাং এটা থেকে কোনো রকম সমস্যা হলেই বা কারোর হাতে পড়ে গেলে আপনার সব গোপনীয়তা যেমন ফাঁস হবে তেমনি যদি কেউ এই ব্যক্তিগত সম্পদ থেকে কোনো কিছু পোষ্ট করে দেয় তাহলে দায়টাও আপনার।

Sunday 17 December 2017

এই পদ্ধতিতে ১০০ গুণ বাড়বে ইন্টারনেটের গতি

সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি নতুন হার্ডওয়্যার তৈরি করেছেন যা আপনাকে সব সময় হাইস্পিড ইন্টারনেট সরবরাহ করবে। গবেষকদের দেওয়া তথ্য মতে, নতুন এই প্রযুক্তিটি সত্যিকার অর্থেই কম দামে সুপার-ফাস্ট ইন্টারনেট পরিষেবা দেবে।

Tuesday 12 December 2017

যা করবেন ল্যাপটপ বেশি গরম হলে



ল্যাপটপের কুলিং সিস্টেম বা শীতল রাখার পদ্ধতি যত উন্নত হচ্ছে, ল্যাপটপ তত শক্তিশালী হচ্ছে। এতে ল্যাপটপ দীর্ঘ সময় ব্যবহার করলেও অতিরিক্ত গরম হয় না। বিশেষ করে গেমিং ল্যাপটপে লিকুইড কুলিং সিস্টেমসহ তাপমাত্রা কম রাখার সুবিধা যুক্ত হচ্ছে। সাধারণ কিছু ল্যাপটপের ক্ষেত্রে এখনো ল্যাপটপের গরম হওয়ার সমস্যা রয়ে গেছে।

Tuesday 5 December 2017

যা না করলে বন্ধ হবে ফেসবুক অ্যাকাউন

ভুয়া অ্যাকাউন্ট রুখতে নতুন সিকিউরিটি টেস্ট শুরু করেছে ফেসবুক। এবার ফেকবুকে অ্যাকাউন্ট রাখতে হলে নিজের মুখমণ্ডলের পরিষ্কার ছবি দিতে হবে। কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু দেখতে পেলে ফেসবুকের নিরাপত্তা বিভাগ ব্যবহারকারীর কাছে পরিচয়ের প্রমাণ চাইবে। তখন ব্যবহারকারীকে নিজের মুখের পরিষ্কার একটি ছবি সাইটে আপলোড করতে হবে।

Sunday 3 December 2017

অ্যান্ড্রয়েড-আইওএসে এজ ব্রাউজার

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য এজ ব্রাউজার উন্মুক্ত করেছে মাইক্রোসফট। বিটা বা পরীক্ষামূলক সংস্করণ মাস খানেক ধরে পরীক্ষার পর এজ ব্রাউজার অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত করে দিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

Friday 1 December 2017

যেভাবে ল্যাপটপ ভালো রাখবেন

সহজে বহন করা যায়, বিদ্যুৎবিহীন অবস্থাতেও ঘণ্টা চারেক চালানো যায়। সব কিছু মিলেই ল্যাপটপ সবার প্রথম পছন্দের। তবে সব ভালো জিনিসরই একটা খারাপ দিক আছে। ল্যাপটপের কোনো যন্ত্রাংশ নষ্ট হলে একটু বেশিই অসুবিধায় পড়তে হয়। আর এজন্য ল্যাপটপ যত্ন সহকারে ব্যবহার করা প্রয়োজন। ল্যাপটপকে ঘরোয়া উপায়ে কিভাবে ভালো রাখা যায় আসুন দেখে নেওয়া যাক।

Saturday 25 November 2017

চশমা যখন মোবাইল চার্জার!



sunglasses Charjar
এবার আবিষ্কার করা হলো এমন এক সানগ্লাস বা রোদ-চশমা প্রখর রোদে চোখকে সুরক্ষিত রাখে কিন্তু রাতের বেলায় তা লাগবে অন্য কাজে। সম্প্রতি মার্কিন এক শিক্ষার্থী এমনই চশমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। তিনি রোদ-চশমা থেকে মোবাইল ফোন চার্জ দেওয়ার পদ্ধতি আবিষ্কার করেছেন।

Sunday 12 November 2017

গুগলের এই সুবিধাগুলো জানেন কি?

যে কোন কিছু খুঁজতে এখন নির্ভরযোগ্য মাধ্যম হলো গুগল। গুগল সব জানে। তাই জ্ঞানের আরেক নাম গুগল বললে খুব একটা ভুল বলা হবে না। বেশিরভাগ মানুষ গুগলের দরজা দিয়ে ইন্টারেনট দুনিয়া প্রবেশ করেন। বিশাল তার ব্যাপ্তি। এমনকী, ৮০ শতাংশ ইন্টারেন্ট ব্যবহারকারী গুগলকে হোমপেজ সেট করে রাখেন।

Thursday 9 November 2017

তিন কম্পিউটার চালাবে একটি মাউস!

যত দিন যাচ্ছে ততই যেনো দূর্গার দশ হাত সত্যি হয়ে আমাদের সামনে এসে হাজির হচ্ছে। দিনে দিনে সব কিছুতেই মাল্টিপারপাস ব্যবহার বেড়েই চলছে। যুগের সাথে তাল মিলিয়ে চলা প্রযুক্তি যেনো ক্রমেই মানুষের খুব কাছে চলে যাচ্ছে। আমরা এতোদিন একটি মাউসে একটি কম্পিউটার ব্যবহার করতাম।

বন্ধ হচ্ছে বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রে

বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড করার সুবিধা পুরোপুরি বাতিল করতে যাচ্ছে মাইক্রোসফট। চলতি বছরের ৩১ ডিসেম্বর বন্ধ হচ্ছে এই সুবিধা। আগের বছর জুলাই থেকেই বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড বন্ধ করে মাইক্রোসফট। কিন্তু যেসব গ্রাহক ‘অ্যাকসেসিবিলিটি ফিচার’ ব্যবহার করে থাকেন তাদের জন্য প্রোমো অফারে বাড়তি সময় দিয়েছিল প্রতিষ্ঠানটি।

Wednesday 8 November 2017

বাংলাদেশের জন্য গুগলের আরও সুবিধা





 বাংলাদেশি অ্যাপ নির্মাতাদের জন্য দারুণ সুখবর দিল গুগল। গুগল প্লে স্টোরে এত দিন মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল না বাংলাদেশি অ্যাপ নির্মাতাদের জন্য। এত দিন কেবল প্লে স্টোরে বিনা মূল্যের অ্যাপ ও গেম তৈরি করে প্রকাশ করতে পারতেন। কিন্তু এখন থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা দিল গুগল।

অনলাইনে পণ্য কেনার আগে সাবধান!

বাংলাদেশে ই-কমার্স ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আপাত দৃষ্টিতে যতটা জনপ্রিয় মনে হয় বাস্তবে তার চেয়েও বেশি জনপ্রিয় আমাদের দেশের বর্তমান ই-কমার্স। প্রথম আলোর সূত্রমতে প্রতিবছর দেশে প্রায় ২০০ কোটি টাকার কেনাবেচা হয় অনলাইনে। ক্রমেই তা বেড়ে চলেছে বছরে ১৫-২০% হারে। এমন দিনও হয়তো আর খুব বেশি দূরে নেই যেদিন দেশের অন্তত ২০-৩০ ভাগ মানুষ অনলাইনে কেনাকাটা করবে।

Tuesday 7 November 2017

অন্য ব্রাউজারেও চলবে গুগল আর্থ





 গুগল ক্রোম শুধু নয়, এবার মজিলা ফায়ারফক্স থেকেও ‘গুগল আর্থ’ ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা। গুগলে অফিশিয়াল টুইট বার্তার বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেট জানিয়েছে, কাজ প্রায় গুছিয়ে এনেছেন ডেভেলপাররা।

Monday 6 November 2017

ঝাঁকুনি সহনশীল হার্ডডিস্ক

ডিস্কের নকশায় নতুন মাত্রা যুক্ত করেছে অ্যাপাসার। এসি ৬৩০ মডেলের বহনযোগ্য এই হার্ডডিস্কটির ধারণ ক্ষমতা এক টেরাবাইট। দৃষ্টি নন্দন এবং ব্যবহারবান্ধব এই হার্ডডিস্কটি একইসঙ্গে ধূলো-বালি, পানি এবং ঝাকুনি সহনশীল।

Thursday 2 November 2017

ইন্টারনেটের গতি বাড়ানোর নতুন প্রযুক্তি

ধীর গতির ইন্টারনেটকে হয়তো কিছুদিন পর শুধুমাত্র জাদুঘরেই খুঁজে পাওয়া যাবে। কারণ সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি নতুন হার্ডওয়্যার তৈরি করেছেন যা আপনাকে সর্বক্ষণ একটি উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সরবরাহ করবে।

Saturday 28 October 2017

ফোরজি আসতে যত বাধা

চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক তথা ফোরজি’র আগমন পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। মোবাইলফোন অপারেটররা তাদের দাবির কথা জানিয়ে বলছে, ফোরজি নিলামের আগেই বিদ্যমান সমস্যার সমাধান হওয়া জরুরি। এদিকে সরকার বলছে, অপারেটরগুলোর উত্থাপিত ২৪টি দাবির মধ্যে ২২টিই সমাধান হয়ে গেছে।

Monday 14 August 2017

গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে

প্রতিদিন কোটি কোটি মানুষ গুগলে সার্চ করেন। ডেস্কটপ, ল্যাপটপ অথবা মোবাইলে- মানুষের খোঁজার অন্ত থাকে না। হাজারো ওয়েবসাইট, ছবি ও ভিডিও গুগলে খুঁজে বেড়ায় মানুষ। ফলে এসব হিস্ট্রি থেকে যায় ব্রাউজারে। অনেক সময় এসব হিস্ট্রির কারণে লজ্জায় পড়তে হয় ব্যবহারকারীকে।

Sunday 6 August 2017

কিবোর্ডে ‘ফাংশন কি’র কাজ কী?

কিবোর্ডে এফ-১ থেকে এফ-১২ পর্যন্ত ১২টি চাবি বা কি দেখা যায়। এগুলোকে বলা হয় ফাংশন কি। কিবোর্ডের অন্য কিগুলো ব্যবহার করা হলেও ফাংশন কিগুলো অব্যবহৃত থাকে বেশিরভাগ সময়। অনেকে জানেনই না এগুলো কী কাজে লাগে। তাই ব্রাইটসাইটের সৌজন্যে আজ থাকছে ফাংশন কি-এর কাজ।

Wednesday 2 August 2017

রাউটারের গতি বৃদ্ধির পাঁচ উপায়

ইন্টারনেট ব্যবহার করেন না এ রকম মানুষের সংখ্যা কমছে দিন দিন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ওয়াই-ফাইয়ের ব্যবহার। আর ওয়াই-ফাই দিয়ে সামাজিক মাধ্যম, ই-মেইলসহ জরুরি কাজগুলো ঘরেই সেরে নিতে রাউটারের কোনো বিকল্প নেই। তবে নানা কারণে রাউটারের কাঙ্ক্ষিত গতি থেকে বঞ্চিত হন গ্রাহকরা।

Wednesday 19 July 2017

মাউস দিয়েই একাধিক ফাইল নির্বাচন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফাইল থেকে একাধিক নির্দিষ্ট ফাইল নির্বাচন করতে চাইলে কি-বোর্ডের CTRL কি চেপে ধরে এবং পরে পছন্দের ফাইলের ওপর ক্লিক করতে হয়। কিন্তু উইন্ডোজ ৭ এবং তারপরের বাকি সব অপারেটিং সিস্টেম থেকে CTRL কি ছাড়াই মাউস দিয়েই একাধিক ফাইল সিলেক্ট করতে পারবেন।

Monday 17 July 2017

কম্পিউটার ভাইরাস দূর করুন সহজ উপায়ে

কম্পিউটার ইউজারের মধ্যে আমরা অনেকেই জানি উইন্ডোজ সেট-আপ করলে শুধু সিস্টেম ড্রাইভ অর্থাৎ যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইন্সটল করা আছে, সেটি ফরম্যাট হয়। অন্য ড্রাইভগুলো অপরিবর্তিত থাকে। ফলে সিস্টেম ড্রাইভে যদি ভাইরাস থাকে, তা ডিলিট হয়ে যায়।

Thursday 13 July 2017

কম্পিউটার না ঘুমালে...

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি ভালো সুবিধা হচ্ছে কম্পিউটারকে ঘুম পাড়িয়ে রেখে (স্লিপ) প্রয়োজনে পরে কাজ করানো যায়। অর্থাৎ বারবার কম্পিউটার বন্ধ বা চালু করার বদলে এটিকে স্লিপে রাখা যায়। ল্যাপটপ কম্পিউটারে এটি কার্যকর ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারির চার্জ ধরে রাখতে এটি বেশ কাজে লাগে।

Wednesday 12 July 2017

কিবোর্ড নিষ্ক্রিয় রাখার ৪ উপায়

কম্পিউটার ব্যবহারের জন্য মাউস ও কিবোর্ড অত্যাবশ্যকীয়। কিন্তু আপনি কি জানেন যে, উইন্ডোজ কম্পিউটারে সহজেই কিবোর্ড নিষ্ক্রিয় রাখা যায়?
কম্পিউটার শিশুদেরও বিনোদন উপভোগের একটি মাধ্যম। তারা এখানে কৌতূহল প্রকাশ করে। এমন অনেক সময় হতে পারে, কম্পিউটার অন করা অবস্থায় শিশু না বুঝেই কিবোর্ডের এখানে-সেখানে টিপে গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলতে পারে বা অন্যান্য সমস্যা সৃষ্টি করে পারে।

Monday 3 July 2017

যে কারণে ব্যবহার করবেন না ফ্রি অ্যান্টি-ভাইরাস


কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাব ইত্যাদির নিরাপত্তার জন্য অ্যান্টি-ভাইরাস ব্যবহার করা হয়। অ্যান্টি-ভাইরাস পাওয়া যায় দুইভাবে, পেইড (টাকা দিয়ে কিনতে হয় যাকে বলে লাইসেন্সড) এবং আনপেইড (ফ্রি, যেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়)। তবে ফ্রি অ্যান্টি-ভাইরাস সব সময় ব্যবহার করা ঠিক নয়।

Sunday 2 July 2017

ইন্টারনেট ব্যবহার নজরদারি করা যাবে রাউটারে

বিশ্বের বিভিন্ন প্রান্তের তথ্যের খোঁজখবর দেয়ার জন্য বাসায় ব্রডব্যান্ড সংযোগ নিয়েছিলেন বাবা। মাউসের ক্লিকে বিবিসি, সিএনএনের খবর পান। ইউটিউবে দেখেন নাটক-মুভি। বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ঘেঁটে ছেলের জন্য কিছু শিক্ষামূলক ওয়েবসাইটের লিস্ট ধরিয়ে দেন।
প্রথমদিকে ছেলের কাছ থেকে দারুন ফিডব্যাক পান।

Friday 30 June 2017

স্মার্টফোনের ডিলিট হওয়া ছবি এবং ভিডিও উদ্ধার করবেন যেভাব

অনেক সময় নিজের অজান্তে ফোনের আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি থেকে প্রিয় ছবিগুলো ডিলিট হয়ে যায়। এরপর আফসোস করা ছাড়া উপায় থাকে না। কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে এই ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পেতে পারেন।

Monday 19 June 2017

বাড়িয়ে নিন ল্যাপটপের আয়ু


একসময় ল্যাপটপের দামের জন্য এই প্রয়োজনীয় যন্ত্রটি ছিল অনেকেরই নাগালের বাইরে। কিন্তু এখন আর এই দিন নেই। ডেস্কটপের চেয়ে ল্যাপটপের কদরই বেশি। বহনযোগ্য ও ব্যবহারের সুবিধার কারণে অনেকেরই পছন্দ ল্যাপটপ।ল্যাপটপ যেমন সুবিধা দিতে পারে তেমন অসুবিধার ও সৃষ্টি করতে পারে।

Monday 12 June 2017

অ্যান্ড্রয়েডের সেরা ৮ ভিডিও প্লেয়ার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মিডিয়া বিশ্ব ধীরে ধীরে পুরোপুরি ভিডিও কনটেন্টের দিকে ঝুঁকছে। তাই আপনার ফোনে উন্নত এবং দ্রুতগতির ভিডিও প্লেয়ার থাকাটা গুরুত্বপূর্ণ। কিছু অ্যাপস যেমন- হোয়াটসঅ্যাপ, টুইটার কিংবা ফেসবুকে বিল্ট-ইন ভিডিও প্লেয়ার থাকে কিন্তু তারাও আলাদা ভিডিও অ্যাপের মাধ্যমে পরিচালনার জন্য কাজ করছে।

Tuesday 6 June 2017

আইপি ঠিকানা এবং আইপি লগ

মুঠোফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার দিয়েই ইন্টারনেট ব্যবহার করা হয় বেশি। তবে ধীরে ধীরে টিভিসহ অনেক যন্ত্রই যুক্ত হচ্ছে ইন্টারনেটের সঙ্গে। স্মার্টহোমের সব উপাদানই একে অন্যের সঙ্গে যুক্ত থাকে। সবাই হয়তো এখনই স্মার্টহোম তৈরি করছেন না, কিন্তু স্মার্টঘড়ি,

Wednesday 31 May 2017

যেভাবে এলো কম্পিউটার ভাইরাস

হাঙ্গেরিতে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জনভন নিউম্যান ১৯৪৯ সালে সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের ধারণা দেন। কোনও একটি প্রোগ্রামের হুবহু নকল প্রোগ্রাম হিসেবে তার ধারণার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে এটাই কম্পিউটার ভাইরাস হিসেবে পরিচিতি পায়।

Saturday 20 May 2017

সাইবার হামলা : নিরাপদ নয় রাউটারও

শুধু কম্পিউটার বা স্মার্টফোন নয়, সাইবার হামলা হতে পারে রাউটার বা ইন্টারনেট অব থিংস (আইওটি) যন্ত্রে। অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্টের গবেষকেরা গতকাল বৃহস্পতিবার ইন্টারনেটের সঙ্গে যুক্ত গেরস্থালি পণ্যগুলোতে সাইবার হামলা বিষয়ে সতর্ক করেছেন।

Monday 15 May 2017

যা করবেন সাইবার হামলা থেকে রক্ষা পেতে

শুক্রবার সারা পৃথিবীতে হ্যাকাররা যে সাইবার আক্রমণ চালিয়েছে, তাতে ১৫০টি দেশের ২ লক্ষ কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ইউরোপের নিরাপত্তা সংস্থা ইউরোপোল। বাংলাদেশেরও বেশ কিছু ব্যক্তি ও বড় প্রতিষ্ঠানের কম্পিউটার এই হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।

Saturday 13 May 2017

যা করবেন মোবাইল ফোনের গতি কমে গেলে

অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের অ্যাপ্লিকেশন চালু হতে সময় নিচ্ছে? হয়তো গতি কমে গেছে আপনার প্রিয় স্মার্টফোনটির। নানা কারণেই অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের গতি কমতে পারে। অ্যান্ড্রয়েড সফটওয়্যারচালিত মোবাইল ফোন ব্যবহারের কয়েক মাসের মধ্যেই গতি কিছুটা কমে যেতে দেখবেন।

Thursday 6 April 2017

কম্পিউটারে ফাইল ডিলিট না হলে

মাইক্রোসফট উইন্ডোজ ৮ বা ৮.১ অপারেটিং সিস্টেমে ফাইল ডিলিট করতে গিয়ে মাঝেমধ্যে একটা সমস্যা দেখা দেয়। উইন্ডোজ অফলাইনের ফাইল ক্লায়েন্ট সাইড ক্যাশিংয়ের (সিএসসি) ক্যাশের ফাইল ক্ষতিগ্রস্ত হলে Error 0x800710FE সংকেতের সমস্যাটি দেখা দিতে পারে।

Wednesday 5 April 2017

আপনার এড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন কম্পিউটার

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এন্ড্রয়েডের জন্য দারুন ১ টা এপ্স
https://i.ytimg.com/vi/9ateTbzekuw/mqdefault.jpg

Windows xp mod

Monday 27 March 2017

ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে

দীর্ঘদিন চলার মতো করেই তৈরি করা হয় ল্যাপটপ কম্পিউটারের ব্যাটারি। তবুও ব্যাটারির কার্যক্ষমতা কমে যাচ্ছে, এমন অভিযোগ শোনা যায় প্রায়ই। পরিবেশগত বাহ্যিক তাপেও দ্রুত গরম হয়ে ব্যাটারির কর্মক্ষমতা অনেকাংশে কমিয়ে দেয়। ব্যাটারির চার্জ ২০ থেকে ৩০ শতাংশ অবশিষ্ট থাকলে তখনই এটিকে চার্জ করে নিতে হয়।

Sunday 19 February 2017

যা করতে হবে পুরনো কম্পিউটারেই নতুনের মতো পারফর্মেন্স চাইলে

কম্পিউটার পুরনো হয়ে গেলে এর কাজও ধীর হয়ে পড়ে। এতে ব্যবহারের সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। আর বিরক্তিরও সীমা থাকে না। কিন্তু কিছু সামান্য পরিবর্তনে পুরনো কম্পিউটারকেও নতুন কম্পিউটারের মতো কাজ চালিয়ে নেওয়া যায়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু সাধারণ পরিবর্তনের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

Thursday 16 February 2017

ইন্টারনেট সিকিউরিটির সাতসতেরো



সাইবার অ্যাটাক প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই হ্যাকাররা নতুন নতুন ভাইরাস ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। ফলে আমাদের ফেসবুক, টুইটার, গুগল সার্চ কোনটাই এখন আর নিরাপদ নয়।

Friday 20 January 2017

ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ টিপস

গোটা বিশ্বে সব থেকে শক্তিশালী সোশ্যাল মাধ্যম ফেসবুক। প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। মাধ্যমটিতে অনেকেই সারাদিন সময় কাটান। তারপরও ফেসবুকের অনেক ফিচার সম্পর্কে তারা জানেন না। আসুন জেনে নেওয়া যাক ফেসবুকের দারুণ কিছু ফিচার টিপস-

Sunday 15 January 2017

যা করবেন পেনড্রাইভ ফরম্যাট না হলে

অনেক সময় স্বাভাবিকভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। ভাইরাস বা অন্য কোনো কারণে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে ফরম্যাট করার চেষ্টা করেন। তবে কোনো সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করা সম্ভব।

ভুল মেসেজও ফেরানো যাবে হোয়াটসঅ্যাপে


হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে কোনমেসেজ পাঠিয়ে ফেলতেই পারেন। তারপর অপ্রস্তুত হয়ে পড়েবেন এটাই স্বাভাবিক। তবে কি হতে পারে ভাবতে পারেন? আপনার সমস্যা বুঝতে পেরেছে ফেসবুকের এই মেসেজ সার্ভিস। তাই এবার থেকে ইউজারদের জন্য সেন্ট মেসেজ রিকল ও এডিট করার সুবিধা নিয়ে আসছে তারা।

Thursday 12 January 2017

ফেসবুক স্মার্টফোনের শত্রু



ফেসবুক দ্রুত চার্জ শেষ করে।স্মার্টফোনের ব্যাটারি শেষ হচ্ছে দ্রুত? বরাবরের মতোই ফেসবুককে দায়ী করতে পারেন। স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ করে ফেসবুক অ্যাপ। সম্প্রতি অ্যাভাস্ট সফটওয়্যার কর্তৃপক্ষ নতুন এক গবেষণায় এসব তথ্য পেয়েছে। ওই গবেষণায় অ্যাপ ব্যবহারের ফলে স্মার্টফোনের ব্যাটারির নেতিবাচক পারফরম্যান্স বিবেচনায় শীর্ষে রয়েছে ফেসবুক।

Monday 9 January 2017

ভুলে গেলেও খোলা যাবে প্যাটার্ন লক

মোবাইলের সুরক্ষার্থে অনেকেই প্যাটার্ন লক করেন। স্মার্টফোনে সাধারণত প্যাটার্ন লকিং এবং পাসওয়ার্ড লকিং-এর সাহায্যেই ফোন লক করেন সবাই। কিন্তু কোনও কারণে সেট করা লকিং প্যাটার্ন কিংবা পাসওয়ার্ডটি ভুলে গেলেই কাজ হয়ে গেল। কারণ সে ক্ষেত্রে নিজের মোবাইল নিজেই আর ব্যবহার করতে পারবেন না আপনি।

Saturday 7 January 2017

হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্য!


জেনে নিন ফোন খোয়া গেলেও কী ভাবে সুরক্ষিত রাখবেন আপনার ব্যক্তিগত তথ্য।
-অ্যানড্রয়েড স্মার্টফোনে থাকে ফোন ট্র্যাক করার সুবিধা। তবে অনেকেই এই সুবিধা সম্পর্কে অবগত না হওয়ার কারণে ফোন খোয়া গেলেও তা খুঁজে পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
-অ্যানড্রয়েড স্মার্টফোনের গুগল অপারেটিং সিস্টেমেই থাকে এই ট্র্যাকার অপশন।

Sunday 1 January 2017

২০১৬ সেরা প্রযুক্তিপণ্য


 প্রতিনিয়ত প্রযুক্তি বদলায়। নতুন কিছু যোগ হয়। তবে এর মধ্যে এমন কিছু প্রযুক্তি আসে, যা যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতা পাল্টে দেয়। বছর শেষে এমনই কিছু যন্ত্রের উল্লেখ থাকছে এখানে। সূত্র: মিরর, এনগেজেট, গিজমোডো
সেরা ডিজিটাল সহকারী: গুগল হোম
হয়তো আমাজন ইকোর সাফল্যে অনুপ্রাণিত হয়েই কৃত্রিম বুদ্ধিমত্তার ডিজিটাল সহকারী কাম স্পিকার ‘গুগল হোম’ বাজারে ছেড়েছে সার্চ ইঞ্জিনভিত্তিক প্রতিষ্ঠানটি।