Saturday 24 December 2011

ইন্টারনেটের নিরাপদ ব্যবহার

ইন্টারনেটের নিরাপদ ও সহজ ব্যবহার প্রত্যাশা করেন অনেকেই, কিন্তু কীভাবে? স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ইন্টারনেট ব্যবহারের নানা দিক ও কৌশল সম্পর্কে বিস্তারিত জেনে নিন। দ্রুত, স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ওয়েবপেজ ব্রাউজ করার কয়েকটি টিপস উল্লেখ করা হলো (শুধু Internet Explorer-এর জন্য) :
দ্রুত ওয়েব অ্যাড্রেস টাইপ করা : আমরা সাধারণত ওয়েব অ্যাড্রেস এভাবে http://www.mail.yahoo.com টাইপ করে থাকি। কিন্তুু খুব দ্রুত এবং সহজেই এ কাজটি করা যায়। যেমন : mail.yahoo টাইপ করে কিবোর্ড থেকে Ctrl+Enter একসঙ্গে চাপুন।

Thursday 15 December 2011

ডেস্কটপ, মাই ডকুমেন্টস অন্যত্র সরিয়ে ফেলুন

বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারী তাদের গুরুত্বপূর্ন সব ডকুমেন্টস সহ অন্যান্য ফাইল সাধারনত ডেস্কটপ ও মাইডকুমেন্টস ফোল্ডারে রাখেন। উইন্ডোজ ইনস্টলের পর ডেস্কটপ ও মাই ডকুমেন্টস ফোল্ডার দুটি বাই-ডিফল্ট সি ড্রাইভের অধীনে তৈরী হয়। কোন কারনে উইন্ডোজ আবার ইনস্টলের দরকার হলে সাধারনত সি ড্রাইভ ফরম্যাট করে আবার ইনস্টল করা হয়। এবং অনেক সময় ডেস্কটপ ও মাই ডকুমেন্টস ব্যাকআপ নেওয়ার কথা মনে থাকেনা ফলে মুহুর্তেই সব গুরুত্বপূর্ন ফাইল ও ডাটা শেষ। আমার মনে হয় সব কম্পিউটার ব্যবহারকারী জীবনে অন্তত একবার এই ভুলটা করেছেন। তাই আগে থেকে সতর্ক থাকাটা জরুরী।

Wednesday 14 December 2011

এক্সপির বুটের সময় ছবি পরিবর্তন করা

উইন্ডোজ এক্সপির বুট লগোতে সাধারণত এক্সপির নিজস্ব ছবি দেখা যায়। আপনি চাইলে উক্ত ছবিটি পরিবর্তন করে নিজের পছন্দের ছবি দিতে পারেন।  সিস্টেম৩২ ফেল্ডারের (windows\system32) ntoskrnl.exe ফাইলে উক্ত ছবি রয়েছে, যা পরিবর্তন করতে হবে। রিসোর্স হ্যকারের সাহায্যে সহজে এই ছবি পরিবর্তন করা যায়। এজন্য আপনার প্রয়োজন 640 X 480 সাইজের ১৬ কালারের (১৬ বিটের নয়) ছবি

Monday 5 December 2011

সক্রিয় হোক নিষ্ক্রিয় ইউটিলিটি

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় ভাইরাসের কারণে ফোল্ডার অপশন, টাস্ক ম্যানেজার, কন্ট্রোল প্যানেল, সিস্টেম রিস্টোর, রান মেন্যু, কনটেক্সট মেন্যু, মাই কম্পিউটার, সার্চ অপশন, কমান্ড কনসোল, রেজিস্ট্রি এডিটর, এমএস কনফিগার ইত্যাদি ইউটিলিটি নিষ্ক্রিয় হয়ে যায়। ‘রি-এনাবল’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি সহজেই এসব ইউটিলিটি সক্রিয় করতে পারবেন।

Friday 2 December 2011

সতেজ রাখুন র‌্যাম

উইন্ডোজ ব্যবহারের সময় অনেক পেজ ফাইল তৈরি হয় এবং পেজ ফাইল ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে। কিন্তু এই পেজ ফাইল কম্পিউটারে জমে থেকে র‌্যামের গতি কমিয়ে দেয়। কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো আপনি মুছে ফেলতে পারেন।