Saturday 2 February 2013

মুছে ফেলা ফাইল সহজেই পুনরুদ্ধার

http://emani85.files.wordpress.com/2013/01/glary-utilities.gif 


   পিসিতে কাজ করার সময় প্রায়ই আমরা একটা সমস্যায় পড়ে থাকি। ভুল করে কোন ফাইল নিজের অজান্তেই ডিলিট করে ফেলি। ফলে পড়তে হয় নানা টেনশনে। কিন্তু যদি জানা থাকে এই টিপস তাহলে আর কোন টেনশন নয়।
এর জন্য আপনাকে মাত্র আট মেগাবাইটের একটি সফটওয়্যার Glary-Utilities নামাতে হবে। এর সাহায্যে সব ধরনের অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার, রেজিস্ট্রি ডিফ্রাগমেন্ট, ভুল করে মুছে ফেলা ফাইল পুনরুদ্ধার, যে কোন ব্যক্তিগত ফাইলে গোপন নম্বর দেয়া, ডুপ্লিকেট ফাইল খোঁজা, খালি ফোল্ডার খোঁজা, যে কোন প্রোগ্রাম আ-নইনস্টল করা, র‌্যামের গতি বাড়ানোসহ আরও অনেক কিছু রিকভারি করা সম্ভব।

No comments:

Post a Comment