Sunday 9 November 2014

মাইক্রোসফটের অফিসে ড্রপবক্সের সুবিধা

বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ও ফাইল শেয়ারিংয়ের জনপ্রিয় প্রতিষ্ঠান ড্রপবক্স সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে মাইক্রোসফটের অফিস সফটওয়্যার ব্যবহারকারীরা ফাইল শেয়ারিংয়ে বিশেষ সুবিধা পাবেন।
এখন থেকে অফিস সফটওয়্যার ব্যবহারকারীদের ফাইল শেয়ার ও ব্যবস্থাপনার জন্য ড্রপবক্স ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহারের সুবিধা দেবে মাইক্রোসফট। শিগগিরই অফিস মোবাইল অ্যাপের আপডেট উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি, যাতে ড্রপবক্সে ফাইল শেয়ার ও ব্যবস্থাপনার সুবিধা যুক্ত হবে। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মাইক্রোসফটের ওয়ারড্রাইভ নামে নিজস্ব ফাইল শেয়ারিং সুবিধা রয়েছে। নিজস্ব সুবিধার পাশাপাশি ড্রপবক্সের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। ড্রপবক্সের ৩০ কোটি ব্যবহারকারীকে মাইক্রোসফটের সেবার আওতায় আনার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

No comments:

Post a Comment