Sunday 15 January 2017

ভুল মেসেজও ফেরানো যাবে হোয়াটসঅ্যাপে


হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে কোনমেসেজ পাঠিয়ে ফেলতেই পারেন। তারপর অপ্রস্তুত হয়ে পড়েবেন এটাই স্বাভাবিক। তবে কি হতে পারে ভাবতে পারেন? আপনার সমস্যা বুঝতে পেরেছে ফেসবুকের এই মেসেজ সার্ভিস। তাই এবার থেকে ইউজারদের জন্য সেন্ট মেসেজ রিকল ও এডিট করার সুবিধা নিয়ে আসছে তারা।
শিগগিরই হোয়াটসঅ্যাপে এমন সেবা যোগ হচ্ছে যা দিয়ে ভুল করে পাঠানো মেসেজও এডিট করা যাবে, এমনকি ফিরিয়েও আনা যাবে। আর সেটা টুইটারে জানিয়েছে ওয়েববেটাইনফো।
ওই টুইটে দাবি করা হয়, হোয়াটসঅ্যাপ তাদের বিটা ভার্সানে (আইওএস ২.১৭.১.৮৬৯) পরীক্ষামূলকভাবে মেসেজ এডিট ও ফিরিয়ে নেওয়ার সেবা যোগ করছে। রিকল অপশন সিলেক্ট করলে তা অন্য প্রান্তে থাকা স্মার্টফোন থেকেও ডিলিট হয়ে যাবে। রিপ্লাই, স্টার, ফরওয়ার্ড, ডিলিট, মেসেজ, স্পিক অপশনের মতোই থাকবে ‘রিভোক’ অপশনও।
তবে যাকে মেসেজটি পাঠিয়েছেন তিনি যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্তই রিভোক করা যাবে। মেসেজ এক বার ‘সিন’ হয়ে গেলে আর অপশন কার্যকর হবে না।
টুইটে আরও জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সদ্য পাঠানো মেসেজকেই এডিট করতে পারবেন বা ফিরিয়ে নিতে পারবেন।

No comments:

Post a Comment