Monday 20 April 2020

হারিয়ে যাওয়া ‘গুগল কন্টাক্টস’ ফিরে পাবেন যেভাবে


স্মার্টফোন ব্যবহারকারীদের বেশিরভাগই তাদের প্রয়োজনীয় ফোন নম্বরগুলো গুগল কন্টাক্টসে সেভ করে রাখেন। মূলত এগুলো যেন কখনও না হারায় সেজন্য এই ব্যবস্থা। তারপরও অনেক সময় ভুলক্রমে গুগল কন্টাক্টসে থাকা সব নম্বর ডিলিট হয়ে যেতে পারে। 
এ অবস্থায় নম্বরগুলো ফিরিয়ে আনতে যা করতে হবে- 
১. আপনার ব্রাউজারে নতুন একটি গুগল কন্টাক্টস ওয়েবসাইট ওপেন করুন। এ পর্যায়ে আপনার কন্টাক্টসে যে জি-মেইল আইডি ব্যবহার করা হয়েছিল, সেটাতে লগইন করতে হবে।
২. লগইন করার পর বাম পাশে থাকা ‘মোর’ নামে একটি অপশনে ক্লিক করতে হবে। এরপর রিস্টোর কন্টাক্টস অপশন আসবে। সেখানে ক্লিক করতে হবে।
৩. এ পর্যায়ে আপনি কতদিনের মধ্যে রিস্টোর চান সে সম্পর্কিত একটি অপশন আসবে। এটা নির্বাচন করে নিশ্চিত করলেই আপনি হারিয়ে যাওয়া নম্বরগুলো ফিরে পেতে শুরু করবেন।
সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন।
সূত্র: গেজেটস নাউ

No comments:

Post a Comment