Thursday 15 December 2011

ডেস্কটপ, মাই ডকুমেন্টস অন্যত্র সরিয়ে ফেলুন

বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারী তাদের গুরুত্বপূর্ন সব ডকুমেন্টস সহ অন্যান্য ফাইল সাধারনত ডেস্কটপ ও মাইডকুমেন্টস ফোল্ডারে রাখেন। উইন্ডোজ ইনস্টলের পর ডেস্কটপ ও মাই ডকুমেন্টস ফোল্ডার দুটি বাই-ডিফল্ট সি ড্রাইভের অধীনে তৈরী হয়। কোন কারনে উইন্ডোজ আবার ইনস্টলের দরকার হলে সাধারনত সি ড্রাইভ ফরম্যাট করে আবার ইনস্টল করা হয়। এবং অনেক সময় ডেস্কটপ ও মাই ডকুমেন্টস ব্যাকআপ নেওয়ার কথা মনে থাকেনা ফলে মুহুর্তেই সব গুরুত্বপূর্ন ফাইল ও ডাটা শেষ। আমার মনে হয় সব কম্পিউটার ব্যবহারকারী জীবনে অন্তত একবার এই ভুলটা করেছেন। তাই আগে থেকে সতর্ক থাকাটা জরুরী।
এই ক্ষেত্রে সবচেয়ে ভাল সমাধান হচ্ছে ডেস্কটপ ও মাই ডকুমেন্টস ফোল্ডারের লোকেশন সি ড্রাইভ থেকে অন্য ড্রাইভে সরিয়ে ফেলা। মাই ডকুমেন্টস ফোল্ডারের প্রপার্টিজে গিয়ে এর লোকেশন সরানো গেলেও ডেস্কটপ ফোল্ডার সরানোর কোন সরাসরি অপশন উইন্ডোজে নেই। আপনি উইন্ডোজ এক্সপিতে TweakUi Powertoy ব্যবহার করে খুব সহজেই এ কাজটা করতে পারেন।TweakUi Powertoy মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে ফেলুন। এবার স্টার্টমেন্যু–>অল প্রোগ্রামস–>পাওয়ার টয়স ফর উইন্ডোজ এক্সপি থেকে TweakUi রান করুন। My Computer–>Special Folders এ যান। উইন্ডোজের বিভিন্ন স্পেশাল ফোণ্ডারের লিস্ট দেখতে পাবেন সেখানে ডেস্কটপ, মাই ডকুমেন্টস সহ অন্যান্য ফোল্ডার সিলেক্ট করে Change Location বাটনে ক্লিক করে অন্য ড্রাইভের একটা লোকেশন দেখিয়ে দিন। এপ্লাই বাটন প্রেস করুন। এখন থেকে আপনি যা কিছু মাই ডকুমেন্টস ও ডেস্কটপে সেভ করবেন তা সি ড্রাইভের পরিবর্তে আপনার নির্বাচিত ফোল্ডারে সেভ হবে।
ডাউনলোড করুন এখান থেকে

No comments:

Post a Comment