Saturday 24 December 2011

ইন্টারনেটের নিরাপদ ব্যবহার

ইন্টারনেটের নিরাপদ ও সহজ ব্যবহার প্রত্যাশা করেন অনেকেই, কিন্তু কীভাবে? স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ইন্টারনেট ব্যবহারের নানা দিক ও কৌশল সম্পর্কে বিস্তারিত জেনে নিন। দ্রুত, স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ওয়েবপেজ ব্রাউজ করার কয়েকটি টিপস উল্লেখ করা হলো (শুধু Internet Explorer-এর জন্য) :
দ্রুত ওয়েব অ্যাড্রেস টাইপ করা : আমরা সাধারণত ওয়েব অ্যাড্রেস এভাবে http://www.mail.yahoo.com টাইপ করে থাকি। কিন্তুু খুব দ্রুত এবং সহজেই এ কাজটি করা যায়। যেমন : mail.yahoo টাইপ করে কিবোর্ড থেকে Ctrl+Enter একসঙ্গে চাপুন।

দ্রুত ওয়েব পেজ দেখতে হলে : অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ ওয়েবপেজটি ওপেন হতে দীর্ঘক্ষণ সময়ের প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনি যদি ওয়েবপেজটি দ্রুত দেখতে চান অথবা কিছুটা হলেও সময় সাশ্রয় করতে চান তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার-এর Tools মেনু থেকে Internet Options-এ ক্লিক করুন। Advanced ট্যাব এর অন্তর্ভুক্ত Multimedia Option থেকে Play Animation, Play Sounds, Play Videos অপশনগুলো অফ করে দিন। এরপর লক্ষ্য করুন ওয়েবপেজগুলো আগের তুলনায় আরো দ্রুততর ওপেন হচ্ছে। আরেকটি উপায় হচ্ছে Temporary Internet Files মুছে দেয়া। ব্রাউজিংয়ের সময় প্রত্যেকটি পৃষ্ঠা উইন্ডোজের Temporary Internet Files ফোল্ডারে রেখে দেয়। এতে তাত্ক্ষণিক দ্রুত রি-ভিজিটের সুবিধা যেমন আছে, তেমনি টেম্পোরারি ফাইলের সংখ্যা বাড়তে থাকে। ফলে সেগুলো ডিলিট করা না হলে ব্রাউজিং স্পিড কমে যায়। টেম্পোরারি ইন্টারনেট ফাইলস মুছে দেয়ার জন্য—
Tools=>Internet Options=> Advanced =>Settings=>Security=>Empty temporary Internet Files Folder when browser is closed
বাছাই করে Ok চাপুন। ফলে এক্সপ্লোরার বন্ধ করার সময়ই Temp ফোল্ডার খালি হয়ে যাবে। পুরনো এক্সপ্লোরার ব্যবহারকারীরা উইন্ডোজ ফোল্ডারে ঢুকে Temporary Internet Files ফোল্ডারের *.tmp ফাইল ডিলিট করতে পারেন।
ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কপি : কোনো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ফাইল কপি করতে চাইলে ব্যাকগ্রাউন্ডে মাউসের ডান বাটন ক্লিক করে ঈড়ঢ়ু Background সিলেক্ট করুন। অতঃপর যে ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড ফাইলটি সংরক্ষণ করতে চান সে ফোল্ডারটি ওপেন করে Paste করুন।
সরিয়ে ফেলুন অপ্রয়োজনীয় লোগো : স্পিনিং লোগো এবং অপ্রয়োজনীয় গ্রাফিক্স দেখতে না চাইলে সরাসরি C:/Program Files/Internet Explorer/Signup- †dvìvi n‡Z Bmp Extension-যুক্ত ফাইলগুলো মুছে ফেলুন (শুধু Bmp Extension-hy³ ফাইলগুলো)।
সেভ করুন সম্পূর্ণ ওয়েবপেজ : কোনো ওয়েবপেজ সম্পূর্ণ সেভ করতে চাইলে ঋরষব মেনু থেকে Save As সিলেক্ট করে Web page complete সিলেক্ট করুন। এতে ওয়েবপেজটির সব টেক্সট ও ইমেজসহ সেভ হবে। আরো ভালোভাবে সেভ করতে চাইলে Web archive for e-mail সিলেক্ট করুন। এতে সব কিছু একটি ফাইলে সেভ হবে।
একাধিক উইন্ডোর ব্যবহার : যদি একটি Linked পেজকে সম্পূর্ণ নতুন উইন্ডো দ্বারা এক্সপ্লোর করতে চান তাহলে লিংকটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Open in New Window সিলেক্ট করুন।
ফেভারিট মেনুতে সংযোজন করুন পছন্দের ওয়েবসাইটটিকে : যে ওয়েবসাইটটিকে আপনি Favorite মেনুতে সংযোজন করতে চান প্রথমে সে ওয়েবসাইটটি ওপেন করুন। এরপর ইন্টারনেট এক্সপ্লোরার-এর Favorites Menu থেকে Add to Favorites বাটনে ক্লিক করুন। যদি ওয়েবসাইটের তথ্যগুলো অফলাইনে পড়তে চান বা দেখতে চান তাহলে Make available Offline চেকবক্সে চেকমার্ক দিন।
পছন্দের ওয়েবসাইটটিকে হোমপেজ হিসেবে দেখতে চাইলে : প্রথমে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করুন। এরপর Tools মেনুর Internet Options Select করে Home page ট্যাবের নিচে অ্যাড্রেস লিখা পাশের ঘরটিতে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির অ্যাড্রেস টাইপ করুন (http://www.mail.yahoo.com) এরপর Apply = Ok দিয়ে বেরিয়ে আসুন।
হিস্টোরি মুছে দিন
ইন্টারনেট এক্সপ্লোরারে হিস্টোরি ফোল্ডারে এর আগে আপনার ভ্রমণকৃত সব ওয়েবসাইটের তথ্য সংরক্ষিত থাকে। এর ফলে History-তে ক্লিক করে আপনি আগে ভ্রমণকৃত সব ওয়েবসাইটের তালিকা ও ঠিকানা পেতে পারেন। এ অপশনটি একদিক থেকে আপনার জন্য সুবিধাজনক হলেও এর মাধ্যমে অন্য যারা আপনার কম্পিউটারটি ব্যবহার করে তারা সবাই আপনার ভ্রমণ সম্পর্কে তথ্য পেতে পারে। এতে আপনার প্রাইভেসি কিছুটা হলেও নষ্ট হয়। এটি এড়িয়ে চলতে চাইলে প্রথমে Internet Explorer ওপেন করুন। এরপর Tools=Internet Options=>Clear History-তে ক্লিক করুন। এবার Days to keep pages in Historু-এর ডান পাশে ০০ করে দিন।
মুছে ফেলুন কুকিজ  : অনেক ওয়েবসাইটই আপনার অজান্তে আপনার হার্ডডিস্কে এমন কিছু কিছু ছোট ফাইল তৈরি করে যা আপনার পাসওয়ার্ড, ভ্রমণের সময় ও তারিখ সংরক্ষণ করে। এর মাধ্যমে আপনার ইন্টারনেটে ভ্রমণের ধরন সম্পর্কে বোঝা যায়। পরবর্তী সময়ে অন্য কোনো ব্যবহাকারী খুব সহজেই আগে আপনি কোন কোন ওয়েবসাইটে ভ্রমণ করেছেন তা বুঝতে পারবেন। এজন্য cookies মুছে ফেলা খুবই জরুরি। Cookies Folder-এর ফাইলগুলো মুছতে হলে প্রথমে My Computer=>C:\ (সি ড্রাইভ)=> Windows-এর Cookies ফোল্ডার থেকে Index ছাড়া সব ফাইল এবং Temporary Internet Files ফোল্ডারের সব ফাইল মুছে দিন।
ব্যবহার করুন Filtering Content : কিছু কিছু ওয়েবসাইট আছে যা শিশুদের জন্য উপযোগী নয়। ওই সব ওয়েবসাইটে ভ্রমণ থেকে শিশুদের বিরত রাখার জন্য সাধারণত আলাদা সফটওয়্যার ব্যবহার করা হয়। কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারের নিজস্ব কিছু Built in Filtering Tools আছে, যার মাধ্যমেও ইন্টারনেটে ভ্রমণ একটি নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করা যায়। Filtering Content ব্যবহার করতে হলে প্রথমে Internet Explorer Open করুন। এরপর Tools=Internet Option=>Content Tab-এ ক্লিক করতে হবে। এখানে Content Advisor সেকশনে Enable বোতামে ক্লিক করুন। এরপর Content Advisor Window ওপেন হবে। এখানে Language, Nudity, Sex, Violence নামে চারটি Category পাবেন। একেকটি Category সিলেক্ট করে নিচে Slider-এর মাধ্যমে লেভেল নির্ধারণ করে দিন। নিচে Description বক্সে প্রত্যেক খবাবষ কী কী allow করে তার বর্ণনা দেয়া আছে। এবার Ok করে বের হয়ে আসুন।

No comments:

Post a Comment