Tuesday 21 May 2013

দ্রুত গতিতে তথ্য স্থানান্তর প্রযুক্তি ‘থান্ডারবোল্ট’

দ্রুততর গতিতে তথ্য স্থানান্তরে থান্ডারবোল্ট প্রযুক্তির উন্নয়ন করেছে ইনটেল। ৮ এপ্রিল ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই পরবর্তী প্রজন্মের থান্ডারবোল্ট প্রযুক্তি উন্মুক্ত করবে তারা। এ প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে ২০ গিগা বিট গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব হবে।

২০১৪ সাল নাগাদ ইনটেলের পরবর্তী প্রজন্মের থান্ডারবোল্ট প্রযুক্তি সহজলভ্য হবে। এসময়ে থান্ডারবোল্টের প্রতিযোগী ইউএসবিতেও তথ্য স্থানান্তরের গতি দ্রুততর হবে। ইউএসবি ৩.০ তে ২০১৪ সাল নাগাদ সেকেন্ডে ১০ গিগা বিট গতিতে তথ্য স্থানান্তর করা যাবে। তবে ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইউএসবি ৩.০-এর তুলনায় ইনটেলের থান্ডারবোল্ট দ্বিগুণ গতিতে তথ্য স্থানান্তর করতে সক্ষম হবে।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ইনটেল কর্তৃপক্ষ অ্যাপলের তৈরি ম্যাকবুক কম্পিউটারে প্রথম থান্ডারবোল্ট যুক্ত করেছিল। পরবর্তীতে ২০১২ সালে উইন্ডোজ প্ল্যাটফর্মেও দ্রুত গতির তথ্য স্থানান্তরের এই প্রযুক্তিটি যুক্ত করার কথা জানিয়েছিল চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল।

No comments:

Post a Comment