Friday 8 November 2013

ইশারা বদলে যাবে কথায় !

আপনি শুধু ইশারাই করবেন আর আপনার যন্ত্রটি সে ইশারা বুঝে তা রূপান্তর করবে কথায় আবার আপনার কথাকে ইশারাতেও বুঝিয়ে দিতে পারবে। সম্প্রতি এমনই একটি যন্ত্র তৈরি করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ যন্ত্রটি শ্রবণ-প্রতিবন্ধী ও দৃষ্টিহীনদের ক্ষেত্রে কাজে লাগবে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, চীনের গবেষকেদের নিয়ে সাশ্রয়ী খরচের ‘সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর’ বা ইশারা রূপান্তরকরণ যন্ত্র তৈরি করেছে মাইক্রোসফট। কাইনেক্ট সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর যন্ত্রটি মুখে বলা বা হাতে লেখা ভাষাকে ইশারায় বোঝাতে পারে আবার ইশারায় দেখানো ভাষাকে বলতে ও লিখতে পারে।এই যন্ত্রটিতে একটি কম্পিউটার ও কাইনেক্ট ক্যামেরা রয়েছে।
চীনের সায়েন্স অ্যাকাডেমি ও মাইক্রোসফটের গবেষকেরা মিলে এই পদ্ধতি তৈরি করেছেন। গবেষক শাইলন চেন জানান, কম্পিউটার প্রযুক্তির দ্রুত উন্নতি হচ্ছে। তাই এখনই শ্রবণ-প্রতিবন্ধীদের জন্য কিছু করার উপযুক্ত সময়।

No comments:

Post a Comment