Thursday 12 May 2016

এবার ইউটিউবে দেখা যাবে টিভি

এবার থেকে শুধু আর ভিডিও নয়, চাইলেই YouTube পরিবর্তিত হয়ে যাবে আস্ত একটা টিভি'তে। হ্যাঁ, এমনই উদ্যোগ নিতে চলেছে YouTube। নাম রাখা হয়েছে আনপ্লাগড। তবে বিনামূল্যে নয়, নির্দিষ্ট একটি টাকার বিনিময়ে কেবল টিভির সব কটি চ্যানেল দেখতে পাবেন দর্শকরা।
ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে YouTube-এর এই উদ্যোগকে সফল করতে। ২০১৭ সালেই শুভারম্ভ করার কথা ভাবছে YouTube। বহু নামীদামি মিডিয়া সংস্থার সঙ্গে কথাবার্তা বলছেন YouTube-এর কর্মকর্তারা। সেই তালিকায় রয়েছে Comcast Corp.'s NBCUniversal, Viacom Inc., Twenty-First Century Fox Inc. and CBS Corp. মতো প্রথম সারির সংস্থাগুলি। তবে এখনও কোনও কথা চুড়ান্ত হয়নি।
২০১৫ সালের অক্টোবর মাস থেকে YouTube তাদের প্রথম পেইড সাবস্ক্রিপশন শুরু করে YouTube Red নামে। অনলাইন কেবল প্যাকেজ নিয়ে YouTube চিন্তা-ভাবনা শুরু করে ২০১২ সালে। তবে তা নিয়ে তৎ‌পরতা শুরু হয়েছে গত কয়েক মাস। এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক YouTube-এর এক আধিকারিক। সূত্র: এই সময়

No comments:

Post a Comment