Sunday 12 June 2016

পাসওয়ার্ড জানলেও Facebook আইডিতে ঢুকতে পারবেনা অন্য কেউ

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন??? আশা করি ভালই আছেন। আমরা দীর্ঘসময় নিয়ে গড়ে তুলি আমাদের সাধের ফেসবুক আইডিটি। কিন্তু হঠাত আড়ল থেকে কেউ যদি আমাদের আইডির পাসওয়ার্ড জেনে যাই বা কেউ কুমতলবে যদি আপনার পাসওয়ার্ড হাতিয়ে নেয় তখন কি করবেন? ব্যাস চিন্তা নেই আজকের টিউনটি এই বিষয়েই।


এখন থেকে পাসওয়ার্ড জানলেও কেউই লগ ইন করতে পারবেনা আপনার ফেসবুক আইডি তে।

তাহলে নিচের ধাপগুলা অনুসরণ করুন…...........
ফেসবুকের SETTING মেনুতে গিয়ে Security অপশনে যান।

Login Approvals On ক্লিক করুন



তারপর Get Started ক্লিক করুন।


আপনার মোবাইলে একটি Confirmation Code পাবেন






*** এখন থেকে প্রতিবার Facebook-এ লগইন করতে গেলে আপনার মোবাইলে নাম্বারে কোড আসবে এবং শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবেনা। এবার পাসওয়ার্ড জানলেও Facebook আইডিতে ঢুকতে পারবেনা অন্য কেউ। থাকুন নিরাপদ।

বিঃদ্রঃ কোড ছারা লগ ইন করতে পারবেন না তাই যেই নাম্বের এড করবেন ওটা অন রাখবেন।



দেখার জন্য ধন্যবাদ...

No comments:

Post a Comment