Monday 6 November 2017

ঝাঁকুনি সহনশীল হার্ডডিস্ক

ডিস্কের নকশায় নতুন মাত্রা যুক্ত করেছে অ্যাপাসার। এসি ৬৩০ মডেলের বহনযোগ্য এই হার্ডডিস্কটির ধারণ ক্ষমতা এক টেরাবাইট। দৃষ্টি নন্দন এবং ব্যবহারবান্ধব এই হার্ডডিস্কটি একইসঙ্গে ধূলো-বালি, পানি এবং ঝাকুনি সহনশীল। চারদিকে রাবারের প্রতিরক্ষায় দেয়ালে মোড়া মেলেটারি গ্রেডের হার্ডডিস্কটির চার কোণে আছে বাড়তি শক্তিশালী ঝাঁকুনি সহনশীল ব্যবস্থা। ফলে অন্তত ১.২ মিটার ওপর থেকেও যদি হার্ডডিস্কটি পড়ে যায়, তারপরও এতে সংরক্ষিত ডাটা থাকবে সুরক্ষিত।
আইপি ৫৫ সনদ প্রাপ্ত এই হার্ডডিস্কে ব্যবহৃত হয়েছে টাইপ এ ফিমেল ইউএসবি কানেক্টর ও ক্যাবল ক্যারি স্লট। ফলে সেকেন্ডে ৫ জিবি পর্যন্ত তথ্য আদান-প্রদানে সক্ষম। এটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সব অপারেটিং সিস্টেমেই মানান সই। অ্যাপাসারের এই ব্যবহারবান্ধব পোর্টেবল হার্ডডিস্কটি দেশের বাজারে পরিবেশন করছে টেক-রিপাবলিক লিমিটেড। এর মূল্য ৫,৫০০ টাকা।

No comments:

Post a Comment