Tuesday 5 December 2017

যা না করলে বন্ধ হবে ফেসবুক অ্যাকাউন

ভুয়া অ্যাকাউন্ট রুখতে নতুন সিকিউরিটি টেস্ট শুরু করেছে ফেসবুক। এবার ফেকবুকে অ্যাকাউন্ট রাখতে হলে নিজের মুখমণ্ডলের পরিষ্কার ছবি দিতে হবে। কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু দেখতে পেলে ফেসবুকের নিরাপত্তা বিভাগ ব্যবহারকারীর কাছে পরিচয়ের প্রমাণ চাইবে। তখন ব্যবহারকারীকে নিজের মুখের পরিষ্কার একটি ছবি সাইটে আপলোড করতে হবে।
ফেসবুকের পক্ষ থেকে জানানা হয়েছে, ব্যবহারকারী ছবি আপলোড করার পর ফেসবুক তা পরীক্ষা করে দেখবে। ফটো টেস্ট অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে কাজটি হবে।
এ পদ্ধতিতেই ফেসবুক কর্তৃপক্ষ ওই প্রোফাইল সঠিক কীনা তা নিশ্চিত হবে। জানা গেছে, ছবি পরীক্ষা করার পর তা পুরোপুরিভাবে সার্ভার থেকে মুছে ফেলা হবে। তবে এই পদ্ধতি সবার ক্ষেত্রেই প্রয়োগ করা হবে, নাকি ‘সন্দেহজনক’ ব্যবহারকারীর ক্ষেত্রে প্রয়োগ করা হবে, তা এখনও জানা যায়নি।
প্রকৃত অ্যাকাউন্ট হোল্ডারদের চিহ্নিত করতে ফটো টেস্ট অথেন্টিকেশন ছাড়াও কিছু নিরাপত্তা ব্যবস্থা বা পদ্ধতি আনতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। সূত্র: হাফপোস্ট

No comments:

Post a Comment