Tuesday 18 September 2018

পেনড্রাইভ দেখভালের ৩ টিপস

বেশি ভারী না হলে ই-মেইল করে বা ড্রাইভে রেখে লিংক পাঠিয়ে ফাইল আদান-প্রদানের প্রবণতা বাড়ছে। তাই বলে পেনড্রাইভের প্রয়োজন ফুরায়নি এখনো। ছোট্ট এই ডিভাইসটির যত্ন নিলে টিকেও অনেক দিন।



অযথা ফরম্যাট নয়
পেনড্রাইভের জায়গা (স্টোরেজ) খালি করতে অনেকে ফরম্যাট করেন। বারবার ফরম্যাট করলে পেনড্রাইভের কার্যক্ষমতা কমে যায়।

অটোরান থেকে মুক্তি
পেনড্রাইভের প্রধান সমস্যা autorun ভাইরাস। এর আক্রমণ থেকে রক্ষা পেতে পেনড্রাইভে  autorun.inf নামে একটা ফোল্ডার তৈরি করে রাখুন। তাহলে এর জায়গায় autorun.inf ভাইরাসটি নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না। কারণ ফাইল কখনো ফোল্ডারকে ওভার রাইট করতে পারে না।

কম্পিউটারে না খুললে
অনেক সময় কম্পিউটারে পেনড্রাইভ কাজ করে না। সে ক্ষেত্রে Start থেকে control panel-এ গিয়ে administrative tools-এ দুইবার ক্লিক করতে হবে। তারপর computer management-এ ক্লিক করে এরপর বাম পাশে থেকে dish management-এ ক্লিক করলে ডান পাশে pen drivemn সব ড্রাইভের তালিকা আসবে। যেখান থেকে পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে explore অথবা open-এ ক্লিক করতে হবে। তাহলে পেনড্রাইভ চালু হবে।

My computer চালু করে অ্যাড্রেসবারে ক্লিক করে pen drive নির্বাচন করলেও পেনড্রাইভটি কাজ করবে।

No comments:

Post a Comment